Ajker Patrika

ফতুল্লায় গ্যাস বিস্ফোরণে শিশুসহ দগ্ধ ১১

প্রতিনিধি
আপডেট : ২৩ এপ্রিল ২০২১, ১৩: ১০
Thumbnail image

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের ফতুল্লায় গ্যাস বিস্ফোরণে নারী ও শিশুসহ দুই পরিবারের ১১ জন দগ্ধ হয়েছেন। বিস্ফোরণে ঘরের দুইটি দেয়াল ধসে পড়েছে।

আজ শুক্রবার ভোর ৬টার দিকে স্থানীয় মডেল গার্মেন্টসের দক্ষিণ পাশে মফিজুল ইসলামের বাড়ির ৩য় তলার ফ্ল্যাটে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।

আহতরা হলেন, সোনাহার, শান্তি, সামিউল ও তার স্ত্রী মনোয়ারা, হাবিবুর, আলেয়া, আলেয়ার মা, লিমন, সাথী, মিম ও তার তিন মাসের শিশু।

অগ্নিদগ্ধদের মধ্যে ৫ জনকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এবং বাকি ৬ জনকে সদর জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, মফিজুল ইসলামের বাড়ির তৃতীয় তলায় পোশাক কারখানায় কাজ করা দুটি পরিবার বাস করেন। রাতে চুলায় গ্যাসের চাপ না থাকায় একটি পরিবারের লোকজন চুলার লাইন বন্ধ না করেই ঘুমিয়ে পড়েন। এতে চুলা থেকে গ্যাস বের হয়ে রান্নাঘরসহ অন্যান্য ঘরেও ছড়িয়ে পড়ে। ভোরে রান্নার জন্য চুলায় আগুন জ্বালালে এই বিস্ফোরণ হয়। বিকট শব্দ হয় এবং ঘরে আগুন ধরে যায়। এতে কক্ষের দরজাসহ দুইটি দেয়াল ধসে পড়ে। শব্দ পেয়ে আশপাশের লোকজন এসে তাদের উদ্ধার করেন।

পরে চিকিৎসার জন্য ৫ জনকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ও ৬ জনকে ভিক্টোরিয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন জানান, রাতে গ্যাসের চুলা বন্ধ না করায় চুলা থেকে গ্যাস বের হয়ে রান্নাঘরসহ অন্যান্য ঘরে ছড়িয়ে পড়ে। ভোরে রান্নার জন্য চুলায় আগুন জ্বালালে গ্যাসের পাইপ লাইনের বিস্ফোরণ ঘটে। এসময় তিন মাস বয়সের একটি শিশুসহ ছয়জন নারী ও চারজন পুরুষ আগুনে দগ্ধ হন। তাদের মধ্যে শিশুসহ পাঁচজনকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে এবং ছয়জনকে সদরের জেনারেল হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত