Ajker Patrika

১৬ বছরের বেশি কেউ বাড়ি ছাড়লে পুলিশকে জানান: ডিএমপি কমিশনার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
১৬ বছরের বেশি কেউ বাড়ি ছাড়লে পুলিশকে জানান: ডিএমপি কমিশনার

ষোলো বছরের বেশি কোনো  ব্যক্তি বাসা হতে নিখোঁজ হয়েছে এমন তথ্য পাওয়া গেলে কিংবা থানায় সাধারণ ডায়েরি (জিডি) হলে এ সংক্রান্ত সব তথ্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম বিভাগকে জানানোর জন্য নির্দেশনা দিয়েছেন ডিএমপি কমিশনার মো. শফিকুল ইসলাম। আজ বুধবার সকালে ডিএমপি হেডকোয়ার্টার্সে অনুষ্ঠিত মাসিক অপরাধ পর্যালোচনা সভায় শ্রেষ্ঠদের পুরস্কার বিতরণের পর উপস্থিত পুলিশ কর্মকর্তাদের তিনি এ নির্দেশনা দেন। 

ডিএমপি কমিশনার মো. শফিকুল ইসলাম বলেন, ‘১৬ বছরের বেশি কোনো ব্যক্তি বাসা থেকে নিখোঁজ হয়েছে এমন কোনো  তথ্য পেলে কিংবা থানায় জিডি হলে এ সংক্রান্ত সকল তথ্য পুলিশের সিটিটিসি ইউনিটকে অবহিত করতে হবে। যদি কারও সন্তান হঠাৎ করে কাউকে কিছু না বলে বাড়ি থেকে চলে যায়, তাহলে তার বিষয়ে দ্রুত থানায় জানাতে হবে।’ 

সভায় উপস্থিত পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে  ডিএমপি কমিশনার বলেন, ‘দেশে লকডাউন শিথিল করায় পরিস্থিতি স্বাভাবিক হতে যাচ্ছে। আইনশৃঙ্খলা যাতে অবনতি না ঘটে, সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে। প্রকৃত অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসতে হবে। দায়িত্বপ্রাপ্ত সবাইকে নিজ নিজ দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে।’   

আফগানিস্তানে চলমান পরিস্থিতির প্রভাব বাংলাদেশেও পড়তে পারে জানিয়ে গত মঙ্গলবার জনসাধারণের উদ্দেশে ডিএমপি কমিশনার মো. শফিকুল ইসলাম বলেন, ‘আপনাদের কারও সন্তান কিংবা ছাত্র হঠাৎ করে বাড়ি থেকে চলে গেলে তার বিষয়ে দ্রুত পুলিশকে অবহিত করুন।’    

 মো. শফিকুল ইসলাম আরও বলেন, ‘এই ঢেউ উপমহাদেশসহ সব দেশেই লাগবে। তাই এ ব্যাপারে অভিভাবক ও কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষকসহ প্রত্যেকের সহযোগিতা করা উচিত।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিএসএমএমইউতে হেনস্তার ঘটনা নিয়ে যা বললেন প্রাণ গোপালের মেয়ে ডা. অনিন্দিতা

বান্ডিল বান্ডিল টাকা ছেড়ে আমার জামাইকে নিয়ে আসব: গ্রেপ্তার ছোট সাজ্জাদের স্ত্রী

একই মাঠে সকালে শ্রীলঙ্কাকে, বিকেলে পাকিস্তানকে হারাল নিউজিল্যান্ড

স্বাধীনতা দিবসে এবার কুচকাওয়াজ হচ্ছে না

থমথমে খামারবাড়ি: সড়ক অবরোধ করে চলছে অবস্থান কর্মসূচি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত