উত্তরা (ঢাকা) প্রতিনিধি
নিরাপদ সড়কের দাবিতে রাজধানীর উত্তরায় মহাসড়কে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। বিক্ষোভের একপর্যায়ে তারা মহাসড়ক অবরোধ করে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উত্তরার বিএনএস সেন্টারের সামনে আজ মঙ্গলবার বেলা সাড়ে ৩টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিক্ষোভ করে তারা। পরে পুলিশ তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেয়। এতে ঢাকা-ময়মনসিংহ সড়কে যানজটের সৃষ্টি হয়।
এ সময় শিক্ষার্থীরা ‘উই ওয়ান্ট জাস্টিস উই ওয়ান্ট জাস্টিস’, ‘জাস্টিস জাস্টিস উই ওয়ান্ট জাস্টিস’, ‘জেগেছে রে ভাই জেগেছে ছাত্রসমাজ জেগেছে’, ‘বাঁচার মতো বাঁচতে চাই নিরাপদ সড়ক চাই’, ‘আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না’সহ নানা স্লোগান দেয়। বিক্ষোভ মিছিলটি নিয়ে শিক্ষার্থীরা বিএনএস সেন্টার থেকে আজমপুর পর্যন্ত প্রদক্ষিণ করে।
বিক্ষোভকালে উত্তরা হাইস্কুল অ্যান্ড কলেজ, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ এবং নওয়াব হাবিবুল্লাহ স্কুল অ্যান্ড কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় কয়েক শ শিক্ষার্থী উপস্থিত ছিল। এ সময় অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
এ বিষয়ে উত্তরা বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ মোর্শেদ আলম আজকের পত্রিকাকে বলেন, বাসচাপায় এক ছাত্র আহত হওয়ার ঘটনায় মহাসড়কে বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা। এ সময় তারা কিছু সময়ের জন্য মহাসড়ক অবরোধ করে। পরে তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এতে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
মোরশেদ আলম বলেন, বাসচাপায় আহত ছাত্র বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। তার অবস্থা অপরিবর্তনীয়।
উল্লেখ্য, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উত্তরার আব্দুল্লাহপুরে গত রোববার (১৯ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে এনা পরিবহনের একটি বাস মাইলস্টোন স্কুলের নবম শ্রেণির ছাত্র সাদের কোমরের ওপর দিয়ে তুলে দেয়। এতে ওই ছাত্রের এক পা, গোপনাঙ্গসহ নিম্নাংশ থেঁতলে যায়। বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে সে।
নিরাপদ সড়কের দাবিতে রাজধানীর উত্তরায় মহাসড়কে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। বিক্ষোভের একপর্যায়ে তারা মহাসড়ক অবরোধ করে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উত্তরার বিএনএস সেন্টারের সামনে আজ মঙ্গলবার বেলা সাড়ে ৩টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিক্ষোভ করে তারা। পরে পুলিশ তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেয়। এতে ঢাকা-ময়মনসিংহ সড়কে যানজটের সৃষ্টি হয়।
এ সময় শিক্ষার্থীরা ‘উই ওয়ান্ট জাস্টিস উই ওয়ান্ট জাস্টিস’, ‘জাস্টিস জাস্টিস উই ওয়ান্ট জাস্টিস’, ‘জেগেছে রে ভাই জেগেছে ছাত্রসমাজ জেগেছে’, ‘বাঁচার মতো বাঁচতে চাই নিরাপদ সড়ক চাই’, ‘আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না’সহ নানা স্লোগান দেয়। বিক্ষোভ মিছিলটি নিয়ে শিক্ষার্থীরা বিএনএস সেন্টার থেকে আজমপুর পর্যন্ত প্রদক্ষিণ করে।
বিক্ষোভকালে উত্তরা হাইস্কুল অ্যান্ড কলেজ, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ এবং নওয়াব হাবিবুল্লাহ স্কুল অ্যান্ড কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় কয়েক শ শিক্ষার্থী উপস্থিত ছিল। এ সময় অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
এ বিষয়ে উত্তরা বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ মোর্শেদ আলম আজকের পত্রিকাকে বলেন, বাসচাপায় এক ছাত্র আহত হওয়ার ঘটনায় মহাসড়কে বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা। এ সময় তারা কিছু সময়ের জন্য মহাসড়ক অবরোধ করে। পরে তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এতে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
মোরশেদ আলম বলেন, বাসচাপায় আহত ছাত্র বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। তার অবস্থা অপরিবর্তনীয়।
উল্লেখ্য, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উত্তরার আব্দুল্লাহপুরে গত রোববার (১৯ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে এনা পরিবহনের একটি বাস মাইলস্টোন স্কুলের নবম শ্রেণির ছাত্র সাদের কোমরের ওপর দিয়ে তুলে দেয়। এতে ওই ছাত্রের এক পা, গোপনাঙ্গসহ নিম্নাংশ থেঁতলে যায়। বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে সে।
ঝালকাঠি শহরের কিফাইতনগর এলাকায় দেড় কোটি টাকার বেশি ব্যয়ে নির্মিত আরসিসি সড়ক উদ্বোধনের মাত্র দুই মাসের মাথায় ধসে পড়েছে। খালের পাড়ঘেঁষা গাইড ওয়াল ভেঙে পড়ায় সড়কের একটি বড় অংশ এখন কার্যত শূন্যে ঝুলছে। ভারী যানবাহন চলাচলের ফলে পুরো রাস্তা ধসে পড়তে পারে, এমন আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা।
১ ঘণ্টা আগেস্বপ্নের দেশ ইতালি। সেখানে গিয়ে নিজেরসহ পরিবারের সব স্বপ্ন পূরণ করবেন। এই আশায় লিবিয়া হয়ে অবৈধভাবে ইউরোপের দেশটিতে যাওয়ার জন্য বের হয়ে নিখোঁজ আছেন মাদারীপুরের রাজৈরের ১৪ যুবক। পাঁচ মাস ধরে তাঁদের কোনো খোঁজ পাচ্ছেন না স্বজনেরা।
১ ঘণ্টা আগেবাবার কপালে চুমু দিয়ে স্কুলে গিয়েছিল সারিয়া আক্তার। আর মাকে সালাম করে বিদায় নিয়েছিল জুনায়েত হাসান। হাসিমুখে স্কুলে যাওয়া এই দুই শিশু দিনশেষে ঘরে ফেরে লাশ হয়ে। সম্পর্কে তারা চাচাতো ভাই-বোন। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ‘সেকশন ক্লাউডের’ শিক্ষার্থী ছিল তারা। বাংলা মাধ্যমের তৃতীয় শ্রেণিতে পড়ত এই দুই ভ
১ ঘণ্টা আগেচাঁপাইনবাবগঞ্জের পথশিশুরা ‘ড্যান্ডির’ (ড্যানড্রাইট অ্যাডহেসিভ তথা ড্যানড্রাইট নামের আঠা; যা মাদকসেবীদের কাছে ড্যান্ডি নামে পরিচিত) নেশায় আসক্ত হয়ে পড়ছে। নেশার টাকার জোগান দিতে অনেকে ছিনতাইসহ বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ছে বলেও জানা যায়।
২ ঘণ্টা আগে