ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুর-৩ (সদর) আসনে স্বতন্ত্র প্রার্থী এ কে আজাদের কর্মীদের মারধর ও ক্যাম্প ভাঙচুরের মামলায় ইউনিয়ন আওয়ামী লীগ নেতা তোফাজ্জল হোসেন সম্রাটকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার দুপুরে তাঁকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে সন্ত্রাসী বাহিনী পরিচালনাসহ হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে।
গ্রেপ্তার তোফাজ্জল হোসেন সম্রাট আলিয়াবাদ গ্রামের বাসিন্দা এবং আলিয়াবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি।
পুলিশ সূত্রে জানা গেছে, বিএনপি শাসনামলে ফরিদপুরের শীর্ষ সন্ত্রাসী বিশ্বজিতের একটি বাহিনী গড়ে ওঠে। বিশ্বজিৎ গ্যাংয়ের অবৈধ মালামালের জোগানদাতা ছিলেন তোফাজ্জল হোসেন সম্রাট। র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হন বিশ্বজিৎ। সম্প্রতি সম্রাটের নেতৃত্বে ফরিদপুর-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী এ কে আজাদের গেরদায় একটি নির্বাচনী ক্যাম্প ভাঙচুর ও সমর্থকদের মারধরের অভিযোগে কোতোয়ালি থানায় মামলা হয়। তিনি ওই মামলার প্রধান আসামি।
এ ব্যাপারে আলিয়াবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি শেখ সাদী বলেন, ‘আলিয়াবাদ ইউনিয়নসহ আশপাশের কয়েকটি এলাকা সন্ত্রাসী বাহিনীর মাধ্যমে জিম্মি করে রেখেছিল সম্রাট। এ বাহিনীর আয়ের প্রধান উৎস অবৈধ বালুমহাল। একাধিক হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে। তাঁর নাম শুনিয়ে মায়েরা শিশুদের ঘুম পাড়ান।’
এ বিষয়ে জানতে চাইলে ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, র্যাব ও পুলিশের একাধিক দল অভিযান চালিয়ে আলিয়াবাদ ইউনিয়নের সাইনবোর্ড এলাকা থেকে দুপুরে সম্রাটকে গ্রেপ্তার করে। সম্রাটের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
ফরিদপুর-৩ (সদর) আসনে স্বতন্ত্র প্রার্থী এ কে আজাদের কর্মীদের মারধর ও ক্যাম্প ভাঙচুরের মামলায় ইউনিয়ন আওয়ামী লীগ নেতা তোফাজ্জল হোসেন সম্রাটকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার দুপুরে তাঁকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে সন্ত্রাসী বাহিনী পরিচালনাসহ হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে।
গ্রেপ্তার তোফাজ্জল হোসেন সম্রাট আলিয়াবাদ গ্রামের বাসিন্দা এবং আলিয়াবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি।
পুলিশ সূত্রে জানা গেছে, বিএনপি শাসনামলে ফরিদপুরের শীর্ষ সন্ত্রাসী বিশ্বজিতের একটি বাহিনী গড়ে ওঠে। বিশ্বজিৎ গ্যাংয়ের অবৈধ মালামালের জোগানদাতা ছিলেন তোফাজ্জল হোসেন সম্রাট। র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হন বিশ্বজিৎ। সম্প্রতি সম্রাটের নেতৃত্বে ফরিদপুর-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী এ কে আজাদের গেরদায় একটি নির্বাচনী ক্যাম্প ভাঙচুর ও সমর্থকদের মারধরের অভিযোগে কোতোয়ালি থানায় মামলা হয়। তিনি ওই মামলার প্রধান আসামি।
এ ব্যাপারে আলিয়াবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি শেখ সাদী বলেন, ‘আলিয়াবাদ ইউনিয়নসহ আশপাশের কয়েকটি এলাকা সন্ত্রাসী বাহিনীর মাধ্যমে জিম্মি করে রেখেছিল সম্রাট। এ বাহিনীর আয়ের প্রধান উৎস অবৈধ বালুমহাল। একাধিক হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে। তাঁর নাম শুনিয়ে মায়েরা শিশুদের ঘুম পাড়ান।’
এ বিষয়ে জানতে চাইলে ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, র্যাব ও পুলিশের একাধিক দল অভিযান চালিয়ে আলিয়াবাদ ইউনিয়নের সাইনবোর্ড এলাকা থেকে দুপুরে সম্রাটকে গ্রেপ্তার করে। সম্রাটের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
চট্টগ্রামের লোহাগাড়ায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আহত তাসনীম ইসলাম প্রেমাও (১৮) পরিবারের সবার মতো না ফেরার দেশে চলে গেছেন। আজ শুক্রবার সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় এই কলেজছাত্রী মারা যান।
৫ মিনিট আগেগোপালগঞ্জে পৃথক দুটি দুর্ঘটনায় ২০ জন আহত হয়েছে। আজ শুক্রবার সকালে ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। সকালে ঢাকা-খুলনা মহাসড়কের সদর উপজেলার মান্দারতলা এলাকায় খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী সেন্টমার্টিন পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সংঘর্ষ হয়।
১৭ মিনিট আগেজামালপুরের ইসলামপুরে যমুনা নদী পারাপারের সময় নৌকাডুবির ঘটনায় সেলিম মিয়া (৩৫) নামে নিখোঁজ এক ব্যক্তির লাশ ভেসে উঠেছে নদীতে। আজ শুক্রবার সকাল ১০টার দিকে নৌকাডুবির ঘটনাস্থল থেকে অন্তত দুই কিলোমিটার দূরে বেলগাছা এলাকায় যমুনা নদীতে লাশটি ভেসে উঠে।
২০ মিনিট আগেকুমিল্লার হোমনা থেকে মো. ফারুক মিয়া ওরফে পান্ডু (৩০) নামের এক যুবকের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সকালে বাগমারা গ্রামের চকেরহাটি থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। পুলিশ জানায়, তিনি হোমনা থানার ডাকাতি, খুন দস্যুতাসহ পাঁচ মামলার আসামি। ওই গ্রামের মৃত আবদুল জলিলের ছেলে।
২৬ মিনিট আগে