জাবি প্রতিনিধি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সোহেল আহমেদকে অপসারণ, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন জাবি শাখার (একাংশের) দুই নেতার বিরুদ্ধে জারি করা গ্রেপ্তারি পরোয়ানা ও মামলা তুলে নেওয়াসহ তিন দাবিতে প্রশাসনিক ভবন অবরোধ করেন বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী। আজ বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকাল ১০টার দিকে ‘নিপীড়নের বিরুদ্ধে জাহাঙ্গীরনগর’ এর ব্যানারে এই কর্মসূচি শুরু করেন শিক্ষার্থীরা।
এ সময় ভবনের ভেতরে বিশ্ববিদ্যালয়ের দুই উপ-উপাচার্য এবং কর্মকর্তা-কর্মচারীদের অবরুদ্ধ করে রাখা হয়। পরবর্তীতে প্রশাসনের আর কাউকে প্রবেশ করতে দেওয়া হয়নি।
শিক্ষার্থীদের দাবিগুলো হলো—
১. শেখ মুজিবের গ্রাফিতি মুছে ধর্ষণবিরোধী গ্রাফিতি আঁকার দায়ে অমর্ত্য রায় এবং ঋদ্ধ অনিন্দ্য গাঙ্গুলীর নামে জারিকৃত গ্রেপ্তারি পরোয়ানা অবিলম্বে তুলে নিয়ে হয়রানিমূলক মামলা প্রত্যাহার করতে হবে;
২. বিগত প্রশাসনের করা স্বৈরাচারী বহিষ্কারাদেশ বাতিল করতে হবে;
৩. ২০১৯ সালের ৫ নভেম্বর ছাত্রলীগের হামলার প্রত্যক্ষ মদদদাতা ও অমর্ত্য-ঋদ্ধর বহিষ্কারের দাবিতে আন্দোলন করা শিক্ষক সোহেল আহমেদকে অবিলম্বে প্রো-ভিসি পদ থেকে অপসারণ করতে হবে।
বেলা ১টা ৩০ মিনিটের দিকে উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা করে প্রথম দুটি দাবি মেনে নেওয়ার আশ্বাস দিলে আন্দোলনকারীরা কর্মসূচি প্রত্যাহার করে নেন।
অমর্ত্য রায় বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের ৪৭ ব্যাচের শিক্ষার্থী এবং বাংলাদেশ ছাত্র ইউনিয়ন জাবি শাখা (একাংশের) সভাপতি। আর ঋদ্ধ অনিন্দ্য গাঙ্গুলি বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের ৪৭ ব্যাচের শিক্ষার্থী এবং বাংলাদেশ ছাত্র ইউনিয়ন জাবি শাখা (একাংশের) সাধারণ সম্পাদক।
নৃবিজ্ঞান বিভাগের ৪৯ ব্যাচের শিক্ষার্থী নূর এ তামীম স্রোত বলেন, ‘আমরা নতুন প্রশাসনকে প্রথম থেকেই দাবিগুলো সম্পর্কে অবগত করেছি। দুর্নীতি বিরোধী আন্দোলনে ২০১৯ সালের ৫ নভেম্বর ছাত্রলীগ যে হামলা করেছিল সেই হামলার প্রত্যক্ষ মদদদাতা ছিলেন অধ্যাপক সোহেল আহমেদ। এসব অতীত কর্মকাণ্ডের বাইরেও বর্তমানে তিনি শেখ হাসিনার শপিং লিস্ট বাস্তবায়নের জন্য অপ্রয়োজনীয় তৃতীয় রেজিস্ট্রার ভবনের জন্য স্থান নির্ধারণ করছে। আমরা চাই অতিদ্রুত আমাদের দাবি বাস্তবায়ন করা হোক এবং তাকে তার নিজ পদ থেকে অপসারণ করা হোক। "
এ বিষয়ে উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান বলেন ‘আমি এতটুকু আশ্বস্ত করতে পারি যে, অমর্ত্য রায় এবং ঋদ্ধ অনিন্দ্য গাঙ্গুলীর নামে জারিকৃত গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে তা কার্যকর হবে না। স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে পুলিশকে ঢুকতে হলে অবশ্যই প্রশাসনের অনুমতি নিতে হবে। "
এ ছাড়া প্রো-ভিসি অধ্যাপক সোহেল আহমেদের অব্যাহতির বিষয়ে তিনি বলেন, ‘একজন উপ-উপাচার্যের অব্যাহতির বিষয়ে কোনো এখতিয়ার আমাদের নেই। এটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ দেখবে।’
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সোহেল আহমেদকে অপসারণ, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন জাবি শাখার (একাংশের) দুই নেতার বিরুদ্ধে জারি করা গ্রেপ্তারি পরোয়ানা ও মামলা তুলে নেওয়াসহ তিন দাবিতে প্রশাসনিক ভবন অবরোধ করেন বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী। আজ বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকাল ১০টার দিকে ‘নিপীড়নের বিরুদ্ধে জাহাঙ্গীরনগর’ এর ব্যানারে এই কর্মসূচি শুরু করেন শিক্ষার্থীরা।
এ সময় ভবনের ভেতরে বিশ্ববিদ্যালয়ের দুই উপ-উপাচার্য এবং কর্মকর্তা-কর্মচারীদের অবরুদ্ধ করে রাখা হয়। পরবর্তীতে প্রশাসনের আর কাউকে প্রবেশ করতে দেওয়া হয়নি।
শিক্ষার্থীদের দাবিগুলো হলো—
১. শেখ মুজিবের গ্রাফিতি মুছে ধর্ষণবিরোধী গ্রাফিতি আঁকার দায়ে অমর্ত্য রায় এবং ঋদ্ধ অনিন্দ্য গাঙ্গুলীর নামে জারিকৃত গ্রেপ্তারি পরোয়ানা অবিলম্বে তুলে নিয়ে হয়রানিমূলক মামলা প্রত্যাহার করতে হবে;
২. বিগত প্রশাসনের করা স্বৈরাচারী বহিষ্কারাদেশ বাতিল করতে হবে;
৩. ২০১৯ সালের ৫ নভেম্বর ছাত্রলীগের হামলার প্রত্যক্ষ মদদদাতা ও অমর্ত্য-ঋদ্ধর বহিষ্কারের দাবিতে আন্দোলন করা শিক্ষক সোহেল আহমেদকে অবিলম্বে প্রো-ভিসি পদ থেকে অপসারণ করতে হবে।
বেলা ১টা ৩০ মিনিটের দিকে উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা করে প্রথম দুটি দাবি মেনে নেওয়ার আশ্বাস দিলে আন্দোলনকারীরা কর্মসূচি প্রত্যাহার করে নেন।
অমর্ত্য রায় বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের ৪৭ ব্যাচের শিক্ষার্থী এবং বাংলাদেশ ছাত্র ইউনিয়ন জাবি শাখা (একাংশের) সভাপতি। আর ঋদ্ধ অনিন্দ্য গাঙ্গুলি বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের ৪৭ ব্যাচের শিক্ষার্থী এবং বাংলাদেশ ছাত্র ইউনিয়ন জাবি শাখা (একাংশের) সাধারণ সম্পাদক।
নৃবিজ্ঞান বিভাগের ৪৯ ব্যাচের শিক্ষার্থী নূর এ তামীম স্রোত বলেন, ‘আমরা নতুন প্রশাসনকে প্রথম থেকেই দাবিগুলো সম্পর্কে অবগত করেছি। দুর্নীতি বিরোধী আন্দোলনে ২০১৯ সালের ৫ নভেম্বর ছাত্রলীগ যে হামলা করেছিল সেই হামলার প্রত্যক্ষ মদদদাতা ছিলেন অধ্যাপক সোহেল আহমেদ। এসব অতীত কর্মকাণ্ডের বাইরেও বর্তমানে তিনি শেখ হাসিনার শপিং লিস্ট বাস্তবায়নের জন্য অপ্রয়োজনীয় তৃতীয় রেজিস্ট্রার ভবনের জন্য স্থান নির্ধারণ করছে। আমরা চাই অতিদ্রুত আমাদের দাবি বাস্তবায়ন করা হোক এবং তাকে তার নিজ পদ থেকে অপসারণ করা হোক। "
এ বিষয়ে উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান বলেন ‘আমি এতটুকু আশ্বস্ত করতে পারি যে, অমর্ত্য রায় এবং ঋদ্ধ অনিন্দ্য গাঙ্গুলীর নামে জারিকৃত গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে তা কার্যকর হবে না। স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে পুলিশকে ঢুকতে হলে অবশ্যই প্রশাসনের অনুমতি নিতে হবে। "
এ ছাড়া প্রো-ভিসি অধ্যাপক সোহেল আহমেদের অব্যাহতির বিষয়ে তিনি বলেন, ‘একজন উপ-উপাচার্যের অব্যাহতির বিষয়ে কোনো এখতিয়ার আমাদের নেই। এটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ দেখবে।’
যশোরের সিঙ্গিয়া রেলস্টেশনের সব ফ্যান রেলওয়ের বিদ্যুৎ বিভাগ খুলে নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে। এতে গরমে ভোগান্তি পোহাচ্ছেন স্টেশনের অপেক্ষমাণ যাত্রীসহ কর্মকর্তা-কর্মচারীরা। স্টেশনমাস্টার কে এম রিয়াদ হাসান বলেছেন, তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি লিখিত আকারে জানিয়েছেন।
১৫ মিনিট আগেউদ্বোধনী অনুষ্ঠানে মোহাম্মদ এজাজ বলেন, ‘উত্তরখান, দক্ষিণখানসহ ডিএনসিসির নতুন ১৮টি ওয়ার্ডে নাগরিক সুবিধা নিশ্চিত করতে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি। আগামী বাজেটে এসব এলাকায় উন্নয়ন কার্যক্রমকে বিশেষ অগ্রাধিকার দেওয়া হয়েছে।’
২৪ মিনিট আগেযদি মৌলিক সংস্কার না হয়, তাহলে জুলাই সনদে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সমর্থন দেবে না বলে মন্তব্য করেছেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। আজ রোববার সন্ধ্যায় শেরপুর শহরের থানা মোড়ে দেশ গড়তে জুলাই পদযাত্রার পথসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।
৪০ মিনিট আগেনাসীরুদ্দীন পাটওয়ারী তাঁর বক্তব্যে বলেন, ‘বাংলাদেশে অসংখ্য হত্যাকাণ্ড ঘটেছে, অসংখ্য ঘটনা ঘটেছে। এর মধ্যে বড় একটি ঘটনা হলো, ১০ ট্রাক অস্ত্রের চালান। যদি অস্ত্র হ্যান্ডেলই করতে না পারেন, তবে নিয়ে আসছিলেন কেন আপনি?’
১ ঘণ্টা আগে