উত্তরা (ঢাকা) প্রতিনিধি
পারিবারিকভাবে গত ছয় মাস আগে সানভীর সঙ্গে বিয়ে হয় জুঁইয়ের। কিছুদিন যেতেই ভেঙে যায় সংসার। বিয়ের সময় বাবার দেওয়া ১০ ভরি স্বর্ণালংকার ফেরত দেওয়ার কথা বলে ডেকে নিয়ে জুঁই ও তাঁর পরিবারকে মারধরের অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার উত্তরা পূর্ব থানায় সানভীসহ আরও ৩ জনকে আসামি করে হত্যাচেষ্টা মামলা করেছেন জুঁই।
উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত (ওসি) মো. মজিবুর রহমান মামলার তথ্যটি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন।
এর আগে গত ২০ মে রাত সাড়ে ৯টায় উত্তরা ৪ নম্বর সেক্টরে সানভীর বাসায় এ হামলার ঘটনা ঘটে। সাবেক স্বামী ও তাঁর পরিবারের হামলায় আহত হন সাদিয়া আলম জুঁই, বাবা শরীফুল আলম, মা শাহীন সুলতানা ও নানি সূর্য বানু।
মামলার এজাহারে বলা হয়েছে, ইসলামি শরিয়া মোতাবেক পারিবারিকভাবে কামরুল হাসান সানভী ও জুঁইয়ের বিয়ে হয়। বিয়ের পর থেকেই সানভী শারীরিক ও মানসিক নির্যাতন শুরু করে। পরে গত ৮ ফেব্রুয়ারি জুঁইকে তালাকনামা পাঠায়। যার প্রেক্ষিতে তিনি তাঁর গয়না আনতে গেলে সানভী ও তাঁর পরিবারের লোকজন অকথ্য ভাষায় গালিগালাজ করে। একপর্যায়ে সানভীর বড় ভাই রিসাত হাসান সানি জুঁইকে এলোপাতাড়ি কিলঘুষি মেরে শরীরের বিভিন্ন স্থানে নীলাফোলা জখম করে। এতে তাঁর মা বাধা দিলে সানি একটি ছুরি নিয়ে এসে হত্যার উদ্দেশ্যে মাথায় কোপ মেরে রক্তাক্ত জখম করে। পরে বাবা ফেরাতে গেলে সানভী একটি লোহার পাইপ দিয়ে তাঁকেও এলোপাতাড়ি মারধর শুরু করে।
এছাড়াও সানভীর বোন সোহানীও বাদীকে চুল ধরে নিচে ফেলে যত্রতত্র লাথি মারে। সেই সঙ্গে রিসাত হাসান সানি তাঁর মাকে কাপড়চোপড় ধরে টানা হিঁচড়া করে। অপরদিকে আরেক বোন সোনিয়া গলা চেপে ধরে হত্যা চেষ্টা করে। এ সময় আসামিরা বাদীর গলায় থাকা এক ভরি ওজনের স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে যায়।
এ বিষয়ে ভুক্তভোগী সাদিয়া আলম জুঁই আজকের পত্রিকাকে বলেন, ‘এক নারী সঙ্গে পরকীয়া সম্পর্কে জড়িত সানভীর। ওই নারীর দুটি সন্তানও রয়েছে। বিষয়টি জেনে ফেলায় সানভী আমাকে ডিভোর্সের নোটিশ পাঠায়। কিন্তু দেনমোহর পরিশোধ করেনি। পরে তাঁদের বাসায় আমার জরুরি কাগজপত্র ও বিয়ের সময় বাবার দেওয়া ১০ ভরি গয়না আনার জন্য সানভীর সঙ্গে যোগাযোগ করলে কোনো উত্তর দেয়নি। পরে তাঁর দুলাভাইয়ের সঙ্গে যোগাযোগ করলে তিনি আমার বাবা-মা ও পরিবারের লোকজন নিয়ে যেতে বলেন। তখন আমি আমার বাবা-মা ও নানিকে নিয়ে গেলে সানভী ও তাঁর পরিবারের লোকজন আমাদের ওপর হত্যার উদ্দেশ্যে হামলা চালায়। এতে বাদ পড়েনি ক্যানসারের রোগী বৃদ্ধা নানিও। তাঁকেও মারধর করে সিঁড়ি থেকে ফেলে দেওয়া হয়েছে।’
জুঁই বলেন, ‘ওদের হামলায় আজ আমি আমার বাম চোখ হারাতে বসেছি। প্রতিনিয়ত চোখের যন্ত্রণায় বিভিন্ন হাসপাতালে চিকিৎসকের কাছে দৌঁড়াতে হচ্ছে। এছাড়াও তাঁদের মারধরে আমার কপালের বামপাশের হাড়েও ফ্যাকচার হয়েছে বলে চিকিৎসক জানিয়েছেন।’
অভিযোগের বিষয়ে কামরান হাসান সানভীর সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলেও তাঁকে পাওয়া যায়নি। পরে জানতে চেয়ে খুদে বার্তা পাঠালেও তিনি কোনো উত্তর দেননি। পরবর্তীতে তাঁর বড় ভাই রিসাত হাসান সানি আজকের পত্রিকাকে বলেন, ‘তারা আমাদের বাসায় হামলা করতে এসেছিলেন।’ কিন্তু কোথায় হামলা চালিয়েছে ও কে কে আহত হয়েছেন জানতে চাইলে তিনি কোনো জবাব দেননি।
উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত (ওসি) মো. মজিবুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘হত্যার উদ্দেশ্যে হামলার ঘটনায় মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে চেষ্টা অব্যাহত রয়েছে।’
পারিবারিকভাবে গত ছয় মাস আগে সানভীর সঙ্গে বিয়ে হয় জুঁইয়ের। কিছুদিন যেতেই ভেঙে যায় সংসার। বিয়ের সময় বাবার দেওয়া ১০ ভরি স্বর্ণালংকার ফেরত দেওয়ার কথা বলে ডেকে নিয়ে জুঁই ও তাঁর পরিবারকে মারধরের অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার উত্তরা পূর্ব থানায় সানভীসহ আরও ৩ জনকে আসামি করে হত্যাচেষ্টা মামলা করেছেন জুঁই।
উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত (ওসি) মো. মজিবুর রহমান মামলার তথ্যটি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন।
এর আগে গত ২০ মে রাত সাড়ে ৯টায় উত্তরা ৪ নম্বর সেক্টরে সানভীর বাসায় এ হামলার ঘটনা ঘটে। সাবেক স্বামী ও তাঁর পরিবারের হামলায় আহত হন সাদিয়া আলম জুঁই, বাবা শরীফুল আলম, মা শাহীন সুলতানা ও নানি সূর্য বানু।
মামলার এজাহারে বলা হয়েছে, ইসলামি শরিয়া মোতাবেক পারিবারিকভাবে কামরুল হাসান সানভী ও জুঁইয়ের বিয়ে হয়। বিয়ের পর থেকেই সানভী শারীরিক ও মানসিক নির্যাতন শুরু করে। পরে গত ৮ ফেব্রুয়ারি জুঁইকে তালাকনামা পাঠায়। যার প্রেক্ষিতে তিনি তাঁর গয়না আনতে গেলে সানভী ও তাঁর পরিবারের লোকজন অকথ্য ভাষায় গালিগালাজ করে। একপর্যায়ে সানভীর বড় ভাই রিসাত হাসান সানি জুঁইকে এলোপাতাড়ি কিলঘুষি মেরে শরীরের বিভিন্ন স্থানে নীলাফোলা জখম করে। এতে তাঁর মা বাধা দিলে সানি একটি ছুরি নিয়ে এসে হত্যার উদ্দেশ্যে মাথায় কোপ মেরে রক্তাক্ত জখম করে। পরে বাবা ফেরাতে গেলে সানভী একটি লোহার পাইপ দিয়ে তাঁকেও এলোপাতাড়ি মারধর শুরু করে।
এছাড়াও সানভীর বোন সোহানীও বাদীকে চুল ধরে নিচে ফেলে যত্রতত্র লাথি মারে। সেই সঙ্গে রিসাত হাসান সানি তাঁর মাকে কাপড়চোপড় ধরে টানা হিঁচড়া করে। অপরদিকে আরেক বোন সোনিয়া গলা চেপে ধরে হত্যা চেষ্টা করে। এ সময় আসামিরা বাদীর গলায় থাকা এক ভরি ওজনের স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে যায়।
এ বিষয়ে ভুক্তভোগী সাদিয়া আলম জুঁই আজকের পত্রিকাকে বলেন, ‘এক নারী সঙ্গে পরকীয়া সম্পর্কে জড়িত সানভীর। ওই নারীর দুটি সন্তানও রয়েছে। বিষয়টি জেনে ফেলায় সানভী আমাকে ডিভোর্সের নোটিশ পাঠায়। কিন্তু দেনমোহর পরিশোধ করেনি। পরে তাঁদের বাসায় আমার জরুরি কাগজপত্র ও বিয়ের সময় বাবার দেওয়া ১০ ভরি গয়না আনার জন্য সানভীর সঙ্গে যোগাযোগ করলে কোনো উত্তর দেয়নি। পরে তাঁর দুলাভাইয়ের সঙ্গে যোগাযোগ করলে তিনি আমার বাবা-মা ও পরিবারের লোকজন নিয়ে যেতে বলেন। তখন আমি আমার বাবা-মা ও নানিকে নিয়ে গেলে সানভী ও তাঁর পরিবারের লোকজন আমাদের ওপর হত্যার উদ্দেশ্যে হামলা চালায়। এতে বাদ পড়েনি ক্যানসারের রোগী বৃদ্ধা নানিও। তাঁকেও মারধর করে সিঁড়ি থেকে ফেলে দেওয়া হয়েছে।’
জুঁই বলেন, ‘ওদের হামলায় আজ আমি আমার বাম চোখ হারাতে বসেছি। প্রতিনিয়ত চোখের যন্ত্রণায় বিভিন্ন হাসপাতালে চিকিৎসকের কাছে দৌঁড়াতে হচ্ছে। এছাড়াও তাঁদের মারধরে আমার কপালের বামপাশের হাড়েও ফ্যাকচার হয়েছে বলে চিকিৎসক জানিয়েছেন।’
অভিযোগের বিষয়ে কামরান হাসান সানভীর সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলেও তাঁকে পাওয়া যায়নি। পরে জানতে চেয়ে খুদে বার্তা পাঠালেও তিনি কোনো উত্তর দেননি। পরবর্তীতে তাঁর বড় ভাই রিসাত হাসান সানি আজকের পত্রিকাকে বলেন, ‘তারা আমাদের বাসায় হামলা করতে এসেছিলেন।’ কিন্তু কোথায় হামলা চালিয়েছে ও কে কে আহত হয়েছেন জানতে চাইলে তিনি কোনো জবাব দেননি।
উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত (ওসি) মো. মজিবুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘হত্যার উদ্দেশ্যে হামলার ঘটনায় মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে চেষ্টা অব্যাহত রয়েছে।’
চাঁপাইনবাবগঞ্জে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) খাল খননের প্রকল্পে অনিয়মের অভিযোগ উঠেছে। অভিযোগে বলা হয়েছে, কার্যাদেশ অনুযায়ী মাটি না কেটে কাজ শেষ করেছেন ঠিকাদার। এ ব্যাপারে সংস্থার চেয়ারম্যান ড. এম আসাদুজ্জামানের কাছে একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
৬ ঘণ্টা আগেকিশোরগঞ্জে বজ্রপাতে মৃত্যু আশঙ্কাজনকভাবে বেড়েছে ৷ গত ২৩ দিনে জেলায় শিক্ষার্থী, কৃষকসহ বজ্রপাতে ১৪ জনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে কৃষকের সংখ্যা বেশি। আবহাওয়াবিদেরা বলছেন, খোলা স্থানে কাজ করা মানুষ বজ্রপাতে বেশি মারা যাচ্ছে; বিশেষ করে হাওরাঞ্চলে খোলা জায়গায় মানুষজন কাজ করার কারণে সেখানে হতাহতের...
৬ ঘণ্টা আগেপিরোজপুরে ২৫০ শয্যার জেলা হাসপাতাল চালু করতে ৯ তলা ভবনের নির্মাণকাজ শেষ হয় প্রায় দেড় বছর আগে। কিন্তু বিদ্যুতের সংযোগ এখনো দেওয়া হয়নি এবং বসেনি লিফট। এতে করে পুরোনো ভবনে ১০০ শয্যা নিয়ে চলছে সেবা কার্যক্রম। সেখানে অধিকাংশ সময় রোগী ভর্তি থাকে ধারণক্ষমতার দ্বিগুণ। শয্যা না পেয়ে রোগীদের থাকতে হচ্ছে...
৬ ঘণ্টা আগেবাংলাদেশের আধুনিক ভাস্কর্য শিল্পের অন্যতম পথিকৃৎ নভেরা আহমেদ। গত শতকের ষাটের দশকে তখনকার পূর্ববঙ্গে ভাস্কর্য শিল্পকে পরিচিত করে তোলার কাজটি শুরু করেছিলেন নিজের ভিন্নধর্মী কাজ দিয়ে। নিভৃতচারী এ শিল্পী একপর্যায়ে স্থায়ীভাবে পাড়ি জমান অন্যতম শিল্পতীর্থ ফ্রান্সে। নারী এই ভাস্করকে নিয়ে বেঙ্গল ফাউন্ডেশন...
৬ ঘণ্টা আগে