Ajker Patrika

মিতু হত্যা: বনজ কুমারের বিরুদ্ধে বাবুল আক্তারের আবেদন হাইকোর্টেও খারিজ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
মিতু হত্যা: বনজ কুমারের বিরুদ্ধে বাবুল আক্তারের আবেদন হাইকোর্টেও খারিজ

হেফাজতে নির্যাতনের অভিযোগে পিবিআই প্রধান বনজ কুমারসহ ছয় পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে বাবুল আক্তারের করা আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। বিচারিক আদালতে মামলার আবেদন খারিজ হলে বাবুল আক্তার হাইকোর্টে রিভিশন আবেদন করেছিলেন। শুনানি শেষে গত বছরের ২৫ অক্টোবর হাইকোর্ট তাতে রুল জারি করেন। মঙ্গলবার (২১ নভেম্বর) তা খারিজ করে দেন বিচারপতি এস এম কুদ্দুস জামান ও বিচারপতি মো. আমিনুল ইসলামের বেঞ্চ। 

আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মেহেদী হাছান চৌধুরী ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুজিত চ্যাটার্জি বাপ্পী। আর বাবুল আক্তারের পক্ষে ছিলেন আইনজীবী শিশির মোহাম্মদ মনির। 

এর আগে কারাগারে থেকে আইনজীবীর মাধ্যমে পিবিআই প্রধান বনজ কুমারসহ ছয় পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলার আবেদন করেন বাবুল আক্তার। যা গত বছরের ২৫ সেপ্টেম্বর খারিজ করে দেন চট্টগ্রামের আদালত। ওই আদেশের বিরুদ্ধে হাইকোর্টে রিভিশন আবেদন করেন বাবুল আক্তার। 

 ২০১৬ সালের ৫ জুন চট্টগ্রাম নগরের জিইসি মোড় এলাকায় খুন হন সাবেক এসপি বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু। এ ঘটনায় মামলার বাদী ছিলেন বাবুল আক্তার নিজেই। তদন্তের পর সেই মামলায় তাঁকেই আসামি করা হয়। পরে পিবিআই কার্যালয়ে হেফাজতে রেখে তাঁকে নির্যাতন করা হয় বলে অভিযোগ করেন বাবুল আক্তার। যদিও এ অভিযোগ অস্বীকার করেছেন পিবিআইয়ের কর্মকর্তারা। 

যে ছয়জনের বিরুদ্ধে মামলা নেওয়ার আবেদন করা হয়েছে তাঁরা হলেন—পিবিআইয়ের প্রধান বনজ কুমার মজুমদার, পিবিআই চট্টগ্রাম মহানগর পুলিশ সুপার নাইমা সুলতানা, জেলা পুলিশ সুপার নাজমুল হাসান, পিবিআইয়ের পরিদর্শক এনায়েত কবির, সাবেক পরিদর্শক এ কে মহিউদ্দিন সেলিম এবং সন্তোষ চাকমা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত