Ajker Patrika

জাপা মহাসচিব চুন্নু, আন্তর্জাতিক ট্রাইব্যুনালের সানাউলসহ ৮২ জনের নামে মামলা

কিশোরগঞ্জ প্রতিনিধি
জাপা মহাসচিব চুন্নু, আন্তর্জাতিক ট্রাইব্যুনালের সানাউলসহ ৮২ জনের নামে মামলা

জাতীয় পার্টির (জাপা) মহাসচিব ও কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনের সাবেক সংসদ সদস্য মুজিবুল হক চুন্নু এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার প্রধান সমন্বয়ক সানাউল হকসহ ৮২ জনের নামে মামলা হয়েছে। গতকাল বুধবার রাতে করা মামলায় ২৭০ জন অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে আসামি করা হয়েছে। কিশোরগঞ্জের করিমগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলনে সহিংসতা, মদদ দান, অর্থায়ন ও নির্দেশের অভিযোগে এই মামলা করা হয়। 

গতকাল রাতে করিমগঞ্জ থানায় মামলাটি করেন উপজেলার কাদিরজঙ্গল ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ওমর কাইয়ুম। করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহাব উদ্দিন মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। 

মামলা বিবরণ থেকে জানা গেছে, গত ৪ আগস্ট করিমগঞ্জ বাজারের মোরগমহালে বৈষম্যবিরোধী আন্দোলনের মিছিলে হামলা চালায় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ জাতীয় পার্টির নেতা-কর্মীরা। জাতীয় পার্টির মহাসচিব কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনের সাবেক এমপি মুজিবুল হক চুন্নু, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রধান সমন্বয়ক সানাউল হকের প্রত্যক্ষ ও পরোক্ষ ইন্ধন ও নির্দেশে এ হামলা চালানো হয়। 

হামলায় আন্দোলনকারীদের কয়েকটি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়। তাতে ক্ষতির পরিমাণ সাড়ে ৪ লাখ টাকা। তাদের হামলায় অনেকে গুরুতর আহত হয়। এ সময় আসামিরা উপজেলা মুক্তিযোদ্ধা অফিসে ঢুকে ব্যাপক ভাঙচুর চালায়। যার ক্ষতির পরিমাণ প্রায় ৫ লাখ টাকা। 

এ বিষয়ে জানতে চাইলে করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহাব উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, মামলার পর এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। তবে তাঁদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত