নিজস্ব প্রতিবেদক, ঢাকা
হেফাজতে নির্যাতনের অভিযোগে পিবিআই প্রধান বনজ কুমারসহ ছয় পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে বাবুল আক্তারের করা আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। বিচারিক আদালতে মামলার আবেদন খারিজ হলে বাবুল আক্তার হাইকোর্টে রিভিশন আবেদন করেছিলেন। শুনানি শেষে গত বছরের ২৫ অক্টোবর হাইকোর্ট তাতে রুল জারি করেন। মঙ্গলবার (২১ নভেম্বর) তা খারিজ করে দেন বিচারপতি এস এম কুদ্দুস জামান ও বিচারপতি মো. আমিনুল ইসলামের বেঞ্চ।
আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মেহেদী হাছান চৌধুরী ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুজিত চ্যাটার্জি বাপ্পী। আর বাবুল আক্তারের পক্ষে ছিলেন আইনজীবী শিশির মোহাম্মদ মনির।
এর আগে কারাগারে থেকে আইনজীবীর মাধ্যমে পিবিআই প্রধান বনজ কুমারসহ ছয় পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলার আবেদন করেন বাবুল আক্তার। যা গত বছরের ২৫ সেপ্টেম্বর খারিজ করে দেন চট্টগ্রামের আদালত। ওই আদেশের বিরুদ্ধে হাইকোর্টে রিভিশন আবেদন করেন বাবুল আক্তার।
২০১৬ সালের ৫ জুন চট্টগ্রাম নগরের জিইসি মোড় এলাকায় খুন হন সাবেক এসপি বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু। এ ঘটনায় মামলার বাদী ছিলেন বাবুল আক্তার নিজেই। তদন্তের পর সেই মামলায় তাঁকেই আসামি করা হয়। পরে পিবিআই কার্যালয়ে হেফাজতে রেখে তাঁকে নির্যাতন করা হয় বলে অভিযোগ করেন বাবুল আক্তার। যদিও এ অভিযোগ অস্বীকার করেছেন পিবিআইয়ের কর্মকর্তারা।
যে ছয়জনের বিরুদ্ধে মামলা নেওয়ার আবেদন করা হয়েছে তাঁরা হলেন—পিবিআইয়ের প্রধান বনজ কুমার মজুমদার, পিবিআই চট্টগ্রাম মহানগর পুলিশ সুপার নাইমা সুলতানা, জেলা পুলিশ সুপার নাজমুল হাসান, পিবিআইয়ের পরিদর্শক এনায়েত কবির, সাবেক পরিদর্শক এ কে মহিউদ্দিন সেলিম এবং সন্তোষ চাকমা।
হেফাজতে নির্যাতনের অভিযোগে পিবিআই প্রধান বনজ কুমারসহ ছয় পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে বাবুল আক্তারের করা আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। বিচারিক আদালতে মামলার আবেদন খারিজ হলে বাবুল আক্তার হাইকোর্টে রিভিশন আবেদন করেছিলেন। শুনানি শেষে গত বছরের ২৫ অক্টোবর হাইকোর্ট তাতে রুল জারি করেন। মঙ্গলবার (২১ নভেম্বর) তা খারিজ করে দেন বিচারপতি এস এম কুদ্দুস জামান ও বিচারপতি মো. আমিনুল ইসলামের বেঞ্চ।
আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মেহেদী হাছান চৌধুরী ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুজিত চ্যাটার্জি বাপ্পী। আর বাবুল আক্তারের পক্ষে ছিলেন আইনজীবী শিশির মোহাম্মদ মনির।
এর আগে কারাগারে থেকে আইনজীবীর মাধ্যমে পিবিআই প্রধান বনজ কুমারসহ ছয় পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলার আবেদন করেন বাবুল আক্তার। যা গত বছরের ২৫ সেপ্টেম্বর খারিজ করে দেন চট্টগ্রামের আদালত। ওই আদেশের বিরুদ্ধে হাইকোর্টে রিভিশন আবেদন করেন বাবুল আক্তার।
২০১৬ সালের ৫ জুন চট্টগ্রাম নগরের জিইসি মোড় এলাকায় খুন হন সাবেক এসপি বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু। এ ঘটনায় মামলার বাদী ছিলেন বাবুল আক্তার নিজেই। তদন্তের পর সেই মামলায় তাঁকেই আসামি করা হয়। পরে পিবিআই কার্যালয়ে হেফাজতে রেখে তাঁকে নির্যাতন করা হয় বলে অভিযোগ করেন বাবুল আক্তার। যদিও এ অভিযোগ অস্বীকার করেছেন পিবিআইয়ের কর্মকর্তারা।
যে ছয়জনের বিরুদ্ধে মামলা নেওয়ার আবেদন করা হয়েছে তাঁরা হলেন—পিবিআইয়ের প্রধান বনজ কুমার মজুমদার, পিবিআই চট্টগ্রাম মহানগর পুলিশ সুপার নাইমা সুলতানা, জেলা পুলিশ সুপার নাজমুল হাসান, পিবিআইয়ের পরিদর্শক এনায়েত কবির, সাবেক পরিদর্শক এ কে মহিউদ্দিন সেলিম এবং সন্তোষ চাকমা।
বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিসহ সাত দফা দাবিতে তৃতীয় দিনের মতো অনশন কর্মসূচি পালন করছেন রাজধানীর সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরা। আন্দোলনকারীরা জানিয়েছেন, আজ শনিবার বিকেল ৪টার মধ্যে দাবি পূরণের ঘোষণা না দেওয়া হলে অনির্দিষ্টকালের জন্য ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) আওতাধীন এলাকায়...
১ ঘণ্টা আগেমাদারীপুরের ডাসারে হাত-পা বাঁধা অবস্থায় আজিজুল হাওলাদার (৬০) নামের এক চায়ের দোকানির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার (১ ফেব্রুয়ারি) সকালে উপজেলার ধামুসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগেঘন কুয়াশার কারণে প্রায় ১১ ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া এবং আরিচা-কাজিরহাট নৌপথে ফেরি চলাচল শুরু হয়েছে। দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় দুই পথের উভয় প্রান্তে আটকা পড়ে অ্যাম্বুলেন্স, ব্যক্তিগত গাড়ি, যাত্রীবাহী বাসসহ দুই শতাধিক পণ্যবাহী ট্রাক।
১ ঘণ্টা আগেরংপুরে ঘন কুয়াশার কারণে সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একই স্থানে একে একে ছয়টি পরিবহন দুর্ঘটনার কবলে পড়েছে। এতে প্রাণহানির কোনো ঘটনা না ঘটলেও অন্তত ২৫ জন আহত হয়েছেন। দুর্ঘটনাকবলিত পরিবহনগুলোর মধ্যে তিনটি যাত্রীবাহী বাসসহ ট্রাক, পিকআপ ও কাভার্ডভ্যান রয়েছে। গাড়িগুলো ঘটনাস্থল থেকে সরিয়ে নেওয়ার কাজ চলছে...
১ ঘণ্টা আগে