ঢামেক প্রতিবেদক
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত রোগীদের দেখতে ঢাকা মেডিকেলে আসেন সদ্য নিয়োগ পাওয়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।
আজ রোববার বিকেল পৌনে ৫টার দিকে আহত রোগীদের দেখতে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে আসেন তিনি।
রোগীদের দেখে বেরিয়ে যাওয়ার সময় তাজুল ইসলাস সাংবাদিকদের বলেন, ‘আমাদের প্রথম চ্যালেঞ্জ হলো গণহত্যার যে অভিযোগ, সেই অভিযোগের স্বপক্ষে যে তথ্যপ্রমাণ আছে, এগুলোকে সংরক্ষণ করা। সবকিছু কালেক্ট করে মামলা উপযুক্ত করা। সেই কাজটা আনুষ্ঠানিকভাবে আজ শুরু করলাম।’
তিনি বলেন, ‘আমাদের একটা তদন্ত সংস্থা আছে, এত দিন এটার ফাংশন ছিল না। আমরা যেহেতু আজকে নিয়োগপ্রাপ্ত হয়েছি, আমরা প্রথমেই শুরু করেছি ঢাকা মেডিকেলে গিয়ে। এইখানে আসলে যারা অবশিষ্ট চিকিৎসাধীন আছেন, তাঁদের কী অবস্থা! এখনো যাঁরা চিকিৎসাধীন আছেন, তাঁদের অবস্থা কতটা ভয়াবহ, প্রায় সবারই গুলি লেগেছে। ভাগ্যক্রমে তাঁরা বেঁচে গেছেন। এর মধ্যে একটি শিশু আছে। যার দুই পায়ে গুলি লেগেছে। দুটি পায়ে গোশত উঠে গেছে। একটা রাষ্ট্রের বাহিনী এ রকম ছোট বাচ্চার ওপর গুলি করতে পারে! এটা চোখে না দেখলে বিশ্বাস করা কঠিন। সেই অপরাধ বাংলাদেশে হয়েছে। যদিও আমাদের সবুজ শ্যামল বাংলাদেশ, মায়া ভরা বাংলাদেশ।’
তাজুল ইসলাম বলেন, ‘আমাদের এই সরকার এবং সেই সময় যারা অপরাধের সঙ্গে সম্পৃক্ত তারা এটা করেছে। তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। আমরা দেখলাম তাদের অবস্থা, তাদের বক্তব্য শুনলাম। কীভাবে ঘটনাগুলো ঘটেছে। কতটুকু ক্ষতি হয়েছে, কীভাবে গুলি লেগেছে। কারা গুলি করছে, সেই কাজটা আমরা শুরু করেছি। এটা চলতে থাকবে। দেশবাসীর কাছে অনুরোধ, যারা আন্দোলনের সময় পুলিশের দ্বারা অথবা রাষ্ট্রের দ্বারা গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছে। আবার যাঁরা শহীদ হয়েছেন, সবাই আমাদের তদন্ত সংস্থাকে তথ্যপ্রমাণ দিয়ে সহযোগিতা করবেন। বাংলাদেশে যাতে সুষ্ঠু বিচার করতে পারি।’
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত রোগীদের দেখতে ঢাকা মেডিকেলে আসেন সদ্য নিয়োগ পাওয়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।
আজ রোববার বিকেল পৌনে ৫টার দিকে আহত রোগীদের দেখতে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে আসেন তিনি।
রোগীদের দেখে বেরিয়ে যাওয়ার সময় তাজুল ইসলাস সাংবাদিকদের বলেন, ‘আমাদের প্রথম চ্যালেঞ্জ হলো গণহত্যার যে অভিযোগ, সেই অভিযোগের স্বপক্ষে যে তথ্যপ্রমাণ আছে, এগুলোকে সংরক্ষণ করা। সবকিছু কালেক্ট করে মামলা উপযুক্ত করা। সেই কাজটা আনুষ্ঠানিকভাবে আজ শুরু করলাম।’
তিনি বলেন, ‘আমাদের একটা তদন্ত সংস্থা আছে, এত দিন এটার ফাংশন ছিল না। আমরা যেহেতু আজকে নিয়োগপ্রাপ্ত হয়েছি, আমরা প্রথমেই শুরু করেছি ঢাকা মেডিকেলে গিয়ে। এইখানে আসলে যারা অবশিষ্ট চিকিৎসাধীন আছেন, তাঁদের কী অবস্থা! এখনো যাঁরা চিকিৎসাধীন আছেন, তাঁদের অবস্থা কতটা ভয়াবহ, প্রায় সবারই গুলি লেগেছে। ভাগ্যক্রমে তাঁরা বেঁচে গেছেন। এর মধ্যে একটি শিশু আছে। যার দুই পায়ে গুলি লেগেছে। দুটি পায়ে গোশত উঠে গেছে। একটা রাষ্ট্রের বাহিনী এ রকম ছোট বাচ্চার ওপর গুলি করতে পারে! এটা চোখে না দেখলে বিশ্বাস করা কঠিন। সেই অপরাধ বাংলাদেশে হয়েছে। যদিও আমাদের সবুজ শ্যামল বাংলাদেশ, মায়া ভরা বাংলাদেশ।’
তাজুল ইসলাম বলেন, ‘আমাদের এই সরকার এবং সেই সময় যারা অপরাধের সঙ্গে সম্পৃক্ত তারা এটা করেছে। তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। আমরা দেখলাম তাদের অবস্থা, তাদের বক্তব্য শুনলাম। কীভাবে ঘটনাগুলো ঘটেছে। কতটুকু ক্ষতি হয়েছে, কীভাবে গুলি লেগেছে। কারা গুলি করছে, সেই কাজটা আমরা শুরু করেছি। এটা চলতে থাকবে। দেশবাসীর কাছে অনুরোধ, যারা আন্দোলনের সময় পুলিশের দ্বারা অথবা রাষ্ট্রের দ্বারা গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছে। আবার যাঁরা শহীদ হয়েছেন, সবাই আমাদের তদন্ত সংস্থাকে তথ্যপ্রমাণ দিয়ে সহযোগিতা করবেন। বাংলাদেশে যাতে সুষ্ঠু বিচার করতে পারি।’
এক ভাই এক বোনের মধ্যে পারভেজ ছিল বড়। প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী ছিল পারভেজ। পারভেজ কাফরুলে কাজিপাড়া আলহেরা হাসপাতালের পাশে একটি মেসে থাকত। ছোট বোন ঢাকার মাইলস্টোনে পড়াশোনা করে। বাবা জসিম উদ্দিন কুয়েত প্রবাসী। মা পারভীন আক্তার গৃহিণী। তাদের গ্রামে
৫ মিনিট আগেখ্রিষ্টান সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ইস্টার সানডে আজ রোববার। দিনটি খ্রিষ্ট ধর্মের প্রবর্তক যিশুখ্রিষ্টের পুনরুত্থান দিবস হিসেবে পালন করেন খ্রিষ্ট ধর্মাবলম্বীরা। তাঁদের মতে দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, সংবেদনশীল এবং আনন্দের।
৮ মিনিট আগেচাঁদপুর সদর উপজেলায় বহরিয়া বাজারে অগ্নিকাণ্ডে ১১টি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে গেছে। এ ঘটনায় কেউ হতাহত হননি। গতকাল শনিবার মধ্যরাতে লক্ষ্মীপুর মডেল ইউনিয়নে এই ঘটনা ঘটে। চাঁদপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক সৈয়দ মুহাম্মদ মোরশেদ হোসেন অগ্নিকাণ্ডের তথ্য নিশ্চিত করেছেন।
১৪ মিনিট আগেরাজশাহীর চারঘাটে চোলাই মদপানে দুজনের মৃত্যুর পর ওই এলাকায় অভিযান চালিয়েছে র্যাব। এ সময় ১ হাজার ৪২০ লিটার চোলাই মদসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।
১৫ মিনিট আগে