ঢাবি প্রতিনিধি
সরকারি চাকরিতে প্রবেশে কোটা নিয়ে ২০১৮ সালের পরিপত্র পুনর্বহালের দাবিতে আন্দোলনকারীরা দেড় ঘণ্টা পর শাহবাগ ছেড়েছেন। আগামীকাল বৃহস্পতিবার নতুন কর্মসূচির ঘোষণা দিয়ে অবরোধ তুলে নেন তাঁরা।
আজ বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে শাহবাগ মোড় ছেড়ে যাওয়ার সময় আগামীকালের কর্মসূচি ঘোষণা করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম। নাহিদ বলেন, ‘আগামীকাল হাইকোর্টের রায় রয়েছে। আমরা মনে করি সেটা সাধারণ শিক্ষার্থীদের পক্ষে যাবে। আগামীকাল বেলা ১১টা থেকে কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকে আমরা আবারও অবস্থান কর্মসূচি শুরু করব। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা মাঠ ছেড়ে যাব না।’
এর আগে দ্বিতীয় দিনের মতো আজ বুধবার বেলা ৩টা ৪৫ মিনিটের দিকে রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীরা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে অবস্থান নেন তাঁরা।
শিক্ষার্থীদের অবস্থানের কারণে সে সময় সায়েন্স ল্যাব, মিরপুর সড়ক, মতিঝিলের দিকে যাওয়ার রাস্তা বন্ধ হয়ে যায়। যান চলাচল বন্ধ থাকায় যাত্রীদের অনেকেই হেঁটে গন্তব্যস্থলের দিকে রওনা হয়।
অবস্থানকালে শিক্ষার্থীরা ‘সংবিধানের/মুক্তিযুদ্ধের মূলকথা, সুযোগের সমতা’, ‘সারা বাংলায় খবর দে, কোটা প্রথার কবর দে’, ‘আঠারোর হাতিয়ার, গর্জে উঠুর আরেকবার’, ‘জেগেছে রে জেগেছে, ছাত্রসমাজ জেগেছে’, ‘লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে’, ‘কোটা প্রথা, বাতিল চাই বাতিল চাই’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন।
সে সময় দলনিরপেক্ষ ছাত্রসংগঠন গণতান্ত্রিক ছাত্রশক্তির সদস্যসচিব ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সংগঠক নাহিদ ইসলাম বলেন, ‘আমরা বারবার বলে এসেছি, মুক্তিযোদ্ধা কোটার বিরুদ্ধে আমাদের আন্দোলন নয়। মুক্তিযোদ্ধাদের প্রতি আমাদের সম্মান রয়েছে। আমাদের আন্দোলন সব প্রকার অযৌক্তিক কোটার বিরুদ্ধে।’
শাহবাগ মোড়ে শিক্ষার্থীদের অবস্থান ও যানজট নিয়ে নিয়ে জানতে চাইলে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাজিরুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘যানজট তেমন হয়নি। শিক্ষার্থীদের আন্দোলনের আগে থেকে ডাইভারশন দিয়ে রাখা ছিল। আমরা বিকল্পব্যবস্থায় বাসগুলো যাওয়ার রাস্তা তৈরি করেছি, কাঁটাবন মোড় থেকে মৎস্য ভবনগামী রোডে অল্প জ্যাম ছিল। তবে সেটা বেশিক্ষণ স্থায়ী হয়নি।’
সরকারি চাকরিতে প্রবেশে কোটা নিয়ে ২০১৮ সালের পরিপত্র পুনর্বহালের দাবিতে আন্দোলনকারীরা দেড় ঘণ্টা পর শাহবাগ ছেড়েছেন। আগামীকাল বৃহস্পতিবার নতুন কর্মসূচির ঘোষণা দিয়ে অবরোধ তুলে নেন তাঁরা।
আজ বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে শাহবাগ মোড় ছেড়ে যাওয়ার সময় আগামীকালের কর্মসূচি ঘোষণা করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম। নাহিদ বলেন, ‘আগামীকাল হাইকোর্টের রায় রয়েছে। আমরা মনে করি সেটা সাধারণ শিক্ষার্থীদের পক্ষে যাবে। আগামীকাল বেলা ১১টা থেকে কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকে আমরা আবারও অবস্থান কর্মসূচি শুরু করব। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা মাঠ ছেড়ে যাব না।’
এর আগে দ্বিতীয় দিনের মতো আজ বুধবার বেলা ৩টা ৪৫ মিনিটের দিকে রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীরা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে অবস্থান নেন তাঁরা।
শিক্ষার্থীদের অবস্থানের কারণে সে সময় সায়েন্স ল্যাব, মিরপুর সড়ক, মতিঝিলের দিকে যাওয়ার রাস্তা বন্ধ হয়ে যায়। যান চলাচল বন্ধ থাকায় যাত্রীদের অনেকেই হেঁটে গন্তব্যস্থলের দিকে রওনা হয়।
অবস্থানকালে শিক্ষার্থীরা ‘সংবিধানের/মুক্তিযুদ্ধের মূলকথা, সুযোগের সমতা’, ‘সারা বাংলায় খবর দে, কোটা প্রথার কবর দে’, ‘আঠারোর হাতিয়ার, গর্জে উঠুর আরেকবার’, ‘জেগেছে রে জেগেছে, ছাত্রসমাজ জেগেছে’, ‘লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে’, ‘কোটা প্রথা, বাতিল চাই বাতিল চাই’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন।
সে সময় দলনিরপেক্ষ ছাত্রসংগঠন গণতান্ত্রিক ছাত্রশক্তির সদস্যসচিব ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সংগঠক নাহিদ ইসলাম বলেন, ‘আমরা বারবার বলে এসেছি, মুক্তিযোদ্ধা কোটার বিরুদ্ধে আমাদের আন্দোলন নয়। মুক্তিযোদ্ধাদের প্রতি আমাদের সম্মান রয়েছে। আমাদের আন্দোলন সব প্রকার অযৌক্তিক কোটার বিরুদ্ধে।’
শাহবাগ মোড়ে শিক্ষার্থীদের অবস্থান ও যানজট নিয়ে নিয়ে জানতে চাইলে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাজিরুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘যানজট তেমন হয়নি। শিক্ষার্থীদের আন্দোলনের আগে থেকে ডাইভারশন দিয়ে রাখা ছিল। আমরা বিকল্পব্যবস্থায় বাসগুলো যাওয়ার রাস্তা তৈরি করেছি, কাঁটাবন মোড় থেকে মৎস্য ভবনগামী রোডে অল্প জ্যাম ছিল। তবে সেটা বেশিক্ষণ স্থায়ী হয়নি।’
নকশার ব্যত্যয় ঘটিয়ে ঢাকায় নির্মাণাধীন ৩ হাজার ৩৮২টি ভবনের অবৈধ অংশ চিহ্নিত করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। সেগুলো ভেঙে সঠিক জায়গায় নেওয়ার কাজও শুরু করা হয়েছে বলে জানিয়েছেন রাজউক চেয়ারম্যান মো. রিয়াজুল ইসলাম। আজ সোমবার রাজধানীর সেগুনবাগিচায় অবস্থিত ডিআরইউ মিলনায়তনে আয়োজিত ‘সমস্যার..
৫ মিনিট আগেবগুড়ার শেরপুরে একটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে তাঁর অফিস কক্ষে তালা ঝুলিয়ে দিয়েছেন স্থানীয়রা। ঘটনাটি ঘটেছে উপজেলার খামারকান্দি ইউনিয়নের রামেশ্বরপুর শামছুল উলুম বালিকা দাখিল মাদ্রাসায়।
১০ মিনিট আগেবৈষম্যবিরোধীদের কয়েকজন জুলাই-বিপ্লবের গ্রাফিতি মুছে ফেলা নিয়ে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, পৌর বিএনপির সাবেক সভাপতি মকলেছুর রহমান বাবলু ও সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টুকে নিয়ে উসকানিমূলক মন্তব্য করলে উত্তেজনার সৃষ্টি হয়।
১৪ মিনিট আগেখুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদকে অপসারণের এক দফা দাবিতে আমরণ অনশন শুরু করেছেন শিক্ষার্থীরা। আজ সোমবার বেলা সাড়ে ৩টা থেকে ছাত্রকল্যাণ কেন্দ্র চত্বরে শিক্ষার্থীরা অনশনে বসেন। তাঁদের অনশন থেকে সরে এসে আলোচনার মাধ্যমে সংকট সমাধানের আহ্বান জানাচ্ছেন
২৯ মিনিট আগে