গাজীপুর প্রতিনিধি
গাজীপুর সিটি করপোরেশনের মেয়র পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে মো. জাহাঙ্গীর আলমকে। তাঁর স্থলে প্যানেল মেয়র হিসাবে দায়িত্ব পেতে যাচ্ছেন কাউন্সিলর মো. আসাদুর রহমান কিরন।
বৃহস্পতিবার স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সিটি করপোরেশন শাখার এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়েছে। এর আগে একই শাখা থেকে গাজীপুর সিটি করপোরেশনের তিন সদস্যের মেয়রদের একটি প্যানেল গঠন করা হয়েছে।
গাজীপুর সিটি করপোরেশনের মেয়রদের প্যানেল গঠনের আদেশে বলা হয়েছে, স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন ২০০৯ এর ২০ (২) এর বিধান মতে গাজীপুর সিটি করপোরেশনের নিম্ন লিখিত কাউন্সিলরগণের সমন্বয়ে তিন সদস্য বিশিষ্ট একটি মেয়রের প্যানেল মনোনীত করা হল। মেয়রের প্যানেল হলো, সাধারণ ৪৩ নং ওয়ার্ডের কাউন্সিলর আসাদুর রহমান কিরন, ৫২ নং ওয়ার্ডের কাউন্সিলর মো. আব্দুল আলীম মোল্লা ও সংরক্ষিত ১০ নং ওয়ার্ডের কাউন্সিলর মোছা. আয়েশা আক্তার।
মন্ত্রণালয়ের উপ সচিব মোহাম্মদ জহিরুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন ২০০৯ এর ১২ (২) এর বিধান মতে আদেশ প্রাপ্তির তিন দিনের মধ্যে সাময়িক বরখাস্তকৃত মেয়র ক্রমানুসারে মেয়র প্যানেলের জ্যেষ্ঠ সদস্যের নিকট স্বীয় দায়িত্ব হস্তান্তর করবেন।
প্রজ্ঞাপন জারির পর এক প্রতিক্রিয়ায় আসাদুর রহমান কিরন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী আমার ওপর যে আস্থা ও বিশ্বাস রেখে দায়িত্ব প্রদান করেছেন, আমি সততা, নিষ্ঠার সঙ্গে আমার দায়িত্ব পালন করব। জাতির জনকের সোনার বাংলা গঠনে মুক্তিযুদ্ধের আদর্শ সমুন্নত রেখে সব সময় কাজ করব। এ জন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেন। গাজীপুর সিটি করপোরেশনের প্রথম নির্বাচনেও তিনি কাউন্সিলর ছিলেন। তখনো তিনি সিটি করপোরেশনর ভারপ্রাপ্ত মেয়র হিসাবে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেছিলেন।
আব্দুল আলিম বলেন, তিন বছর পরে হলেও সরকার মেয়রদের প্যানেল করে দিয়েছে, ওই প্যানেলে আমি স্থান পেয়েছি, এতে আমি আনন্দিত। এ জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই। তিনি বলেন, আমি আমার ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করবে।
মেয়র প্যানেলের অপর নারী সদস্য আয়েশা আক্তার বলেন, আমি দ্বিতীয়বারের মতো কাউন্সিলর হিসাবে দায়িত্ব পালন করছি। আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান। আমার ওপর অর্পিত সকল দায়িত্ব সঠিকভাবে পালন করব।
গাজীপুর সিটি করপোরেশনের মেয়র পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে মো. জাহাঙ্গীর আলমকে। তাঁর স্থলে প্যানেল মেয়র হিসাবে দায়িত্ব পেতে যাচ্ছেন কাউন্সিলর মো. আসাদুর রহমান কিরন।
বৃহস্পতিবার স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সিটি করপোরেশন শাখার এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়েছে। এর আগে একই শাখা থেকে গাজীপুর সিটি করপোরেশনের তিন সদস্যের মেয়রদের একটি প্যানেল গঠন করা হয়েছে।
গাজীপুর সিটি করপোরেশনের মেয়রদের প্যানেল গঠনের আদেশে বলা হয়েছে, স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন ২০০৯ এর ২০ (২) এর বিধান মতে গাজীপুর সিটি করপোরেশনের নিম্ন লিখিত কাউন্সিলরগণের সমন্বয়ে তিন সদস্য বিশিষ্ট একটি মেয়রের প্যানেল মনোনীত করা হল। মেয়রের প্যানেল হলো, সাধারণ ৪৩ নং ওয়ার্ডের কাউন্সিলর আসাদুর রহমান কিরন, ৫২ নং ওয়ার্ডের কাউন্সিলর মো. আব্দুল আলীম মোল্লা ও সংরক্ষিত ১০ নং ওয়ার্ডের কাউন্সিলর মোছা. আয়েশা আক্তার।
মন্ত্রণালয়ের উপ সচিব মোহাম্মদ জহিরুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন ২০০৯ এর ১২ (২) এর বিধান মতে আদেশ প্রাপ্তির তিন দিনের মধ্যে সাময়িক বরখাস্তকৃত মেয়র ক্রমানুসারে মেয়র প্যানেলের জ্যেষ্ঠ সদস্যের নিকট স্বীয় দায়িত্ব হস্তান্তর করবেন।
প্রজ্ঞাপন জারির পর এক প্রতিক্রিয়ায় আসাদুর রহমান কিরন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী আমার ওপর যে আস্থা ও বিশ্বাস রেখে দায়িত্ব প্রদান করেছেন, আমি সততা, নিষ্ঠার সঙ্গে আমার দায়িত্ব পালন করব। জাতির জনকের সোনার বাংলা গঠনে মুক্তিযুদ্ধের আদর্শ সমুন্নত রেখে সব সময় কাজ করব। এ জন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেন। গাজীপুর সিটি করপোরেশনের প্রথম নির্বাচনেও তিনি কাউন্সিলর ছিলেন। তখনো তিনি সিটি করপোরেশনর ভারপ্রাপ্ত মেয়র হিসাবে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেছিলেন।
আব্দুল আলিম বলেন, তিন বছর পরে হলেও সরকার মেয়রদের প্যানেল করে দিয়েছে, ওই প্যানেলে আমি স্থান পেয়েছি, এতে আমি আনন্দিত। এ জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই। তিনি বলেন, আমি আমার ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করবে।
মেয়র প্যানেলের অপর নারী সদস্য আয়েশা আক্তার বলেন, আমি দ্বিতীয়বারের মতো কাউন্সিলর হিসাবে দায়িত্ব পালন করছি। আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান। আমার ওপর অর্পিত সকল দায়িত্ব সঠিকভাবে পালন করব।
দিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক উচ্চপদস্থ সূত্র আজ বিবিসিকে জানায়, ‘আমরা আশা করছি, দুজন বিশেষজ্ঞ চিকিৎসক–যাঁদের বার্ন ইউনিটে কাজ করার দীর্ঘদিনের অভিজ্ঞতা রয়েছে, তাঁরা নার্সদের একটি ছোট দল নিয়ে আজই (মঙ্গলবার) ঢাকায় পৌঁছে যাবেন।’
৫ মিনিট আগেতিনি বলেন, ‘প্রতিবন্ধকতাকে উপেক্ষা করে নয়, বরং প্রযুক্তির মাধ্যমে অতিক্রম করাই আমাদের লক্ষ্য হওয়া উচিত। এই প্রকল্পকে একটি ইন্ডাস্ট্রিতে রূপ দেওয়ার লক্ষ্যে সরকার ও একাডেমিয়াকে একযোগে কাজ করতে হবে। এ জন্য উন্নয়নাধীন বাংলা ভাষায় স্ক্রিন রিডার, ব্রেইল কনভার্টার ও ইশারা ভাষা ডিজিটাইজেশনভিত্তিক সফটওয়্যার
৯ মিনিট আগেশিক্ষা উপদেষ্টা ও শিক্ষাসচিবের পদত্যাগসহ বিভিন্ন দাবিতে যশোর শিক্ষা বোর্ড ও জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয়ের সামনে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে এইচএসসি পরীক্ষার্থী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা শিক্ষা বোর্ড ঘেরাও করে বিক্ষোভ করে। পরে তারা জেলা প্রশাসকের কার্য
৩৫ মিনিট আগেরাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহত সপ্তম শ্রেণির ছাত্র সামিউল করিমের মরদেহ আজ মঙ্গলবার সকালে গ্রামের বাড়িতে নিয়ে এলে শোকের ছায়া নেমে আসে। শত শত মানুষ তাকে একনজর দেখতে ভিড় করেন বাড়িতে। সেখানে নানাবাড়িতেই তার দাফন সম্পন্ন হয়।
৩৬ মিনিট আগে