Ajker Patrika

নিজের এলাকায় সব প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার ব্যাখ্যা দিলেন মন্ত্রী তাজুল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৯ ডিসেম্বর ২০২১, ১৬: ৫২
নিজের এলাকায় সব প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার ব্যাখ্যা দিলেন মন্ত্রী তাজুল

সম্প্রতি ইউনিয়ন পরিষদ নির্বাচনে কুমিল্লার লাকসাম উপজেলায় আওয়ামী লীগের সব চেয়ারম্যান পদপ্রার্থী বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এ ঘটনার ব্যাখ্যায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী তাজুল ইসলাম বললেন, সেটি তাঁর নির্বাচনী এলাকা। ওই এলাকার মানুষ তাঁকে খুব পছন্দ করেন। তাই তাঁর দেওয়া প্রার্থীদের বিরুদ্ধে কেউ প্রতিদ্বন্দ্বিতা করেননি।

আজ রোববার কৃষিবিদ ইনিস্টিটিউশন বাংলাদেশে গভর্নেন্স অ্যাডভোকেসি ফোরাম আয়োজিত কার্যকর স্থানীয় সরকার জাতীয় কনভেনশনে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন।

চলমান স্থানীয় সরকার নির্বাচনে সহিংসতা ও নানা অনিয়মের অভিযোগ প্রসঙ্গে স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম বলেছেন, ‘গণতন্ত্র শতভাগ ত্রুটিহীন শাসনব্যবস্থা নয়। গণতন্ত্রে কিছু ত্রুটি থাকবেই।’

নিজ নির্বাচনী এলাকায় (কুমিল্লার লাকসাম উপজেলা) সব চেয়ারম্যান পদপ্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হওয়া প্রসঙ্গে মন্ত্রী তাজুল ইসলাম বলেন, ‘আমি চেয়েছিলাম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হোক। কিন্তু বিএনপি নির্বাচনে না আসায় সেটা হয়নি। সেখানের লোকেরা আমাকে খুব পছন্দ করে, তাঁদেরও আমি পছন্দ করি। এ কারণে আমার দেওয়া প্রার্থীর বিরুদ্ধে কেউ প্রতিদ্বন্দ্বিতা করেনি।’

গভর্নেন্স অ্যাডভোকেসি ফোরামের সভাপতি অর্থনীতিবিদ ড. খলীকুজ্জমানের সভাপতিত্বে কনভেনশনে গবেষণা প্রতিবেদন উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোবাশ্বের মোমেন। এ ছাড়া বক্তব্য রাখেন মানুষের জন্য ফাউন্ডেশনের সিনিয়র কো-অর্ডিনেটর জিয়াউল করিম, ওয়েভ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মহসিন আলী, বাংলাদেশ উপজেলা পরিষদ অ্যাসোসিয়েশনের সভাপতি হারুন অর রশীদ হাওলাদার, সাংসদ আরমা দত্ত প্রমুখ।

মন্ত্রী তাজুল ইসলাম তাঁর বক্তব্যে বলেন, ‘যে শাসনব্যবস্থায় সব ঠিক থাকে, সেটা তো স্বৈরতন্ত্র। সঠিক মানের গণতন্ত্র অর্জন করতে আমাদের আরও সময় লাগবে। আমার মনে হয়, আমরা যদি আমাদের দুর্বলতাগুলো বের করতে পারি এবং সম্ভাবনাগুলো কাজে লাগাতে পারি, তাহলে সব ঠিক হয়ে যাবে।’

সভাপতির বক্তব্যে ড. খলীকুজ্জমান বলেন, ‘কার্যকর স্থানীয় সরকার নিশ্চিত করতে হলে জবাবদিহির বিকল্প নেই।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

বৃদ্ধের চার বিয়ে, থানায় স্বরাষ্ট্র উপদেষ্টার জেরার মুখে হাসির রোল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত