Ajker Patrika

এ বি সিদ্দিকের মামলায় খালাস পেলেন তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২০ অক্টোবর ২০২৪, ১৯: ৫৪
এ বি সিদ্দিকের মামলায় খালাস পেলেন তারেক রহমান

পাঁচ বছর আগে বাংলাদেশ জননেত্রী পরিষদের সভাপতি এ বি সিদ্দিকের করা মানহানির মামলায় খালাস পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ পাঁচজন। আজ রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আরাফাতুল রাকিব তাঁদের খালাসের এই আদেশ দেন। 

অন্য যাঁদের খালাস দেওয়া হয়েছে তাঁরা হলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, গয়েশ্বর চন্দ্র রায় এবং জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।  

তারেক রহমানের আইনজীবী সৈয়দ জয়নাল আবেদীন মেজবাহ এ তথ্য জানিয়েছেন। তিনি জানান দীর্ঘদিন বাদী আদালতে হাজির না হওয়ায় খালাস দেওয়া হয়েছে। 

আদালত সূত্রে জানা গেছে, আজ এ মামলার সাক্ষ্য গ্রহণের জন্য ধার্য ছিল। তবে দীর্ঘদিন কোনো সাক্ষী আসেনি। এ জন্য আসামিপক্ষে মামলাটি নিষ্পত্তির জন্য আবেদন করা হয়। আদালত আবেদন মঞ্জুর করে অভিযুক্তদের খালাস দেন। 

এর আগে ২০১৯ সালের ৫ আগস্ট বাংলাদেশ জননেত্রী পরিষদের সভাপতি এ বি সিদ্দিক বাদী হয়ে মামলাটি দায়ের করেন। 

২০১৯ সালে লন্ডনের একটি আলোচনা সভায় আওয়ামী লীগের সমালোচনা করায় ঢাকার আদালতে এই মামলাটি করেন এ বি সিদ্দিক।

এর আগে গত ২১ আগস্ট নোয়াখালীর একটি রাষ্ট্রদ্রোহের মামলায়, ২৭ আগস্ট গোপালগঞ্জের একটি মানহানির মামলায়, ৭ সেপ্টেম্বর মাদারীপুরে দায়ের করা একটি মানহানির মামলায় এবং ১৯ সেপ্টেম্বর হবিগঞ্জের একটি মানহানি মামলা খালাস পান তারেক রহমান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আগামী ১১ দিন নৈরাজ্যের আশঙ্কা, ঠেকাতে এসপিদের এসবির চিঠি

টেলিগ্রামে সংগঠিত হচ্ছে আ.লীগ, হাসিনার সঙ্গে কথা বলতে টাকা নিচ্ছেন ওবায়দুল কাদের

চাঁদাবাজদের কথিত তালিকা নিয়ে রাজশাহীতে তোলপাড়, বিএনপি-জামায়াত নেতাদের নাম

প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি বিজ্ঞপ্তি কাল, পরীক্ষা তিন ইউনিটে

ম্যানহোলে পড়ে নারী নিখোঁজ: ‘‎মব’ তৈরি করে হামলার চেষ্টা, উদ্ধার কার্যক্রম বন্ধ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত