প্রতিনিধি, শিবচর (মাদারীপুর)
বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে মানবিক কারণ ছাড়া কোন যাত্রীবাহী যানবাহন ফেরিতে উঠতে দিচ্ছে না ঘাটে দায়িত্বরত থাকা ট্রাফিক পুলিশসহ সংশ্লিষ্টরা। ফলে সাধারণ যাত্রীবাহী প্রাইভেটকার, মাইক্রোবাসসহ ছোট যানবাহন ফেরিতে পারাপার বন্ধ রয়েছে। শুধু পণ্যবাহী ট্রাক, অ্যাম্বুলেন্স, লাশবাহী গাড়ি এবং রোগী ও মরদেহের সঙ্গে থাকা স্বজনদের গাড়িই পার হতে পারছে।
শিবচরের বাংলাবাজার ঘাটে পারাপারের অপেক্ষায় থাকা পণ্যবাহী ট্রাকের সংখ্যা রয়েছে ১২০ টি। আজ রোববার রাত পর্যন্ত এগুলো পার করা সম্ভব হবে বলে বিআইডব্লিউটিসি’র বাংলাবাজার ঘাট সূত্রে জানা গেছে।
এদিকে স্রোতের তীব্রতা বেড়ে যাওয়ায় শিমুলিয়া থেকে ছেড়ে আসা ফেরিগুলোর বাংলাবাজার ঘাটে আসতে সময় বেশি ব্যয় হচ্ছে। মূল পদ্মা পাড়ি দিয়ে চ্যানেলে প্রবেশ করতে স্রোতের মুখোমুখি হতে হয় ফেরিগুলোর। তীব্র স্রোত উপেক্ষা করে চলতে না পারায় তিনটি ডাম্প ফেরি বন্ধ রয়েছে।
বিআইডব্লিউটিসি’র বাংলাবাজার ঘাট সূত্রে জানা গেছে, আজ সকাল থেকে নৌরুটে ১০টি ফেরি চলাচল করছে। ফেরিতে পণ্যবাহী ট্রাক, কাভার্ড ভ্যান, পিকআপ, অ্যাম্বুলেন্স আর লাশবাহী গাড়ি পারাপার করা হচ্ছে। যাত্রীবাহী কোন যানবাহন ফেরিতে পার করা হচ্ছে না। বাংলাবাজার ঘাটে শিমুলিয়াগামী পরিবহনের মধ্যে পণ্যবাহী ট্রাকের সংখ্যাই বেশি। তবে শিমুলিয়া থেকে আসা ফেরিতে পণ্যবাহী ট্রাকের পাশাপাশি অ্যাম্বুলেন্স এবং অ্যাম্বুলেন্সে থাকার রোগীর স্বজনদের প্রাইভেটকার ও মাইক্রোবাস রয়েছে।’
এদিকে আজ দুপুরে শিমুলিয়া থেকে আসা যাত্রী মো. হানিফ জানান, ‘আমার এক আত্মীয় সকালে মারা গেছেন। এই খবর পেয়ে বাড়ি আসছি। ফেরিতে তেমন কোন ভিড় দেখিনি। ট্রাক এবং অ্যাম্বুলেন্সের পাশাপাশি কিছু প্রাইভেটকার ছিল। এ ছাড়া সাধারণ কিছু যাত্রীদের দেখা গেছে। যারা বিভিন্ন উপায়ে ঢাকা থেকে জরুরি কাজে বাড়ি ফিরছে।’
বিআইডব্লিউটিএ’র মেরিন কর্মকর্তা (শিমুলিয়া ঘাট) আহমদ আলী বলেন, ‘পদ্মায় স্রোত বেড়েছে। ফলে ফেরি চলাচল কিছুটা বিঘ্নিত হচ্ছে। রোববার সকাল থেকে ১০টি ফেরি চলছে। ফেরিতে যাত্রীবাহী কোন যানবাহন পার হতে দেওয়া হচ্ছে না।’
বাংলাবাজার ঘাটের ট্রাফিক পুলিশের পরিদর্শক (টিআই) মো. জামালউদ্দিন বলেন, ‘ঘাটে প্রবেশ পথে পুলিশের চেক পোস্ট রয়েছে। সেখান থেকেই সাধারণ যাত্রীবাহী কোন গাড়ি এলে তাঁদের ফিরিয়ে দেওয়া হচ্ছে। জরুরি প্রয়োজন বা চিকিৎসা সংক্রান্ত কাজে যাওয়া যাত্রীদের ঘাটে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। তবে গত দুই দিন ধরে রোগী বা মরদেহের সঙ্গে থাকা স্বজনদের গাড়ি ছাড়া সাধারণ কোন যাত্রীদের ঘাটে প্রবেশ করতে দেখা যায়নি।’
বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে মানবিক কারণ ছাড়া কোন যাত্রীবাহী যানবাহন ফেরিতে উঠতে দিচ্ছে না ঘাটে দায়িত্বরত থাকা ট্রাফিক পুলিশসহ সংশ্লিষ্টরা। ফলে সাধারণ যাত্রীবাহী প্রাইভেটকার, মাইক্রোবাসসহ ছোট যানবাহন ফেরিতে পারাপার বন্ধ রয়েছে। শুধু পণ্যবাহী ট্রাক, অ্যাম্বুলেন্স, লাশবাহী গাড়ি এবং রোগী ও মরদেহের সঙ্গে থাকা স্বজনদের গাড়িই পার হতে পারছে।
শিবচরের বাংলাবাজার ঘাটে পারাপারের অপেক্ষায় থাকা পণ্যবাহী ট্রাকের সংখ্যা রয়েছে ১২০ টি। আজ রোববার রাত পর্যন্ত এগুলো পার করা সম্ভব হবে বলে বিআইডব্লিউটিসি’র বাংলাবাজার ঘাট সূত্রে জানা গেছে।
এদিকে স্রোতের তীব্রতা বেড়ে যাওয়ায় শিমুলিয়া থেকে ছেড়ে আসা ফেরিগুলোর বাংলাবাজার ঘাটে আসতে সময় বেশি ব্যয় হচ্ছে। মূল পদ্মা পাড়ি দিয়ে চ্যানেলে প্রবেশ করতে স্রোতের মুখোমুখি হতে হয় ফেরিগুলোর। তীব্র স্রোত উপেক্ষা করে চলতে না পারায় তিনটি ডাম্প ফেরি বন্ধ রয়েছে।
বিআইডব্লিউটিসি’র বাংলাবাজার ঘাট সূত্রে জানা গেছে, আজ সকাল থেকে নৌরুটে ১০টি ফেরি চলাচল করছে। ফেরিতে পণ্যবাহী ট্রাক, কাভার্ড ভ্যান, পিকআপ, অ্যাম্বুলেন্স আর লাশবাহী গাড়ি পারাপার করা হচ্ছে। যাত্রীবাহী কোন যানবাহন ফেরিতে পার করা হচ্ছে না। বাংলাবাজার ঘাটে শিমুলিয়াগামী পরিবহনের মধ্যে পণ্যবাহী ট্রাকের সংখ্যাই বেশি। তবে শিমুলিয়া থেকে আসা ফেরিতে পণ্যবাহী ট্রাকের পাশাপাশি অ্যাম্বুলেন্স এবং অ্যাম্বুলেন্সে থাকার রোগীর স্বজনদের প্রাইভেটকার ও মাইক্রোবাস রয়েছে।’
এদিকে আজ দুপুরে শিমুলিয়া থেকে আসা যাত্রী মো. হানিফ জানান, ‘আমার এক আত্মীয় সকালে মারা গেছেন। এই খবর পেয়ে বাড়ি আসছি। ফেরিতে তেমন কোন ভিড় দেখিনি। ট্রাক এবং অ্যাম্বুলেন্সের পাশাপাশি কিছু প্রাইভেটকার ছিল। এ ছাড়া সাধারণ কিছু যাত্রীদের দেখা গেছে। যারা বিভিন্ন উপায়ে ঢাকা থেকে জরুরি কাজে বাড়ি ফিরছে।’
বিআইডব্লিউটিএ’র মেরিন কর্মকর্তা (শিমুলিয়া ঘাট) আহমদ আলী বলেন, ‘পদ্মায় স্রোত বেড়েছে। ফলে ফেরি চলাচল কিছুটা বিঘ্নিত হচ্ছে। রোববার সকাল থেকে ১০টি ফেরি চলছে। ফেরিতে যাত্রীবাহী কোন যানবাহন পার হতে দেওয়া হচ্ছে না।’
বাংলাবাজার ঘাটের ট্রাফিক পুলিশের পরিদর্শক (টিআই) মো. জামালউদ্দিন বলেন, ‘ঘাটে প্রবেশ পথে পুলিশের চেক পোস্ট রয়েছে। সেখান থেকেই সাধারণ যাত্রীবাহী কোন গাড়ি এলে তাঁদের ফিরিয়ে দেওয়া হচ্ছে। জরুরি প্রয়োজন বা চিকিৎসা সংক্রান্ত কাজে যাওয়া যাত্রীদের ঘাটে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। তবে গত দুই দিন ধরে রোগী বা মরদেহের সঙ্গে থাকা স্বজনদের গাড়ি ছাড়া সাধারণ কোন যাত্রীদের ঘাটে প্রবেশ করতে দেখা যায়নি।’
আগুনে দগ্ধ রোগীদের শারীরিক আঘাতের সঙ্গে সঙ্গে প্রবল মানসিক ধাক্কাও সইতে হয়। শিশুদের ক্ষেত্রে মানসিক আঘাতের মাত্রাটা বেশি। রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় আহত শিশুদের ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি। হঠাৎ বিমান ধসে আগুন ধরে যাওয়া, চোখের সামনে সহপাঠীদের...
৪ ঘণ্টা আগেগাজীপুরের শ্রীপুরে মাত্র দুটি বৈদ্যুতিক বাল্ব, দুটি সিলিং ফ্যান ও একটি ফ্রিজ চালিয়ে ঝালমুড়ি বিক্রেতা মো. আবদুল মান্নানের বাড়িতে এক মাসের বিদ্যুৎ বিল এসেছে ১০ লাখ ৯২ হাজার ৮৬৪ টাকা। এ ‘ভুতুড়ে বিল’ পেয়ে দিশেহারা হয়ে পড়েছেন ভুক্তভোগী। ঘটনায় স্থানীয়দের মাঝেও ক্ষোভ বিরাজ করছে।
৪ ঘণ্টা আগেমেঘনার ভাঙনের কবলে পড়ে বিলীন হয়ে যাচ্ছে ভোলার মনপুরা উপজেলার বিস্তীর্ণ এলাকা। ইতিমধ্যে ক্ষতিগ্রস্ত হয়েছে পর্যটনকেন্দ্র দখিনা হাওয়া সৈকতের বেশ কিছু অংশ। ফলে দূরদূরান্ত থেকে ঘুরতে আসা পর্যটকেরা সেখানে গিয়ে হতাশ হয়ে ফিরে যাচ্ছেন।
৪ ঘণ্টা আগেঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড অংশের ৩৮ কিলোমিটার এলাকায় বেড়েছে সড়ক দুর্ঘটনা। এতে প্রাণ হারানোর পাশাপাশি অনেকে পঙ্গুত্ববরণ করছেন। গত ৭ মাসে মহাসড়কের এই অংশে অর্ধশতাধিক দুর্ঘটনায় ৩৮ জনের প্রাণহানি ও শতাধিক আহত হয়েছেন বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ।
৪ ঘণ্টা আগে