Ajker Patrika

ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত

নারায়ণগঞ্জ প্রতিনিধি
Thumbnail image

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ছিনতাইকারী সন্দেহে আসাদ (২৫) নামের এক যুবক গণপিটুনিতে নিহত হয়েছেন। ছিনতাইকারীদের অস্ত্রের আঘাতে আহত হয়েছেন আরও তিনজন। গতকাল শনিবার রাত ৯টার দিকে উপজেলার হাইজদী ইউনিয়নের মাধবদী এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত আসাদ একই এলাকার জজ মিয়ার ছেলে। স্থানীয়দের দাবি, আসাদ ছিনতাইকারী চক্রের সদস্য। আহতেরা হলেন মেলার বেলুন ব্যবসায়ী রাকিব, আজিজুল ও আরিফুল। 

স্থানীয়রা জানান, রাতে সোনারগাঁয়ের এক মেলা থেকে বাড়ি ফিরছিলেন তিন বেলুন ব্যবসায়ী। পথে মাধবদী কবরস্থানের সামনে তাঁদের গতিরোধ করে ছিনতাইকারী দল। তাঁদের হাতে থাকা দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে মুঠোফোন ও টাকা ছিনিয়ে নেয়। পরে আহতদের চিৎকারে পাশের গ্রামের মানুষ ছুটে এসে ছিনতাইকারীদের ধাওয়া দেয়। এর মধ্যে আসাদ নামে এক ব্যক্তিকে ছিনতাইকারী দাবি করে গণপিটুনি স্থানীয়রা। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। পরে আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। 

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক হাওলাদার বলেন, ‘গণপিটুনিতে নিহতের ঘটনায় তদন্ত করছে পুলিশ। মরদেহ উদ্ধার করে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত