Ajker Patrika

সোর্স আসিফ হত্যা মামলার গ্রেপ্তার ২

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
সোর্স আসিফ হত্যা মামলার গ্রেপ্তার ২

ঢাকার কেরানীগঞ্জে পুলিশের সোর্স আসিফ হত্যা মামলার প্রধান দুই আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। গতকাল সোমবার রাতে দক্ষিণ কেরানীগঞ্জ থানা এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। র‍্যাব-১০ স্পেশাল কোম্পানি কমান্ডার মেজর গালিব এ তথ্য নিশ্চিত করেন। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন টেপা ছলিম (৩০) ও জহিরুল ইসলাম আশিক (২৮)।

মেজর গালিব বলেন, গত ৩ ডিসেম্বর আসিফকে ছুরিকাহত করে দুর্বৃত্তরা। চিকিৎসাধীন অবস্থায় রোববার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান। আসিফের মৃত্যুর পর তাঁর পরিবারের লোকজন দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মামলা করেন। এর পরিপ্রেক্ষিতে বিশেষ অভিযান চালিয়ে টেপা ছলিম ও আশিককে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা হত্যাকাণ্ডের ঘটনার সঙ্গে নিজেদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। তাঁদের দক্ষিণ কেরানীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত