ঢামেক প্রতিবেদক
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত রোগীদের দেখতে ঢাকা মেডিকেলে আসেন সদ্য নিয়োগ পাওয়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।
আজ রোববার বিকেল পৌনে ৫টার দিকে আহত রোগীদের দেখতে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে আসেন তিনি।
রোগীদের দেখে বেরিয়ে যাওয়ার সময় তাজুল ইসলাস সাংবাদিকদের বলেন, ‘আমাদের প্রথম চ্যালেঞ্জ হলো গণহত্যার যে অভিযোগ, সেই অভিযোগের স্বপক্ষে যে তথ্যপ্রমাণ আছে, এগুলোকে সংরক্ষণ করা। সবকিছু কালেক্ট করে মামলা উপযুক্ত করা। সেই কাজটা আনুষ্ঠানিকভাবে আজ শুরু করলাম।’
তিনি বলেন, ‘আমাদের একটা তদন্ত সংস্থা আছে, এত দিন এটার ফাংশন ছিল না। আমরা যেহেতু আজকে নিয়োগপ্রাপ্ত হয়েছি, আমরা প্রথমেই শুরু করেছি ঢাকা মেডিকেলে গিয়ে। এইখানে আসলে যারা অবশিষ্ট চিকিৎসাধীন আছেন, তাঁদের কী অবস্থা! এখনো যাঁরা চিকিৎসাধীন আছেন, তাঁদের অবস্থা কতটা ভয়াবহ, প্রায় সবারই গুলি লেগেছে। ভাগ্যক্রমে তাঁরা বেঁচে গেছেন। এর মধ্যে একটি শিশু আছে। যার দুই পায়ে গুলি লেগেছে। দুটি পায়ে গোশত উঠে গেছে। একটা রাষ্ট্রের বাহিনী এ রকম ছোট বাচ্চার ওপর গুলি করতে পারে! এটা চোখে না দেখলে বিশ্বাস করা কঠিন। সেই অপরাধ বাংলাদেশে হয়েছে। যদিও আমাদের সবুজ শ্যামল বাংলাদেশ, মায়া ভরা বাংলাদেশ।’
তাজুল ইসলাম বলেন, ‘আমাদের এই সরকার এবং সেই সময় যারা অপরাধের সঙ্গে সম্পৃক্ত তারা এটা করেছে। তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। আমরা দেখলাম তাদের অবস্থা, তাদের বক্তব্য শুনলাম। কীভাবে ঘটনাগুলো ঘটেছে। কতটুকু ক্ষতি হয়েছে, কীভাবে গুলি লেগেছে। কারা গুলি করছে, সেই কাজটা আমরা শুরু করেছি। এটা চলতে থাকবে। দেশবাসীর কাছে অনুরোধ, যারা আন্দোলনের সময় পুলিশের দ্বারা অথবা রাষ্ট্রের দ্বারা গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছে। আবার যাঁরা শহীদ হয়েছেন, সবাই আমাদের তদন্ত সংস্থাকে তথ্যপ্রমাণ দিয়ে সহযোগিতা করবেন। বাংলাদেশে যাতে সুষ্ঠু বিচার করতে পারি।’
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত রোগীদের দেখতে ঢাকা মেডিকেলে আসেন সদ্য নিয়োগ পাওয়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।
আজ রোববার বিকেল পৌনে ৫টার দিকে আহত রোগীদের দেখতে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে আসেন তিনি।
রোগীদের দেখে বেরিয়ে যাওয়ার সময় তাজুল ইসলাস সাংবাদিকদের বলেন, ‘আমাদের প্রথম চ্যালেঞ্জ হলো গণহত্যার যে অভিযোগ, সেই অভিযোগের স্বপক্ষে যে তথ্যপ্রমাণ আছে, এগুলোকে সংরক্ষণ করা। সবকিছু কালেক্ট করে মামলা উপযুক্ত করা। সেই কাজটা আনুষ্ঠানিকভাবে আজ শুরু করলাম।’
তিনি বলেন, ‘আমাদের একটা তদন্ত সংস্থা আছে, এত দিন এটার ফাংশন ছিল না। আমরা যেহেতু আজকে নিয়োগপ্রাপ্ত হয়েছি, আমরা প্রথমেই শুরু করেছি ঢাকা মেডিকেলে গিয়ে। এইখানে আসলে যারা অবশিষ্ট চিকিৎসাধীন আছেন, তাঁদের কী অবস্থা! এখনো যাঁরা চিকিৎসাধীন আছেন, তাঁদের অবস্থা কতটা ভয়াবহ, প্রায় সবারই গুলি লেগেছে। ভাগ্যক্রমে তাঁরা বেঁচে গেছেন। এর মধ্যে একটি শিশু আছে। যার দুই পায়ে গুলি লেগেছে। দুটি পায়ে গোশত উঠে গেছে। একটা রাষ্ট্রের বাহিনী এ রকম ছোট বাচ্চার ওপর গুলি করতে পারে! এটা চোখে না দেখলে বিশ্বাস করা কঠিন। সেই অপরাধ বাংলাদেশে হয়েছে। যদিও আমাদের সবুজ শ্যামল বাংলাদেশ, মায়া ভরা বাংলাদেশ।’
তাজুল ইসলাম বলেন, ‘আমাদের এই সরকার এবং সেই সময় যারা অপরাধের সঙ্গে সম্পৃক্ত তারা এটা করেছে। তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। আমরা দেখলাম তাদের অবস্থা, তাদের বক্তব্য শুনলাম। কীভাবে ঘটনাগুলো ঘটেছে। কতটুকু ক্ষতি হয়েছে, কীভাবে গুলি লেগেছে। কারা গুলি করছে, সেই কাজটা আমরা শুরু করেছি। এটা চলতে থাকবে। দেশবাসীর কাছে অনুরোধ, যারা আন্দোলনের সময় পুলিশের দ্বারা অথবা রাষ্ট্রের দ্বারা গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছে। আবার যাঁরা শহীদ হয়েছেন, সবাই আমাদের তদন্ত সংস্থাকে তথ্যপ্রমাণ দিয়ে সহযোগিতা করবেন। বাংলাদেশে যাতে সুষ্ঠু বিচার করতে পারি।’
মাদারীপুরের ডাসারে হাত-পা বাঁধা অবস্থায় আজিজুল হাওলাদার (৬০) নামের এক চায়ের দোকানির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার (১ ফেব্রুয়ারি) সকালে উপজেলার ধামুসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
১১ মিনিট আগেঘন কুয়াশার কারণে প্রায় ১১ ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া এবং আরিচা-কাজিরহাট নৌপথে ফেরি চলাচল শুরু হয়েছে। দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় দুই পথের উভয় প্রান্তে আটকা পড়ে অ্যাম্বুলেন্স, ব্যক্তিগত গাড়ি, যাত্রীবাহী বাসসহ দুই শতাধিক পণ্যবাহী ট্রাক।
৩৭ মিনিট আগেরংপুরে ঘন কুয়াশার কারণে সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একই স্থানে একে একে ছয়টি পরিবহন দুর্ঘটনার কবলে পড়েছে। এতে প্রাণহানির কোনো ঘটনা না ঘটলেও অন্তত ২৫ জন আহত হয়েছেন। দুর্ঘটনাকবলিত পরিবহনগুলোর মধ্যে তিনটি যাত্রীবাহী বাসসহ ট্রাক, পিকআপ ও কাভার্ডভ্যান রয়েছে। গাড়িগুলো ঘটনাস্থল থেকে সরিয়ে নেওয়ার কাজ চলছে...
৩৮ মিনিট আগেচট্টগ্রামের বিভিন্ন স্থান থেকে বাসে-ট্রাকে করে মানুষ মাহফিলে আসতে থাকে। বিকেল ৪টা নাগাদ প্যারেড ময়দানের আশপাশের রাস্তাঘাট লোকারণ্য হয়ে যায়, বন্ধ হয়ে যায় যান চলাচল। প্যারেড ময়দানসংলগ্ন চকবাজার তেলিপট্টি মোড় থেকে এক্সেস রোড, অলিখাঁ মোড় থেকে গণি বেকারির মোড় পর্যন্ত যানচলাচল সীমিত হয়ে পড়ে।
১ ঘণ্টা আগে