Ajker Patrika

খিলগাঁওয়ে মোটরসাইকেলে অটোরিকশার ধাক্কা, চালক নিহত 

ঢামেক প্রতিবেদক
আপডেট : ১৭ জানুয়ারি ২০২৩, ১৬: ৪৯
খিলগাঁওয়ে মোটরসাইকেলে অটোরিকশার ধাক্কা, চালক নিহত 

রাজধানীর খিলগাঁওয়ে চলন্ত মোটরসাইকেলে অটোরিকশা ধাক্কা দেওয়ায় আশিকুর রহমান (২৪) নামে এক যুবক নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে খিলগাঁওয়ের ত্রিমোহনী এলাকায় মেরাদিয়া বাজারের সামনে এ ঘটনা ঘটে। এ সময় আরও একজন আহত হয়েছেন। 

মৃত আশিকুর রহমান কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার এ কে আব্দুল মমিনের ছেলে। তিনি বনশ্রীতে বসবাস করতেন। 

মৃতের ফুপাতো ভাই মো. হেদায়েতুল ইসলাম নয়ন বলেন, আশিকুর মোটরসাইকেল চালিয়ে তাঁর চাচাতো ভাই জাগরিকে নিয়ে ডেমরার দিকে যাচ্ছিলেন। পথে মেরাদিয়া বাজার এলাকায় পৌঁছালে অটোরিকশাটি পাশ থেকে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এ ঘটনায় আশিকুর ও জাগরি সড়কে ছিটকে পড়েন। এতে আশিকুর গুরুতর আহত হন। সঙ্গে সঙ্গেই স্থানীয়রা তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। 

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. বাচ্চু মিয়া বলেন, বেলা সাড়ে ১১টার দিকে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত এক যুবককে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। মরদেহটি হাসপাতালের মর্গে রয়েছে। 

দুর্ঘটনার বিষয়ে খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুকুল আলম বলেন, ‘মেরাদিয়া বাজারের সামনে অটোরিকশার ধাক্কায় এক মোটরসাইকেল চালক মারা গেছেন বলে জানতে পেরেছি। বিস্তারিত জানার জন্য ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বঙ্গবন্ধু ও মুজিবনগর সরকারের সদস্যদের মুক্তিযোদ্ধার স্বীকৃতি বহাল থাকছে

‘তুমি ঘুমাও কীভাবে’, সৌদি যুবরাজকে নিয়ে ট্রাম্পের বিস্ময়

বিদায় বিশ্বের দরিদ্রতম প্রেসিডেন্ট

বিদ্যালয়ে সময় দেন না শিক্ষক, ইউএনওর কাছে অভিযোগ করায় সহকর্মীকে মারধর

কুয়েটে ক্লাস বর্জন নিয়ে শিক্ষক সমিতিতে মতবিরোধ, এক শিক্ষকের পদত্যাগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত