অনলাইন ডেস্ক
কাফনের কাপড় গায়ে জড়িয়ে চাকরি পুনর্বহালের দাবিতে দ্বিতীয় দিনের মতো অনশন কর্মসূচি পালন করছেন রাজশাহীর সারদা পুলিশ একাডেমিতে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে অব্যাহতি পাওয়া শিক্ষানবিশ উপপরিদর্শকেরা (এসআই)। গতকাল সোমবার বিকেল থেকে সচিবালয়ের সামনে অনশনে বসা এসআইরা আজও অনশন চালিয়ে যাচ্ছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত অনশন চালিয়ে যাবেন বলে জানান তাঁরা।
সরেজমিনে আজ মঙ্গলবার সকালে সচিবালয়ের দুই নম্বর গেটের সামনে এমন চিত্রই দেখা গেছে। সকাল ১১টায় সেখানে গিয়ে দেখা যায়, পুলিশের ৪০ তম ব্যাচের অব্যাহতি পাওয়া শিক্ষানবিশ উপপরিদর্শকদের প্রায় ৪০-৫০ জন অবস্থান করছেন। এর মধ্যে কয়েকজন অনশন করছেন।
অনশনে থাকা ব্যক্তিরা জানান, শান্তিপূর্ণভাবে দাবি আদায়ের কথা মন্ত্রণালয়ে জানানোর পরও কোনো সমাধান পাওয়া যায়নি। তাই বাধ্য হয়ে অনশনে নেমেছেন তাঁরা।
অব্যাহতি পাওয়া শিক্ষানবিশ এসআই নয়ন চন্দ্র দাস আজকের পত্রিকাকে বলেন, ‘আমাদের সঙ্গের যারা সারদায় রয়েছেন আগামীকাল তাঁরা পাসিং আউটে বের হবেন। আর আমরা এখানে বসে আছি, অনশন করছি। এর চেয়ে কষ্টের আর কিছু হতে পারে না। আমরা দ্রুতই চাকরি পুনর্বহাল চাই।’
অব্যাহতি পাওয়া আরেক শিক্ষানবিশ এসআই আলমগীর হোসেন বলেন, ‘গতকাল আমাদের দাবি নিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছি। তাঁরা বিষয়টি বিবেচনায় রয়েছে জানালেও, আমরা তাদের কাছ থেকে আনুষ্ঠানিক কোনো পদক্ষেপ পাইনি। তাই দাবি না মানা পর্যন্ত কর্মসূচি চলতে থাকবে।’
কল্যাণ সরকার নামে আরেক জন বলেন, ‘কী কারণে আমাদের বাদ দেওয়া হয়েছে আমরা বলতে পারছি না। ১ বছর প্রশিক্ষণ নিয়েছি কিন্তু আমার বিরুদ্ধে কোনো অভিযোগ ছিল না। হঠাৎ আমাদের ডিসচার্জ লেটার ধরিয়ে দেওয়া হয়েছে। আমার পুরো ব্যাকগ্রাউন্ডে কোনো রাজনৈতিক ছোঁয়া নেই।’
সুবীর রায় নামে অব্যাহতি পাওয়া আরেক শিক্ষানবিশ উপপরিদর্শক বলেন, ‘একটা চাকরির জন্য আজ আমরা রাস্তায়। আমাদের কী দোষে এমন বড় শাস্তি দিচ্ছে জানি না। আমাদের ভবিষ্যৎ অনিশ্চিত এখন। আমরা এখনো অনশন করছি।’
সুবীর রায় জানান, দাবি পূর্ণ না হওয়া অবধি অনশন চলবে তবে, এখনো পরবর্তী কর্মসূচি নির্ধারিত হয়নি। তিনি বলেন, ‘আমরা চাই এর একটা যথাযথ সুরাহা হোক। এই যন্ত্রণার অবসান হোক।’
উল্লেখ্য, রাজশাহীর সারদায় পুলিশ একাডেমিতে শৃঙ্খলা ভঙ্গের দায়ে পুলিশের ৪০ তম ক্যাডেট সাব-ইন্সপেক্টর ব্যাচের ৩২১ জন এসআইকে অব্যাহতি দেওয়া হয়। প্রশিক্ষণ থেকে অব্যাহতি দেওয়ার প্রতিবাদ ও চাকরিতে পুনর্বহালের দাবিতে গতকাল অবস্থান কর্মসূচি পালন করে তাঁরা। এর আগে ৫ ও ৬ জানুয়ারি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে তাঁরা শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করেন।
সচিবালয়, পুলিশ, একাডেমি, সারদা, রাজশাহী, এসআই
কাফনের কাপড় গায়ে জড়িয়ে চাকরি পুনর্বহালের দাবিতে দ্বিতীয় দিনের মতো অনশন কর্মসূচি পালন করছেন রাজশাহীর সারদা পুলিশ একাডেমিতে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে অব্যাহতি পাওয়া শিক্ষানবিশ উপপরিদর্শকেরা (এসআই)। গতকাল সোমবার বিকেল থেকে সচিবালয়ের সামনে অনশনে বসা এসআইরা আজও অনশন চালিয়ে যাচ্ছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত অনশন চালিয়ে যাবেন বলে জানান তাঁরা।
সরেজমিনে আজ মঙ্গলবার সকালে সচিবালয়ের দুই নম্বর গেটের সামনে এমন চিত্রই দেখা গেছে। সকাল ১১টায় সেখানে গিয়ে দেখা যায়, পুলিশের ৪০ তম ব্যাচের অব্যাহতি পাওয়া শিক্ষানবিশ উপপরিদর্শকদের প্রায় ৪০-৫০ জন অবস্থান করছেন। এর মধ্যে কয়েকজন অনশন করছেন।
অনশনে থাকা ব্যক্তিরা জানান, শান্তিপূর্ণভাবে দাবি আদায়ের কথা মন্ত্রণালয়ে জানানোর পরও কোনো সমাধান পাওয়া যায়নি। তাই বাধ্য হয়ে অনশনে নেমেছেন তাঁরা।
অব্যাহতি পাওয়া শিক্ষানবিশ এসআই নয়ন চন্দ্র দাস আজকের পত্রিকাকে বলেন, ‘আমাদের সঙ্গের যারা সারদায় রয়েছেন আগামীকাল তাঁরা পাসিং আউটে বের হবেন। আর আমরা এখানে বসে আছি, অনশন করছি। এর চেয়ে কষ্টের আর কিছু হতে পারে না। আমরা দ্রুতই চাকরি পুনর্বহাল চাই।’
অব্যাহতি পাওয়া আরেক শিক্ষানবিশ এসআই আলমগীর হোসেন বলেন, ‘গতকাল আমাদের দাবি নিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছি। তাঁরা বিষয়টি বিবেচনায় রয়েছে জানালেও, আমরা তাদের কাছ থেকে আনুষ্ঠানিক কোনো পদক্ষেপ পাইনি। তাই দাবি না মানা পর্যন্ত কর্মসূচি চলতে থাকবে।’
কল্যাণ সরকার নামে আরেক জন বলেন, ‘কী কারণে আমাদের বাদ দেওয়া হয়েছে আমরা বলতে পারছি না। ১ বছর প্রশিক্ষণ নিয়েছি কিন্তু আমার বিরুদ্ধে কোনো অভিযোগ ছিল না। হঠাৎ আমাদের ডিসচার্জ লেটার ধরিয়ে দেওয়া হয়েছে। আমার পুরো ব্যাকগ্রাউন্ডে কোনো রাজনৈতিক ছোঁয়া নেই।’
সুবীর রায় নামে অব্যাহতি পাওয়া আরেক শিক্ষানবিশ উপপরিদর্শক বলেন, ‘একটা চাকরির জন্য আজ আমরা রাস্তায়। আমাদের কী দোষে এমন বড় শাস্তি দিচ্ছে জানি না। আমাদের ভবিষ্যৎ অনিশ্চিত এখন। আমরা এখনো অনশন করছি।’
সুবীর রায় জানান, দাবি পূর্ণ না হওয়া অবধি অনশন চলবে তবে, এখনো পরবর্তী কর্মসূচি নির্ধারিত হয়নি। তিনি বলেন, ‘আমরা চাই এর একটা যথাযথ সুরাহা হোক। এই যন্ত্রণার অবসান হোক।’
উল্লেখ্য, রাজশাহীর সারদায় পুলিশ একাডেমিতে শৃঙ্খলা ভঙ্গের দায়ে পুলিশের ৪০ তম ক্যাডেট সাব-ইন্সপেক্টর ব্যাচের ৩২১ জন এসআইকে অব্যাহতি দেওয়া হয়। প্রশিক্ষণ থেকে অব্যাহতি দেওয়ার প্রতিবাদ ও চাকরিতে পুনর্বহালের দাবিতে গতকাল অবস্থান কর্মসূচি পালন করে তাঁরা। এর আগে ৫ ও ৬ জানুয়ারি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে তাঁরা শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করেন।
সচিবালয়, পুলিশ, একাডেমি, সারদা, রাজশাহী, এসআই
পুরোপুরি পাকেনি সুনামগঞ্জের জগন্নাথপুরের হাওরের ধান। তবে অকালবন্যার শঙ্কায় ১ বৈশাখ থেকে আনুষ্ঠানিকভাবে ধান কাটা শুরু হয়েছে। কৃষি বিভাগ জানিয়েছে, ইতিমধ্যে ৩০ ভাগের বেশি জমির বোরো ফসল ঘরে তুলেছেন কৃষক।
৫ মিনিট আগেবরগুনার আমতলী উপজেলার খেকুয়ানী মাধ্যমিক বিদ্যালয় ভবনের নিচতলায় বসছে পানের বাজার। খেকুয়ানী বাজারের ইজারাদার শাহ আলম শিকদার এ বাজার বসাচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
১ ঘণ্টা আগেরাজধানীর উত্তরার রেসিডেনসিয়াল ল্যাবরেটরি কলেজে নানা অনিয়মের অভিযোগ উঠেছে। কলেজের চেয়ারম্যানের যাচ্ছেতাই নিয়মে চলছে প্রতিষ্ঠানটি। দুটি বিষয়ের মাত্র তিনজন শিক্ষক দিয়ে চলছে কলেজটির শিক্ষা কার্যক্রম।
২ ঘণ্টা আগেভারতীয় চেইন হসপিটাল ফর্টিস এসকর্টস হার্ট ইনস্টিটিউটের নাম ভাঙিয়ে শতকোটি টাকা লোপাটের অভিযোগ উঠেছে এএফসি হেলথ লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। প্রতিষ্ঠানটি ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও কুমিল্লায় ‘ফর্টিস’ নামে চারটি শাখা
২ ঘণ্টা আগে