Ajker Patrika

ফুটপাতে চাঁদাবাজি, বিমানবন্দর থানার ইন্সপেক্টর ও এসআই বরখাস্ত

অনলাইন ডেস্ক
ফুটপাতে চাঁদাবাজি, বিমানবন্দর থানার ইন্সপেক্টর ও এসআই বরখাস্ত

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বিমানবন্দর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোস্তাফিজুর রহমান ও উপ–পরিদর্শক (এসআই) খন্দকার সাজ্জাদ হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

ফুটপাত থেকে মোটা অঙ্কের মাসোহারাসহ সংশ্লিষ্ট ফাঁড়ি এলাকায় লাইনম্যান নিয়োগ করে টাকা উত্তোলনের অভিযোগে তাঁদের সাময়িক বরখাস্ত করেছে ডিএমপি। ছিনতাইকারী এবং চোরাচালানকারীদের কাছ থেকেও তাঁরা নিয়মিত মাসোহারা নিতে বলে অভিযোগ রয়েছে।

গতকাল মঙ্গলবার ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এ সংক্রান্ত অফিস আদেশ জারি করা হয়।

আদেশে বলা হয়, ডিএমপির বিমানবন্দর থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (তদন্ত) মোস্তাফিজুর রহমান ও এসআই (নিরস্ত্র) খন্দকার সাজ্জাদ হোসেন পরস্পর যোগসাজশে ছিনতাইকারী, চোরাচালানকারী এবং ফুটপাত থেকে মোটা অঙ্কের মাসোহারাসহ সংশ্লিষ্ট ফাঁড়ি এলাকায় লাইনম্যান নিয়োগ করে টাকা উত্তোলন করেছেন। তাঁরা প্রশিক্ষণপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা হওয়া সত্ত্বেও দায়িত্বে অবহেলা, অসৎ উদ্দেশ্য ও বিধি বহির্ভূতভাবে ছিনতাইকারী, চোরাচালানকারী এবং ফুটপাত থেকে মোটা অঙ্কের মাসোহারা নিয়েছেন।

অপেশাদারমূলক কার্যকলাপের কারণে পুলিশের কার্যক্রম সম্পর্কে বিরূপ ধারণার সৃষ্টিসহ পুলিশের ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ন হয়েছে। এ কারণে বিধি অনুযায়ী ৭ জানুয়ারি বিকেল থেকে তাঁদের সাময়িক বরখাস্ত করা হয়।

আদেশে আরও উল্লেখ করা হয়, তাঁরা সাময়িক বরখাস্তকালীন বিধি মোতাবেক খোরপোষ ভাতাদি পাবেন এবং ডিএমপির সদর দপ্তর ও প্রশাসন বিভাগের কেন্দ্রীয় সংরক্ষণ দপ্তরে নিয়মিত হাজির হয়ে সরকারি আদেশ উপদেশ পালন করতে বাধ্য থাকবেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চকরিয়া থানার ওসিকে প্রত্যাহারের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার

এনসিপির কর্মীদের ঢাকায় আনতে সরকারের বাস রিকুইজিশন, সমালোচনার ঝড়

নয়াদিল্লিতে নতুন হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ, ৩ মাস সময় নিল ভারত

চাপে পড়ে ৫টি বাস রিকুইজিশন দিয়েছেন পিরোজপুরের ডিসি, সরকারের হস্তক্ষেপ নেই: প্রেস সচিব

রাতে স্বামীর জন্মদিন উদ্‌যাপন, সকালে নদীতে মিলল নববধূর লাশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত