গাজীপুর প্রতিনিধি
গাজীপুরে ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে প্রায় দেড় ঘণ্টা ঢাকার সঙ্গে উত্তবঙ্গের রেল যোগাযোগ বন্ধ ছিল। পরে উদ্ধারকারী রিলিফ ট্রেন পৌঁছালে রাত সোয়া ৮টার দিকে রেল যোগাযোগ স্বাভাবিক হয়। আজ বৃহস্পতিবার জয়দেবপুর রেলস্টেশন মাস্টার হানিফ আলী এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে কুড়িগ্রাম থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা ‘কুড়িগ্রাম এক্সপ্রেস’ ট্রেনটির গাজীপুরের কালিয়াকৈর বঙ্গবন্ধু হাইটেক সিটি রেলস্টেশন এলাকায় ইঞ্জিন বিকল হয়ে পড়ে।
স্থানীয়রা জানান, আজ বিকেল কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা ট্রেনটি মির্জাপুর রেলস্টেশন ও কালিয়াকৈর বঙ্গবন্ধু হাইটেক সিটি রেলস্টেশনের মাঝামাঝি পৌঁছালে ইঞ্জিন বিকল হয়ে পড়ে। এতে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ সাময়িক বন্ধ হয়ে যায়। পরে ঢাকা থেকে বিকল্প ইঞ্জিন গিয়ে কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি নিয়ে প্রায় তিন ঘণ্টার পর পুনরায় ঢাকার উদ্দেশে যাত্রা করে।
স্টেশনমাস্টার হানিফ আলী আজকের পত্রিকাকে বলেন, ‘কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা কুড়িগ্রাম এক্সপ্রেস বৃহস্পতিবার বিকেলে টাঙ্গাইলের মির্জাপুর পার হয়। কিছু দূর যাওয়ার পর মির্জাপুর রেলস্টেশন ও কালিয়াকৈর বঙ্গবন্ধু হাইটেক সিটি রেলস্টেশনের মাঝামাঝি ট্রেনটি ইঞ্জিন বিকল হয়ে যায়। এতে উত্তরবঙ্গের সঙ্গে সারা দেশের ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে যায়।’
তিনি বলেন, ‘ইঞ্জিন বিকলের সংবাদ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানালে, তারা ঢাকা থেকে বিকল্প ইঞ্জিন ঘটনাস্থলে পাঠায়। এ সময় এই রেলপথে চলাচলকারী কয়েকটি ট্রেন বিভিন্ন স্টেশনে যাত্রাবিরতি করে।’
হানিফ আলী আরও বলেন, ‘রাত সাড়ে ৮টার দিকে কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি যাত্রী নিয়ে জয়দেবপুর রেলস্টেশনে প্রবেশ করেছে। বর্তমানে ট্রেন চলাচল স্বাভাবিক আছে।’
কালিয়াকৈর বঙ্গবন্ধু হাইটেক সিটি রেলস্টেশন মাস্টার নসুরাত বলেন, ‘রাত সোয়া ৮টার দিকে ঢাকা থেকে বিকল্প ইঞ্জিন এসে কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটিকে নিয়ে ঢাকার রওনা হলে ট্রেন চলাচল শুরু হয়।’
গাজীপুরে ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে প্রায় দেড় ঘণ্টা ঢাকার সঙ্গে উত্তবঙ্গের রেল যোগাযোগ বন্ধ ছিল। পরে উদ্ধারকারী রিলিফ ট্রেন পৌঁছালে রাত সোয়া ৮টার দিকে রেল যোগাযোগ স্বাভাবিক হয়। আজ বৃহস্পতিবার জয়দেবপুর রেলস্টেশন মাস্টার হানিফ আলী এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে কুড়িগ্রাম থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা ‘কুড়িগ্রাম এক্সপ্রেস’ ট্রেনটির গাজীপুরের কালিয়াকৈর বঙ্গবন্ধু হাইটেক সিটি রেলস্টেশন এলাকায় ইঞ্জিন বিকল হয়ে পড়ে।
স্থানীয়রা জানান, আজ বিকেল কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা ট্রেনটি মির্জাপুর রেলস্টেশন ও কালিয়াকৈর বঙ্গবন্ধু হাইটেক সিটি রেলস্টেশনের মাঝামাঝি পৌঁছালে ইঞ্জিন বিকল হয়ে পড়ে। এতে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ সাময়িক বন্ধ হয়ে যায়। পরে ঢাকা থেকে বিকল্প ইঞ্জিন গিয়ে কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি নিয়ে প্রায় তিন ঘণ্টার পর পুনরায় ঢাকার উদ্দেশে যাত্রা করে।
স্টেশনমাস্টার হানিফ আলী আজকের পত্রিকাকে বলেন, ‘কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা কুড়িগ্রাম এক্সপ্রেস বৃহস্পতিবার বিকেলে টাঙ্গাইলের মির্জাপুর পার হয়। কিছু দূর যাওয়ার পর মির্জাপুর রেলস্টেশন ও কালিয়াকৈর বঙ্গবন্ধু হাইটেক সিটি রেলস্টেশনের মাঝামাঝি ট্রেনটি ইঞ্জিন বিকল হয়ে যায়। এতে উত্তরবঙ্গের সঙ্গে সারা দেশের ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে যায়।’
তিনি বলেন, ‘ইঞ্জিন বিকলের সংবাদ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানালে, তারা ঢাকা থেকে বিকল্প ইঞ্জিন ঘটনাস্থলে পাঠায়। এ সময় এই রেলপথে চলাচলকারী কয়েকটি ট্রেন বিভিন্ন স্টেশনে যাত্রাবিরতি করে।’
হানিফ আলী আরও বলেন, ‘রাত সাড়ে ৮টার দিকে কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি যাত্রী নিয়ে জয়দেবপুর রেলস্টেশনে প্রবেশ করেছে। বর্তমানে ট্রেন চলাচল স্বাভাবিক আছে।’
কালিয়াকৈর বঙ্গবন্ধু হাইটেক সিটি রেলস্টেশন মাস্টার নসুরাত বলেন, ‘রাত সোয়া ৮টার দিকে ঢাকা থেকে বিকল্প ইঞ্জিন এসে কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটিকে নিয়ে ঢাকার রওনা হলে ট্রেন চলাচল শুরু হয়।’
জয়পুরহাটের আক্কেলপুরে রেললাইনে ঝাঁপ দিয়ে অজ্ঞাত (২৮) এক যুবক আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। আজ বৃহস্পতিবার বেলা পৌনে ২টার দিকে উপজেলার কানুপুর রেলগেট এলাকার রবিদাসপাড়া গ্রামে ওই ঘটনা ঘটে।
১ মিনিট আগেবাগেরহাটে শ্বশুরবাড়ির লোকজনের মারপিটে সোহাগ সরদার (২৭) নামের এক যুবদল নেতার মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। বুধবার (২৩ জুলাই) রাতে গুরুতর আহত অবস্থায় তাঁকে বাগেরহাট ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সোহাগের মৃত্যু হয়।
৮ মিনিট আগেস্থানীয় কৃষক রুবেল আহমেদ ও আব্দুল জলিল জানান, প্রায় এক মাস আগে উজান থেকে নেমে আসা পানির প্রবল স্রোতের কারণে নদীতে ভাঙন শুরু হয়। পানি কমে গেলেও ভাঙন থামেনি। ধীরে ধীরে জমির মাটি দেবে যাচ্ছে, ফাটল ধরছে এবং একে একে ফসলি জমি নদীতে চলে যাচ্ছে। তাঁরা জানান, গ্রামের অন্তত ৩০ জন কৃষকের জমি এখন সরাসরি
২৫ মিনিট আগেজয়পুরহাটের আক্কেলপুরে যাত্রী সেজে ব্যাটারিচালিত ভ্যানে উঠেছিলেন দুই ব্যক্তি। পথিমধ্যে চালককে ছুরিকাঘাত ও মারধর করে ভ্যানটি ছিনতাই করেন তাঁরা। গুরুতর আহত ভ্যানচালককে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
১ ঘণ্টা আগে