প্রতিনিধি, মুন্সিগঞ্জ
এবার পদ্মা সেতুর স্প্যানে ফেরির ধাক্কা লেগেছে। এতে ফেরির মাস্তুল ভেঙে। এই ঘটনার সে দৃশ্য দেশের একাধিক গণমাধ্যমে এসেছে। তবে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলছেন, সেতুর স্প্যানে ফেরির মাস্তুলের ধাক্কা লাগার কথা নয়। কারণ নকশায় সে হিসাবেই উচ্চতা রাখা হয়েছে। তা ছাড়া কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করে আঘাতের কোনো চিহ্ন পাননি। এরপরও বিষয়টি তদন্ত করার জন্য নির্দেশ দিয়েছেন তিনি।
আজ মঙ্গলবার সকালে পদ্মা সেতুর স্প্যানে ফেরি বীর শ্রেষ্ঠ জাহাঙ্গীরের ধাক্কার ঘটনায় দুপুর সাড়ে ১২টার দিকে ঘটনাস্থল পরিদর্শনে যান সেতুমন্ত্রী। সেখানে সাংবাদিকদের সামনে কথা বলেন তিনি।
সেতুমন্ত্রী বলেন, পদ্মা সেতুর স্প্যানের সঙ্গে ফেরির ধাক্কার ঘটনার পর আমি নিজেও ছুটে এসেছি। সচিব, প্রকল্প পরিচালক, সেনা কর্মকর্তা এবং বিআইডব্লিউটিসি ও বিআইডব্লিউটিএ থেকে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তাঁরা কোনো প্রকার আঘাত বা আঘাতের কোনো প্রকার প্রভাব রয়েছে এমন কিছু পাননি। বিষয়টি আঘাত লেগেছে বলে দেখানো হয়েছে, তবে আমি এটা বলতে পারি যে ওখানে কোনো ড্যামেজ হয়নি।
মন্ত্রী আরও বলেন, এখানে বিষয়টি হচ্ছে, পানির লেভেল থেকে স্প্যানের উচ্চতা নকশায় ১৮ দশমিক ৩ মিটার রাখা হয়েছে। বৈশ্বিক উষ্ণতার বিষয় বিবেচনা করে শূন্য দশমিক ৫ মিটার বেশি রেখে উচ্চতা ১৮ দশমিক ৮ করা হয়েছে। এটি ধরা হয়েছে নদীর পানির লেভেল যখন সর্বোচ্চ ৭ দশমিক ৫ মিটার হবে। আর বর্তমানে পানির লেভেল ৬ মিটার।
ধাক্কার বিষয়ে তিনি আরও বলেন, এখানে বাস্তবে দৃশ্যমান কিছু পাওয়া যায়নি। এরপরও বিষয়টি যেহেতু ভিডিও হয়েছে টেলিভিশনে। এ বিষয়ে সাংবাদিকদের কেউ কেউ যে ভিডিওটি পেয়েছেন এবং সেখানে যা দেখা যাচ্ছে বাস্তবে কী হয়েছে, সবকিছু মিলিয়ে একটি পূর্ণাঙ্গ তদন্ত করা হবে। যত দ্রুত সম্ভব সংশ্লিষ্ট সবাইকে সেতু বিভাগ, সেনাবাহিনী, বিআইডব্লিউটিসি, বিআইডব্লিউটিএ যৌথভাবে ইনভেস্টিগেশন প্রক্রিয়াটা শেষ করুন। এই সেতু যেভাবে নির্মাণ করা হয়েছে যে ডিজাইন এসেছে তাতে সেতুর কোনো ক্ষতি হওয়ার কারণে নেই। তারপরও এখানে সমস্যাটা দেখতে হবে। কোনো প্রকার অন্তর্ঘাত রয়েছে কি-না সেটা খুঁজে বের করা দরকার। কোনো কিছুই হালকা ভাবে নিলে চলবে না।
সেতুমন্ত্রীর পরিদর্শনকালে পদ্মা সেতু সংশ্লিষ্টরাসহ বিআইডব্লিউটিসি ও বিআইডব্লিউটিএর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, আজ সকাল সাড়ে ৭টার দিকে পদ্মা সেতুর ২ ও ৩ নং পিয়ারের মাঝখানের ‘ওয়ান বি’ স্প্যানে ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীরের ফ্ল্যাগ স্ট্যান্ডের ধাক্কা লাগে। সকাল সাড়ে ৭টার দিকে শিমুলিয়া ঘাট থেকে রওনা হয়ে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে যাওয়ার সময় মুন্সিগঞ্জের মাওয়ায় এ ঘটনা ঘটে। তবে দুর্ঘটনার সময় ফেরিতে কোনো যাত্রী বা যানবাহন ছিল না।
বিআইডব্লিউটিসি সূত্র জানিয়েছে, ফেরির ফ্ল্যাগ স্ট্যান্ড (পতাকা লাগানোর লোহার দণ্ড) হালকা ধাক্কা লাগে। এতে ফেরি বা সেতুর কোনো ক্ষতি হয়নি।
স্বপ্নের পদ্মা সেতু সম্পর্কে সবশেষ খবর পেতে - এখানে ক্লিক করুন
এ নিয়ে পঞ্চমবারের মতো পদ্মা সেতুতে ফেরির আঘাত লাগলো। ২০ জুলাই পদ্মাসেতুর ১৬ নম্বর পিলারের সঙ্গে ধাক্কা লেগে মুন্সিগঞ্জের শিমুলিয়া ও মাদারীপুরের বাংলাবাজার নৌপথের রো রো ফেরি শাহ মখদুমের তলা ফুটো হয়ে যায়। ২৩ জুলাই মাদারীপুরের বাংলাবাজার ঘাট থেকে ছেড়ে আসা রো রো ফেরি শাহ জালালের সঙ্গে পদ্মাসেতুর ১৭ নম্বর পিলারের ধাক্কা লেগে পাইল ক্যাপ ক্ষতিগ্রস্ত হয়। এরপর ৯ আগস্ট মাদারীপুরের বাংলাবাজার ঘাট থেকে ছেড়ে আসা মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটগামী রো রো ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীরের ধাক্কায় পদ্মাসেতুর ১০ নম্বর পিলারে। সর্বশেষ ১৩ জুলাই ১০ নং পিয়ারে ধাক্কা দেয় ফেরি কাকলি।
পদ্মা সেতু সম্পর্কিত আরও পড়ুন:
এবার পদ্মা সেতুর স্প্যানে ফেরির ধাক্কা লেগেছে। এতে ফেরির মাস্তুল ভেঙে। এই ঘটনার সে দৃশ্য দেশের একাধিক গণমাধ্যমে এসেছে। তবে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলছেন, সেতুর স্প্যানে ফেরির মাস্তুলের ধাক্কা লাগার কথা নয়। কারণ নকশায় সে হিসাবেই উচ্চতা রাখা হয়েছে। তা ছাড়া কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করে আঘাতের কোনো চিহ্ন পাননি। এরপরও বিষয়টি তদন্ত করার জন্য নির্দেশ দিয়েছেন তিনি।
আজ মঙ্গলবার সকালে পদ্মা সেতুর স্প্যানে ফেরি বীর শ্রেষ্ঠ জাহাঙ্গীরের ধাক্কার ঘটনায় দুপুর সাড়ে ১২টার দিকে ঘটনাস্থল পরিদর্শনে যান সেতুমন্ত্রী। সেখানে সাংবাদিকদের সামনে কথা বলেন তিনি।
সেতুমন্ত্রী বলেন, পদ্মা সেতুর স্প্যানের সঙ্গে ফেরির ধাক্কার ঘটনার পর আমি নিজেও ছুটে এসেছি। সচিব, প্রকল্প পরিচালক, সেনা কর্মকর্তা এবং বিআইডব্লিউটিসি ও বিআইডব্লিউটিএ থেকে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তাঁরা কোনো প্রকার আঘাত বা আঘাতের কোনো প্রকার প্রভাব রয়েছে এমন কিছু পাননি। বিষয়টি আঘাত লেগেছে বলে দেখানো হয়েছে, তবে আমি এটা বলতে পারি যে ওখানে কোনো ড্যামেজ হয়নি।
মন্ত্রী আরও বলেন, এখানে বিষয়টি হচ্ছে, পানির লেভেল থেকে স্প্যানের উচ্চতা নকশায় ১৮ দশমিক ৩ মিটার রাখা হয়েছে। বৈশ্বিক উষ্ণতার বিষয় বিবেচনা করে শূন্য দশমিক ৫ মিটার বেশি রেখে উচ্চতা ১৮ দশমিক ৮ করা হয়েছে। এটি ধরা হয়েছে নদীর পানির লেভেল যখন সর্বোচ্চ ৭ দশমিক ৫ মিটার হবে। আর বর্তমানে পানির লেভেল ৬ মিটার।
ধাক্কার বিষয়ে তিনি আরও বলেন, এখানে বাস্তবে দৃশ্যমান কিছু পাওয়া যায়নি। এরপরও বিষয়টি যেহেতু ভিডিও হয়েছে টেলিভিশনে। এ বিষয়ে সাংবাদিকদের কেউ কেউ যে ভিডিওটি পেয়েছেন এবং সেখানে যা দেখা যাচ্ছে বাস্তবে কী হয়েছে, সবকিছু মিলিয়ে একটি পূর্ণাঙ্গ তদন্ত করা হবে। যত দ্রুত সম্ভব সংশ্লিষ্ট সবাইকে সেতু বিভাগ, সেনাবাহিনী, বিআইডব্লিউটিসি, বিআইডব্লিউটিএ যৌথভাবে ইনভেস্টিগেশন প্রক্রিয়াটা শেষ করুন। এই সেতু যেভাবে নির্মাণ করা হয়েছে যে ডিজাইন এসেছে তাতে সেতুর কোনো ক্ষতি হওয়ার কারণে নেই। তারপরও এখানে সমস্যাটা দেখতে হবে। কোনো প্রকার অন্তর্ঘাত রয়েছে কি-না সেটা খুঁজে বের করা দরকার। কোনো কিছুই হালকা ভাবে নিলে চলবে না।
সেতুমন্ত্রীর পরিদর্শনকালে পদ্মা সেতু সংশ্লিষ্টরাসহ বিআইডব্লিউটিসি ও বিআইডব্লিউটিএর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, আজ সকাল সাড়ে ৭টার দিকে পদ্মা সেতুর ২ ও ৩ নং পিয়ারের মাঝখানের ‘ওয়ান বি’ স্প্যানে ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীরের ফ্ল্যাগ স্ট্যান্ডের ধাক্কা লাগে। সকাল সাড়ে ৭টার দিকে শিমুলিয়া ঘাট থেকে রওনা হয়ে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে যাওয়ার সময় মুন্সিগঞ্জের মাওয়ায় এ ঘটনা ঘটে। তবে দুর্ঘটনার সময় ফেরিতে কোনো যাত্রী বা যানবাহন ছিল না।
বিআইডব্লিউটিসি সূত্র জানিয়েছে, ফেরির ফ্ল্যাগ স্ট্যান্ড (পতাকা লাগানোর লোহার দণ্ড) হালকা ধাক্কা লাগে। এতে ফেরি বা সেতুর কোনো ক্ষতি হয়নি।
স্বপ্নের পদ্মা সেতু সম্পর্কে সবশেষ খবর পেতে - এখানে ক্লিক করুন
এ নিয়ে পঞ্চমবারের মতো পদ্মা সেতুতে ফেরির আঘাত লাগলো। ২০ জুলাই পদ্মাসেতুর ১৬ নম্বর পিলারের সঙ্গে ধাক্কা লেগে মুন্সিগঞ্জের শিমুলিয়া ও মাদারীপুরের বাংলাবাজার নৌপথের রো রো ফেরি শাহ মখদুমের তলা ফুটো হয়ে যায়। ২৩ জুলাই মাদারীপুরের বাংলাবাজার ঘাট থেকে ছেড়ে আসা রো রো ফেরি শাহ জালালের সঙ্গে পদ্মাসেতুর ১৭ নম্বর পিলারের ধাক্কা লেগে পাইল ক্যাপ ক্ষতিগ্রস্ত হয়। এরপর ৯ আগস্ট মাদারীপুরের বাংলাবাজার ঘাট থেকে ছেড়ে আসা মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটগামী রো রো ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীরের ধাক্কায় পদ্মাসেতুর ১০ নম্বর পিলারে। সর্বশেষ ১৩ জুলাই ১০ নং পিয়ারে ধাক্কা দেয় ফেরি কাকলি।
পদ্মা সেতু সম্পর্কিত আরও পড়ুন:
ঝিনাইদহ শহরে প্রবেশ ও বের হওয়ার প্রধান দুটি পথ বন্ধ করে শহীদ মিনার গোলচত্বর সড়কে সংস্কারকাজ চলছে। এতে অতিরিক্ত আধা থেকে এক কিলোমিটার ঘুরে শহরে যাওয়া-আসা করতে গিয়ে ভোগান্তিতে পড়তে হচ্ছে লোকজনকে।
১ ঘণ্টা আগেপাবনার ফরিদপুর উপজেলায় অন্তত আড়াই শ কারখানায় তৈরি হচ্ছে অবৈধ চায়না দুয়ারি জাল। ব্যাঙের ছাতার মতো গড়ে ওঠা এসব কারখানায় অবাধে তৈরি হচ্ছে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল। খোঁজ নিয়ে জানা গেছে, এই এলাকার তৈরি করা জাল বিক্রি করা হচ্ছে চলনবিলসহ দেশের বিভিন্ন অঞ্চলে। জলজ জীববৈচিত্র্যের জন্য চায়না দুয়ারি জাল...
১ ঘণ্টা আগেখুলনা বিজ্ঞান ও প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্যের পদত্যাগের দাবিতে শাহবাগে ব্লকেড কর্মসূচি পালন করছে ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং ঢাকা কলেজের শিক্ষার্থীরা। দেড় ঘণ্টা সড়ক অবরোধের পর বিক্ষোভ সমাবেশ, প্রতীকী অনশন এবং ক্লাস পরীক্ষা বর্জনের...
১ ঘণ্টা আগেকক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালংয়ের কৃষক মোহাম্মদ আলী (৫০) চলতি বোরো মৌসুমে স্থানীয় মাছকারিয়া বিলে ৫ একর জমিতে বোরো ধানের চাষ করেছিলেন। ধানও পেকে উঠেছে। বৈশাখের মাঝামাঝিতে ধান কাটার প্রস্তুতি ছিল তাঁর। তবে বৃষ্টিতে জমির পাশের পাহাড়ে অবস্থিত রোহিঙ্গা আশ্রয়শিবিরের বর্জ্য এসে তাঁর অধিকাংশ পাকা..
২ ঘণ্টা আগে