Ajker Patrika

‘গাজীপুর-১ আসনে আমিই বিএনপির সবচেয়ে বড় নেতা’

গাজীপুর প্রতিনিধি
আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৩, ২২: ৫৪
‘গাজীপুর-১ আসনে আমিই বিএনপির সবচেয়ে বড় নেতা’

গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার নিজেকে গাজীপুর-১ আসনে বিএনপির সবচেয়ে বড় নেতা দাবি করেছেন। তিনি বলেছেন, ‘আমার চেয়ে বড় নেতা কালিয়াকৈরসহ এই আসনে আর কে আছে, আমি তো দেখি না। আমিই এই আসনের সবচেয়ে বড় বিএনপির নেতা।’ 

আজ শনিবার দুপুরে গাজীপুর মহানগরীর শিববাড়ী মোড়ে একটি চায়নিজ রেস্টুরেন্টে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। 

সভায় লিখিত বক্তব্যে শওকত হোসেন বলেন, ‘বর্তমান বাংলাদেশে মানুষের ভোটের অধিকার নেই, মৌলিক মানবিক অধিকারগুলো আজ ভূলুণ্ঠিত। মতপ্রকাশের স্বাধীনতা বহু আগেই কেড়ে নেওয়া হয়েছে। খালেদা জিয়া, তারেক রহমান, ড. ইউনূসসহ বহু মানুষ আজ বিচারিক হয়রানির শিকার হচ্ছেন। অনেকে জেলখানায় বিনা চিকিৎসায় কিংবা অপচিকিৎসায় মারা যাচ্ছেন। এর বাইরে গুম-খুন, হামলা নিত্যনৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে।’

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘গাজীপুর সিটি করপোরেশন কিংবা সংসদীয় আসনে দল আমাকে যেখানে মনোনয়ন দেবে আমি সেখানেই নির্বাচন করব। আমি নির্বাচনমুখী নেতা। এ ক্ষেত্রে দল আমাকে নিরাশ করবে না।’ 

গত ১১ জুন মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনের পর ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার কথা থাকলেও তিন মাসেও পূর্ণাঙ্গ কমিটি হয়নি কেন প্রশ্নের জবাবে তিনি বলেন, আগামী ১৫-২০ দিনের মধ্যে গাজীপুর মহানগর বিএনপির পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে। এ সময় তিনি সরকারের বিরুদ্ধে চলমান এক দফা আন্দোলন এগিয়ে নিতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। 

মতবিনিময় সভায় গাজীপুর জেলায় কর্মরত বিভিন্ন মিডিয়ার অর্ধশত সাংবাদিক উপস্থিত ছিলেন। এ সময় আরও উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক রাকিব উদ্দিন সরকার পাপ্পু, সাবেক যুগ্ম সম্পাদক অ্যাড. আব্দুস সালাম শামীম, সাবেক গণমাধ্যমবিষয়ক সম্পাদক দোলোয়ার হোসেন, সাবেক দপ্তর সম্পাদক আব্দুর রহিম খান কালা প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত