Ajker Patrika

শ্রীপুরে শ্বশুরবাড়ির কাঁঠালবাগান থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

আপডেট : ০৮ মে ২০২৪, ১২: ২৪
শ্রীপুরে শ্বশুরবাড়ির কাঁঠালবাগান থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

গাজীপুরের শ্রীপুরে মো. আকিবুল হাসান নামে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার সকালে শ্রীপুর পৌরসভার বেড়াইদেরচালা গ্রামের ইদ্রিস আলীর কাঁঠালবাগান থেকে মরদেহটি উদ্ধার করেছে শ্রীপুর থানার পুলিশ। শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) হেলান উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন। 

নিহত মো. আকিবুল হাসান (৩২) জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার ভাতার গ্রামের জাফর শেখের ছেলে। তিনি বেড়াইদেরচালা গ্রামের ইদ্রিস আলীর মেয়ে শিরিনার স্বামী। কয়েক বছর ধরে শ্বশুরবাড়িতে থাকতেন আকিবুল। 


নিহতের স্ত্রী শিরিনা আক্তার বলেন, ‘গতকাল রাত ১২টার পর কোনো এক সময় আমার স্বামী ঘর থেকে বের হয়ে বাড়ির পাশের কাঁঠালবাগানে গিয়ে গলায় রশি লাগিয়ে আত্মহত্যা করে। গত রাতে ঋণের টাকা নিয়ে সামান্য কথা-কাটাকাটি হয়। এ জন্য আমার স্বামী আত্মহত্যা করছে বলে আমার ধারণা। আজ ভোরে স্থানীয়রা ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে আমাদের খবর দেয়।’ 

শ্রীপুর থানার উপপরিদর্শক হেলান উদ্দিন বলেন, ঋণগ্রস্ত হয়ে পারিবারিক চাপে ছিলেন নিহত ব্যক্তি। নিহতের স্বজনেরা জানিয়েছেন, ঋণের চাপে সব সময় অশান্তি করতেন। এ নিয়ে সব সময় পারিবারিক সমস্যা হতো।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত