Ajker Patrika

ফসলি জমি থেকে মাটি কাটায় ৩ ব্যক্তির জেল-জরিমানা

ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৪, ১৩: ২৪
ফসলি জমি থেকে মাটি কাটায় ৩ ব্যক্তির জেল-জরিমানা

মানিকগঞ্জের দৌলতপুরে ফসলি জমি থেকে অবৈধভাবে মাটি তোলার দায়ে ভেকুমালিককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং মাটি বহনকারী দুই ট্রাকচালককে ৬০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার উপজেলার কলিয়া ইউনিয়নের পাঁচকলিয়া গ্রামে এই অভিযান চালানো হয়। 

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম ফয়েজ উদ্দিন। অভিযানে সহায়তা করেন উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা, পুলিশ ও আনসার সদস্যরা। 

সাজা দেওয়া ব্যক্তিরা হলেন ভেকুমালিক মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার বিল কালিদহ গ্রামের নজরুল ইসলাম, কলিয়া গ্রামের রাব্বি হাসান এবং আগ কলিয়া গ্রামের সাদ্দাম হোসেন।

এ বিষয়ে সহকারী কমিশনার ফয়েজ উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, কয়েক ব্যক্তি বেশ কিছুদিন ধরে অবৈধভাবে ফসলি জমি থেকে মাটি কেটে উত্তোলন করে আসছেন। তাতে ফসলি জমি বিনষ্ট হচ্ছে। তাই অবৈধভাবে মাটি উত্তোলন, পরিবহনসহ বিভিন্ন অপরাধে এক ভেকুমালিককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং লাইসেন্স ও রুট পারমিট ছাড়া গাড়ি চালানোর অপরাধে দুজন ট্রলিচালককে সড়ক পরিবহন আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। 

এস এম ফয়েজ উদ্দিন বলেন, জনস্বার্থে কৃষিজমি রক্ষায় ভবিষ্যতেও এ ধরনের অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত