Ajker Patrika

ফরিদপুর-৩: হামলা-ভাঙচুরের মামলায় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সম্রাট গ্রেপ্তার

ফরিদপুর প্রতিনিধি
আপডেট : ২৭ ডিসেম্বর ২০২৩, ১৯: ১২
ফরিদপুর-৩: হামলা-ভাঙচুরের মামলায় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সম্রাট গ্রেপ্তার

ফরিদপুর-৩ (সদর) আসনে স্বতন্ত্র প্রার্থী এ কে আজাদের কর্মীদের মারধর ও ক্যাম্প ভাঙচুরের মামলায় ইউনিয়ন আওয়ামী লীগ নেতা তোফাজ্জল হোসেন সম্রাটকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার দুপুরে তাঁকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে সন্ত্রাসী বাহিনী পরিচালনাসহ হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

গ্রেপ্তার তোফাজ্জল হোসেন সম্রাট আলিয়াবাদ গ্রামের বাসিন্দা এবং আলিয়াবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি।

পুলিশ সূত্রে জানা গেছে, বিএনপি শাসনামলে ফরিদপুরের শীর্ষ সন্ত্রাসী বিশ্বজিতের একটি বাহিনী গড়ে ওঠে। বিশ্বজিৎ গ্যাংয়ের অবৈধ মালামালের জোগানদাতা ছিলেন তোফাজ্জল হোসেন সম্রাট। র‍্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হন বিশ্বজিৎ। সম্প্রতি সম্রাটের নেতৃত্বে ফরিদপুর-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী এ কে আজাদের গেরদায় একটি নির্বাচনী ক্যাম্প ভাঙচুর ও সমর্থকদের মারধরের অভিযোগে কোতোয়ালি থানায় মামলা হয়। তিনি ওই মামলার প্রধান আসামি।

এ ব্যাপারে আলিয়াবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি শেখ সাদী বলেন, ‘আলিয়াবাদ ইউনিয়নসহ আশপাশের কয়েকটি এলাকা সন্ত্রাসী বাহিনীর মাধ্যমে জিম্মি করে রেখেছিল সম্রাট। এ বাহিনীর আয়ের প্রধান উৎস অবৈধ বালুমহাল। একাধিক হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে। তাঁর নাম শুনিয়ে মায়েরা শিশুদের ঘুম পাড়ান।’

এ বিষয়ে জানতে চাইলে ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, র‍্যাব ও পুলিশের একাধিক দল অভিযান চালিয়ে আলিয়াবাদ ইউনিয়নের সাইনবোর্ড এলাকা থেকে দুপুরে সম্রাটকে গ্রেপ্তার করে। সম্রাটের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত