Ajker Patrika

গোপালগঞ্জ-৩: আ.লীগ সভাপতি শেখ হাসিনার প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের ৪ জনের মনোনয়নপত্র বৈধ

গোপালগঞ্জ প্রতিনিধি
আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৩, ১৫: ১৪
গোপালগঞ্জ-৩: আ.লীগ সভাপতি শেখ হাসিনার প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের ৪ জনের মনোনয়নপত্র বৈধ

গোপালগঞ্জ-৩ আসনে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাসহ ৫ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। আজ সোমবার যাচাই-বাছাই শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার কাজী মাহবুবুল আলম বৈধ ৫ জন ও বাতিল ৩ জনের নাম ঘোষণা করেন। 

মনোনয়নপত্র বৈধের তালিকায় থাকা অন্যরা হলেন গণফ্রন্টের সৈয়দা লিমা হাসান, বাংলাদেশ সুপ্রীম পার্টির এম নিজাম উদ্দিন লস্কর, এনপিপির শেখ আবুল কালাম এবং জাকের পার্টির মাহাবুর মোল্যা। 

হলফনামায় মামলা সম্পর্কিত তথ্য গোপন ও বিদ্যুৎ বিল বকেয়া থাকার কারণে বাতিল ঘোষণা করা হয়েছে বাংলাদেশ কংগ্রেস মনোনীত মো. সাহিদুল ইসলাম মিটুর মনোনয়নপত্র। আর আয়কর রিটার্ন ও দলীয় মনোনয়ন না থাকায় মনোনয়নপত্র বাতিল হয়েছে জাতীয় পার্টির শিশির চৌধুরীর। এ ছাড়া সমর্থন যাচাইয়ের তালিকা সঠিক না থাকায় বাদ পড়েছেন স্বতন্ত্র প্রার্থী মো. কামাল হোসেন। 

জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে যাচাই-বাছাইয়ে প্রধানমন্ত্রীর পক্ষে তাঁর এপিএস ২ গাজী হাফিজুর রহমান লিকু, জেলা আওয়ামী লীগ সভাপতি মাহবুব আলী খান, সাধারণ সম্পাদক জি এম শাহাব উদ্দিন আজম, প্রধামন্ত্রীর নির্বাচনী এলাকার উন্নয়ন প্রতিনিধি শহীদ উল্লা খন্দকার এবং মনোনয়নপত্র দাখিল করা ৭ প্রার্থীসহ নির্বাচনসংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত