Ajker Patrika

টাঙ্গাইলে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
আপডেট : ১৫ জুলাই ২০২৪, ১০: ৫২
টাঙ্গাইলে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের

টাঙ্গাইলের সখীপুরে মোটরসাইকেলের ধাক্কায় সানোয়ার হোসেন (৬০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। গতকাল রোববার সন্ধ্যায় ঢাকা-সখীপুর আঞ্চলিক মহাসড়কের প্রতিমা বংকী গ্রামীণ ব্যাংকের সামনে এ দুর্ঘটনা ঘটে। রাত ১০টার দিকে উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইলে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। সখীপুর থানার উপপরিদর্শক (এসআই) মোশারফ হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

নিহত সানোয়ার হোসেন সখীপুরের মৃত বছির উদ্দিনের ছেলে। 

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বৃদ্ধ সানোয়ার হোসেন মাগরিবের নামাজ পড়ার জন্য বাড়ি থেকে বের হয়েছিলেন। হেঁটে গ্রামীণ ব্যাংকের সামনে পৌঁছালে দ্রুতগতির একটি মোটরসাইকেল তাঁকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হলে তাঁকে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় দায়িত্বরত চিকিৎসকেরা আহত সানোয়ার হোসেনকে দ্রুত টাঙ্গাইলের শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। পরে রাত ১০টার দিকে টাঙ্গাইল নেওয়ার পথে তিনি মারা যান। 

সখীপুর থানার উপপরিদর্শক মোশারফ হোসেন আজকের পত্রিকাকে বলেন, দুর্ঘটনাকবলিত ব্যক্তিকে চিকিৎসার জন্য টাঙ্গাইলে নেওয়ার পথে রাত ১০টার দিকে বেড়বাড়ী এলাকায় পৌঁছালে তিনি মারা যান। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহটি হস্তান্তর করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত