Ajker Patrika

রাজবাড়ীতে অটোরিকশাকে ধাক্কা, মোটরসাইকেল আরোহী নিহত

রাজবাড়ী প্রতিনিধি
রাজবাড়ীতে অটোরিকশাকে ধাক্কা, মোটরসাইকেল আরোহী নিহত

রাজবাড়ীতে অটোরিকশার সঙ্গে ধাক্কা লেগে শরিফুল ইসলাম (১৮) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। আজ সোমবার দুপুরে গোয়ালন্দ উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের নবুওসিমদ্দিন পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন আহলাদিপুর হাইওয়ে থানার উপপরিদর্শক জিল্লুর রহমান। 

নিহত শরিফুল ইসলাম গোয়ালন্দের দেবগ্রাম ইউনিয়নের দেবগ্রামের আজিজ খানের ছেলে। এ ঘটনায় আহত হয়েছে সাগর (১৯) নামে আরেক তরুণ। তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

হাইওয়ে থানা-পুলিশ জানায়, দুপুরে শরিফুল ও সাগর মোটরসাইকেলে করে গোয়ালন্দ মোড় এলাকায় যাচ্ছিল। পথে নবুওসিমদ্দিন পাড়া এলাকায় পৌঁছালে সামনে থাকা একটি ইজিবাইককে ওভারটেক করতে গিয়ে ধাক্কা দেয়। এতে আহত হন মোটরসাইকেলের দুই আরোহী। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক শরিফুলকে মৃত ঘোষণা করে। 

আহলাদিপুর হাইওয়ে থানার উপপরিদর্শক জিল্লুর রহমান বলেন, মোটরসাইকেলের বেপরোয়া গতি ও ওভারটেকিংয়ের কারণে এই দুর্ঘটনা ঘটেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত