ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি
মানিকগঞ্জের ঘিওরে নদী থেকে অবৈধভাবে মাটি উত্তোলনে বাধা দেওয়ায় স্বামী-স্ত্রীকে মারধর করার অভিযোগ উঠেছে মো. মানিক নামের এক ড্রেজার ব্যবসায়ীর বিরুদ্ধে। এই ঘটনায় করা মামলায় গতকাল বুধবার সন্ধ্যার দিকে মানিককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার উপজেলার বানিয়াজুরী ইউনিয়নের শোলধারা গ্রামে এই ঘটনা ঘটে।
গ্রেপ্তারের বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার বিশ্বাস। তিনি বলেন, ‘এই ঘটনায় থানায় মামলা হয়েছে। আসামি মানিককে গতকাল বুধবার গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’
মামলা সূত্রে জানা গেছে, মো. মানিক উপজেলার চিহ্নিত ড্রেজার ও মাটি ব্যবসায়ী। সম্প্রতি শোলধারা গ্রামে ড্রেজার বসিয়ে ক্ষিরাই নদী থেকে অবৈধভাবে মাটি উত্তোলন করে বিক্রি করছিলেন মানিক ও আমডালা গ্রামের হালিম। এতে ভাঙনে নদী পাড়ের কয়েকটি বসতবাড়ি ক্ষতিগ্রস্ত হয়। মাটি উত্তোলনে বাধা দেন শোলধারা গ্রামের বাসিন্দা আব্দুর রাজ্জাক।
মাটি উত্তোলন বন্ধে আব্দুর রাজ্জাক অভিযোগ করেন স্থানীয় ভূমি অফিসে। এতে ক্ষিপ্ত হয়ে ড্রেজার মালিক মানিক গত সোমবার রাতে আব্দুর রাজ্জাকের জমিতে ড্রেজার বসিয়ে জোর করে মাটি উত্তোলন করতে থাকেন। পরদিন সকালে মাটি কাটার বিষয়ে আব্দুর রাজ্জাকের সঙ্গে মানিকের কথা-কাটাকাটি হয়।
ওই ঘটনার জেরে গত মঙ্গলবার রাতে বাড়িতে ঢুকে মানিক ও তাঁর সহযোগী হালিম এলোপাতাড়ি পেটাতে থাকেন রাজ্জাককে। গুরুতর আহত হন তিনি। মানিক ও হালিমের মারধর থেকে রক্ষা করতে এলে রাজ্জাকের স্ত্রীকেও ঘুষি ও লাথি মেরে ফেলে দেন তাঁরা। পরে আশপাশের লোকজন এসে আহত স্বামী-স্ত্রীকে উদ্ধার করে স্থানীয়ভাবে চিকিৎসা দেন।
আব্দুর রাজ্জাক বলেন, ‘ইউনিয়ন ভূমি অফিসে বারবার জানিয়ে কোনো প্রতিকার না পেয়ে ফসলি জমি ও বসতবাড়ি রক্ষায় আমি মাটি কাটতে বাধা দিই। এতে ক্ষিপ্ত হয়ে মানিক আমার ওপর হামলা চালান। আমার স্ত্রীকেও মারধর করেছেন। এর ন্যায় বিচার চাই।’
মানিকগঞ্জের ঘিওরে নদী থেকে অবৈধভাবে মাটি উত্তোলনে বাধা দেওয়ায় স্বামী-স্ত্রীকে মারধর করার অভিযোগ উঠেছে মো. মানিক নামের এক ড্রেজার ব্যবসায়ীর বিরুদ্ধে। এই ঘটনায় করা মামলায় গতকাল বুধবার সন্ধ্যার দিকে মানিককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার উপজেলার বানিয়াজুরী ইউনিয়নের শোলধারা গ্রামে এই ঘটনা ঘটে।
গ্রেপ্তারের বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার বিশ্বাস। তিনি বলেন, ‘এই ঘটনায় থানায় মামলা হয়েছে। আসামি মানিককে গতকাল বুধবার গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’
মামলা সূত্রে জানা গেছে, মো. মানিক উপজেলার চিহ্নিত ড্রেজার ও মাটি ব্যবসায়ী। সম্প্রতি শোলধারা গ্রামে ড্রেজার বসিয়ে ক্ষিরাই নদী থেকে অবৈধভাবে মাটি উত্তোলন করে বিক্রি করছিলেন মানিক ও আমডালা গ্রামের হালিম। এতে ভাঙনে নদী পাড়ের কয়েকটি বসতবাড়ি ক্ষতিগ্রস্ত হয়। মাটি উত্তোলনে বাধা দেন শোলধারা গ্রামের বাসিন্দা আব্দুর রাজ্জাক।
মাটি উত্তোলন বন্ধে আব্দুর রাজ্জাক অভিযোগ করেন স্থানীয় ভূমি অফিসে। এতে ক্ষিপ্ত হয়ে ড্রেজার মালিক মানিক গত সোমবার রাতে আব্দুর রাজ্জাকের জমিতে ড্রেজার বসিয়ে জোর করে মাটি উত্তোলন করতে থাকেন। পরদিন সকালে মাটি কাটার বিষয়ে আব্দুর রাজ্জাকের সঙ্গে মানিকের কথা-কাটাকাটি হয়।
ওই ঘটনার জেরে গত মঙ্গলবার রাতে বাড়িতে ঢুকে মানিক ও তাঁর সহযোগী হালিম এলোপাতাড়ি পেটাতে থাকেন রাজ্জাককে। গুরুতর আহত হন তিনি। মানিক ও হালিমের মারধর থেকে রক্ষা করতে এলে রাজ্জাকের স্ত্রীকেও ঘুষি ও লাথি মেরে ফেলে দেন তাঁরা। পরে আশপাশের লোকজন এসে আহত স্বামী-স্ত্রীকে উদ্ধার করে স্থানীয়ভাবে চিকিৎসা দেন।
আব্দুর রাজ্জাক বলেন, ‘ইউনিয়ন ভূমি অফিসে বারবার জানিয়ে কোনো প্রতিকার না পেয়ে ফসলি জমি ও বসতবাড়ি রক্ষায় আমি মাটি কাটতে বাধা দিই। এতে ক্ষিপ্ত হয়ে মানিক আমার ওপর হামলা চালান। আমার স্ত্রীকেও মারধর করেছেন। এর ন্যায় বিচার চাই।’
আসাদুজ্জামান রিপন বলেন, সরকারের উপদেষ্টা পরিষদের অধিকাংশই প্রশাসনিক অভিজ্ঞতা ও দক্ষতা থেকে বঞ্চিত। অনেক মন্ত্রণালয় আজ স্থবির হয়ে পড়েছে। দেশের নানা সংকটে সরকার যে কার্যকর নেতৃত্ব দিতে ব্যর্থ, তা দিন দিন স্পষ্ট হয়ে উঠছে।
৩ মিনিট আগেসাগরে নিন্মচাপের কারণে অস্বাভাবিক জোয়ারে নোয়াখালী দ্বীপ উপজেলা হাতিয়ার নিঝুম দ্বীপসহ নিন্মাঞ্চল প্লাবিত হয়েছে। আজ শুক্রবার সকালে জোয়ারের পানিতে নিঝুম দ্বীপের প্রধান সড়কটি সম্পূর্ণ তলিয়ে যায়। একই অবস্থা হয় উপজেলার নলচিরা, সোনাদিয়া ও সূখচর ইউনিয়নে।
১৩ মিনিট আগেউপজেলার তারাপুর গ্রামে বর্তমানে দুটি মসজিদ রয়েছে। একটি পুরোনো মসজিদ ও অন্যটি নতুন মসজিদ নামে পরিচিতি। গত কয়েক বছর আগে পুরোনো মসজিদে নামাজপরবর্তী মিলাদ মাহফিলে কিয়াম করা নিয়ে একটি ঝামেলা বাধে। মসজিদের তৎকালীন ক্যাশিয়ার মতিন হাজিসহ একটি পক্ষ কিয়াম করার পক্ষে অবস্থান নিয়ে সে সময় নতুন মসজিদ নির্মাণ করেন
১৮ মিনিট আগেনাহিদ ইসলাম বলেন, বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের নির্বাচনব্যবস্থা দ্রুত করতে হবে। বিশ্ববিদ্যালয়গুলোয় ঠিকমতো খাবার থাকতে হবে। লাইব্রেরিতে পর্যাপ্ত বই থাকবে। বিশ্ববিদ্যালয়গুলোতে একাডেমিক পরিবেশ নিশ্চিত করতে হবে।
২৭ মিনিট আগে