শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের শ্রীপুরে ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে দলের দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় বিএনপির দুই নেতাকে বহিষ্কার করা হয়েছে। গতকাল মঙ্গলবার উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে ওই দুই নেতাকে বহিষ্কারের বিষয়টি জানানো হয়।
বহিষ্কৃত দুজন হলেন, উপজেলার গাজীপুর ইউনিয়ন বিএনপির সহসভাপতি মো. মজিবুর রহমান ও সহসাংগঠনিক সম্পাদক মো. আয়াত উল্লাহ।
গত সোমবার দুপুরে উপজেলার নয়নপুর এলাকায় রিদিশা নিটেক্স নামক কারখানার ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে চারজন আহত হয়। আহত ব্যক্তিরা হলেন গাজীপুর ইউনিয়ন বিএনপির ৭ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক মো. জামাল পালোয়ান (৫০), ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি রাকিবুল আলম (৫০), সাধারণ সম্পাদক মিজানুর রহমান ফকির (৪৪) ও ইউনিয়ন যুবদলের সদস্য আমিনুল ইসলাম (৩২)।
বিষয়টি নজরে এলে উপজেলা বিএনপির ওই দুই নেতাকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয়। মঙ্গলবার বিকেলে উপজেলা বিএনপির সভাপতি মো. শাজাহান ফকির ও সাধারণ সম্পাদক মো. আক্তারুল আলম স্বাক্ষরিত ওই দুই নেতাকে বহিষ্কারের চিঠি সংবাদমাধ্যমে পাঠানো হয়। চিঠিতে উল্লেখ করা হয়, বহিষ্কৃত নেতাদের হুকুমে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের ওপর দা, লাঠি ও দেশীয় অস্ত্র নিয়ে আক্রমণ করে বেশ কয়েকজনকে গুরুতর আহত করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিষয়টি দলের স্থানীয় নেতা-কর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি করেছে। রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূত ও দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজ করায় তাঁদের বহিষ্কারের বিষয়টি বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
গাজীপুরের শ্রীপুরে ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে দলের দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় বিএনপির দুই নেতাকে বহিষ্কার করা হয়েছে। গতকাল মঙ্গলবার উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে ওই দুই নেতাকে বহিষ্কারের বিষয়টি জানানো হয়।
বহিষ্কৃত দুজন হলেন, উপজেলার গাজীপুর ইউনিয়ন বিএনপির সহসভাপতি মো. মজিবুর রহমান ও সহসাংগঠনিক সম্পাদক মো. আয়াত উল্লাহ।
গত সোমবার দুপুরে উপজেলার নয়নপুর এলাকায় রিদিশা নিটেক্স নামক কারখানার ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে চারজন আহত হয়। আহত ব্যক্তিরা হলেন গাজীপুর ইউনিয়ন বিএনপির ৭ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক মো. জামাল পালোয়ান (৫০), ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি রাকিবুল আলম (৫০), সাধারণ সম্পাদক মিজানুর রহমান ফকির (৪৪) ও ইউনিয়ন যুবদলের সদস্য আমিনুল ইসলাম (৩২)।
বিষয়টি নজরে এলে উপজেলা বিএনপির ওই দুই নেতাকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয়। মঙ্গলবার বিকেলে উপজেলা বিএনপির সভাপতি মো. শাজাহান ফকির ও সাধারণ সম্পাদক মো. আক্তারুল আলম স্বাক্ষরিত ওই দুই নেতাকে বহিষ্কারের চিঠি সংবাদমাধ্যমে পাঠানো হয়। চিঠিতে উল্লেখ করা হয়, বহিষ্কৃত নেতাদের হুকুমে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের ওপর দা, লাঠি ও দেশীয় অস্ত্র নিয়ে আক্রমণ করে বেশ কয়েকজনকে গুরুতর আহত করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিষয়টি দলের স্থানীয় নেতা-কর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি করেছে। রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূত ও দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজ করায় তাঁদের বহিষ্কারের বিষয়টি বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগে অনিয়মের মাধ্যমে কম যোগ্য প্রভাষক নিয়োগের অভিযোগ তুলে তা বাতিলের দাবিতে বিক্ষোভ ও ক্লাস-পরীক্ষা বর্জনের সিদ্ধান্ত নিয়েছেন শিক্ষার্থীরা।
২০ মিনিট আগেপটুয়াখালীর কুয়াকাটা-সংলগ্ন বঙ্গোপসাগরে নিষেধাজ্ঞা উপেক্ষা করে মাছ শিকারের দায়ে ১৬ জেলেসহ ৩টি মাছ ধরার ট্রলার আটক করেছে কুয়াকাটা নৌ পুলিশ। শনিবার দুপুরে ফাতরার বন-সংলগ্ন সাগর থেকে এসব জেলেকে আটক করা হয়।
২৪ মিনিট আগেঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য হত্যাকাণ্ডের ঘটনার তদন্তে অগ্রগতি হয়েছে বলে জানিয়েছে পুলিশ। আজ শনিবার বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের লাউঞ্জে আয়োজিত এক বৈঠকে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী এমনটি জানান।
৩২ মিনিট আগেনীলফামারী-১ আসনের সাবেক সংসদ সদস্য প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিনকে সংবর্ধনা দিয়েছে জেলা বিএনপি। আজ শনিবার বিকেলে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে গণসংবর্ধনায় ঢল নামে নেতা-কর্মীদের।
৩৬ মিনিট আগে