নিজস্ব প্রতিবেদক, ঢাকা
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ-১ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন আবদুল আলী ব্যাপারী। গত রোববার দুপুরে যাচাইবাছাইয়ে তাঁর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন রিটার্নিং অফিসার। মনোনয়ন বাতিল হওয়ার পর রিটার্নিং অফিসারের কার্যালয়ের বারান্দায় গড়াগড়ি করে কান্না করেন আবদুল আলী। আজ বুধবার সকালে নিজের প্রার্থিতা ফেরত পেতে আপিল আবেদনের জন্য নির্বাচন ভবন চত্বরে এসেছেন তিনি।
আপিল আবেদনের বিষয়ে জানতে চাইলে আবদুল আলী আজকের পত্রিকাকে বলেন, ‘আপিল আবেদন জমা দেওয়ার জন্য এসেছিলাম। কিন্তু আইনজীবীর একটু ভুলের কারণে আজকে জমা দিতে পারলাম না। এটা ঠিক করে পরে জমা দেব।’
নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার বিষয়ে আবদুল আলী বলেন, ‘আমি শুধু নিজের ভোটটা নিজেকে দিতে পারলেই শান্তি। আমি শুধু নিজের ভোটটা দিতে চাই। কারণ অন্যরা আমাকে ভোট দেবে কি না, তা তো আমি জানি না।’
প্রার্থিতা বাতিল হওয়ার বিষয়ে আবদুল আলী বলেন, ‘স্বতন্ত্র প্রার্থী হিসেবে আমি ১ শতাংশ ভোটারের স্বাক্ষরসহ মনোনয়ন জমা দিয়েছিলাম। সেখান থেকে রিটার্নিং অফিসার ১০ জন ভোটারকে ফোন করেছিলেন। ১০ জনের দুজন বলেছেন স্বাক্ষর করেছেন, আর আটজন বলেছেন স্বাক্ষর করেনি।’
স্বাক্ষর না করার বিষয়টি জানেন না উল্লেখ করে আবদুল আলী বলেন, ‘পোলাপান স্বাক্ষরের তালিকা এনে দিয়েছে। আমার একার পক্ষে তো এত স্বাক্ষর নেওয়া সম্ভব না, যাচাই করাও সম্ভব না।’
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ-১ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন আবদুল আলী ব্যাপারী। গত রোববার দুপুরে যাচাইবাছাইয়ে তাঁর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন রিটার্নিং অফিসার। মনোনয়ন বাতিল হওয়ার পর রিটার্নিং অফিসারের কার্যালয়ের বারান্দায় গড়াগড়ি করে কান্না করেন আবদুল আলী। আজ বুধবার সকালে নিজের প্রার্থিতা ফেরত পেতে আপিল আবেদনের জন্য নির্বাচন ভবন চত্বরে এসেছেন তিনি।
আপিল আবেদনের বিষয়ে জানতে চাইলে আবদুল আলী আজকের পত্রিকাকে বলেন, ‘আপিল আবেদন জমা দেওয়ার জন্য এসেছিলাম। কিন্তু আইনজীবীর একটু ভুলের কারণে আজকে জমা দিতে পারলাম না। এটা ঠিক করে পরে জমা দেব।’
নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার বিষয়ে আবদুল আলী বলেন, ‘আমি শুধু নিজের ভোটটা নিজেকে দিতে পারলেই শান্তি। আমি শুধু নিজের ভোটটা দিতে চাই। কারণ অন্যরা আমাকে ভোট দেবে কি না, তা তো আমি জানি না।’
প্রার্থিতা বাতিল হওয়ার বিষয়ে আবদুল আলী বলেন, ‘স্বতন্ত্র প্রার্থী হিসেবে আমি ১ শতাংশ ভোটারের স্বাক্ষরসহ মনোনয়ন জমা দিয়েছিলাম। সেখান থেকে রিটার্নিং অফিসার ১০ জন ভোটারকে ফোন করেছিলেন। ১০ জনের দুজন বলেছেন স্বাক্ষর করেছেন, আর আটজন বলেছেন স্বাক্ষর করেনি।’
স্বাক্ষর না করার বিষয়টি জানেন না উল্লেখ করে আবদুল আলী বলেন, ‘পোলাপান স্বাক্ষরের তালিকা এনে দিয়েছে। আমার একার পক্ষে তো এত স্বাক্ষর নেওয়া সম্ভব না, যাচাই করাও সম্ভব না।’
হবিগঞ্জের মাধবপুরে ফেনসিডিল পাচারের মামলায় বাবুল মিয়া (৩৮) নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। আরেক আসামি রুবেল মিয়াকে বেকসুর খালাস প্রদান করা হয়।
৮ মিনিট আগেজামালপুরের মাদারগঞ্জ মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. জাহিদুল হাসানের বিরুদ্ধে টাকার বিনিময়ে উদ্দেশ্যপ্রণোদিত হয়ে আদালতে প্রতিবেদন দাখিলের আনীত অভিযোগের তদন্তের শুরু করেছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। আজ রোববার (২৭ জুলাই) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন অভিযোগ তদন্তকারী কর্মকর্তা ও জামালপুর পুলিশ কন্ট্রোল রুম
১০ মিনিট আগেশেরপুর সদর উপজেলা বিএনপি ও শেরপুর শহর বিএনপির কমিটি ঘোষণা করা হয়েছে। আজ রোববার (২৭ জুলাই) দুপুরে শেরপুর শহরের নির্ঝর কমিউনিটি সেন্টারে জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মো. সিরাজুল ইসলাম ওই দুটি কমিটি ঘোষণা করেন।
১৯ মিনিট আগেবাসচালককে মারধর করার জেরে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। আজ রোববার (২৭ জুলাই) সকাল থেকে রুটটিতে কোনো বাস চলাচল না করায় ভোগান্তিতে পড়েন যাত্রীরা। রাত ৯টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাস বন্ধই ছিল।
২৬ মিনিট আগে