Ajker Patrika

শ্রীনগরে স্বেচ্ছাসেবক লীগের সম্মেলনে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৩

শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
শ্রীনগরে স্বেচ্ছাসেবক লীগের সম্মেলনে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৩

মুন্সীগঞ্জ শ্রীনগর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সম্মেলনের প্রথম পর্বের আলোচনা সভা শেষে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে তিনজন আহত হয়েছেন বলে জানা গেছে।

মঙ্গলবার (১৫ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে সম্মেলনস্থলের বাইরে শ্রীনগর স্টেডিয়ামের সামনে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

প্রথম পর্বের আলোচনা সভা শেষে দুই গ্রুপের সমর্থকেরা সংঘর্ষের জড়িয়ে পড়েনপ্রত্যক্ষদর্শীরা জানান, আলোচনা সভা শেষে স্টেডিয়াম থেকে বের হয়ে শ্রীনগর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের দুই সাধারণ সম্পাদক প্রার্থী শাহজালাল ও অনিক ইসলামের সমর্থকেরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে কিলঘুষি ও লাঠিপেটায় তিনজন আহত হন।

এ বিষয়ে শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, ‘সংঘর্ষের বিষয়ে আমি কিছু জানি না।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত