টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
মাদক কারবারে জড়িত থাকার অভিযোগে গাজীপুরের টঙ্গীতে মহিলা আওয়ামী লীগের নেত্রীসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে র্যাব। আজ রোববার টঙ্গী স্টেশন রোডের ব্যাংক মাঠ এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ময়না বেগম (৫৯), মো. সবুজ (৩৭), মো. সুজন (২৬), মো. শাহিন (৩০), মো. দেলোয়ার (৪৩) ও মো. রাসেল (৪০)। এঁদের মধ্যে ময়না বেগম গাজীপুর মহানগরীর ৫৬ নম্বর ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক।
র্যাব-১-এর সিনিয়র সহকারী পুলিশ সুপার সালমান নূর আলম গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, টঙ্গীর ব্যাংক মাঠ বস্তি এলাকায় দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ মাদক চক্র সক্রিয় ছিল। গতকাল শনিবার দিবাগত রাতে স্টেশন রোড এলাকায় মাদক বেচাকেনার খবর পায় র্যাব। পরে ওই এলাকায় অভিযান চালিয়ে আজ সকালে নগরীর ৫৬ নম্বর ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ময়না বেগম ও তাঁর পাঁচজন সহযোগীকে আটক করা হয়। পরে তাঁদের দেওয়া তথ্য অনুযায়ী ব্যাংক মাঠ বস্তির একটি কক্ষ থেকে ১ হাজার ৭৫১ বোতল ফেনসিডিল জব্দ করা হয়েছে।
এতে আরও বলা হয়, রাজনৈতিক পরিচয়ের আড়ালে ময়না বেগম ও তাঁর সহযোগীরা দীর্ঘদিন ধরে মাদক কারবার পরিচালনা করে আসছিলেন। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিশ্চিত হওয়া গেছে, ৫ আগস্টের পর ময়না বেগম আত্মগোপনে চলে যান। তবে সম্প্রতি তিনি টঙ্গীতে ফিরে আবারও মাদক কারবার শুরু করেন। আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে র্যাব।
মাদক কারবারে জড়িত থাকার অভিযোগে গাজীপুরের টঙ্গীতে মহিলা আওয়ামী লীগের নেত্রীসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে র্যাব। আজ রোববার টঙ্গী স্টেশন রোডের ব্যাংক মাঠ এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ময়না বেগম (৫৯), মো. সবুজ (৩৭), মো. সুজন (২৬), মো. শাহিন (৩০), মো. দেলোয়ার (৪৩) ও মো. রাসেল (৪০)। এঁদের মধ্যে ময়না বেগম গাজীপুর মহানগরীর ৫৬ নম্বর ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক।
র্যাব-১-এর সিনিয়র সহকারী পুলিশ সুপার সালমান নূর আলম গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, টঙ্গীর ব্যাংক মাঠ বস্তি এলাকায় দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ মাদক চক্র সক্রিয় ছিল। গতকাল শনিবার দিবাগত রাতে স্টেশন রোড এলাকায় মাদক বেচাকেনার খবর পায় র্যাব। পরে ওই এলাকায় অভিযান চালিয়ে আজ সকালে নগরীর ৫৬ নম্বর ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ময়না বেগম ও তাঁর পাঁচজন সহযোগীকে আটক করা হয়। পরে তাঁদের দেওয়া তথ্য অনুযায়ী ব্যাংক মাঠ বস্তির একটি কক্ষ থেকে ১ হাজার ৭৫১ বোতল ফেনসিডিল জব্দ করা হয়েছে।
এতে আরও বলা হয়, রাজনৈতিক পরিচয়ের আড়ালে ময়না বেগম ও তাঁর সহযোগীরা দীর্ঘদিন ধরে মাদক কারবার পরিচালনা করে আসছিলেন। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিশ্চিত হওয়া গেছে, ৫ আগস্টের পর ময়না বেগম আত্মগোপনে চলে যান। তবে সম্প্রতি তিনি টঙ্গীতে ফিরে আবারও মাদক কারবার শুরু করেন। আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে র্যাব।
বরগুনার আমতলীতে এক শিক্ষকের বাড়িতে ডাকাতি হয়েছে। ডাকাত দল এক জার্মান দম্পতিসহ চারজনকে পিটিয়ে জখম এবং ৫ লাখ টাকা, ৮ ভরি স্বর্ণালংকার ও তিনটি আইফোন লুট করে নিয়ে গেছে। গতকাল শনিবার গভীর রাতে উপজেলার চাওড়া ইউনিয়নের ঘটখালী এলাকায় এ ডাকাতি হয়।
৫ মিনিট আগেদেশে ধর্ষণ, দলবদ্ধ ধর্ষণ, ধর্ষণের চেষ্টা, নারী ও শিশুর প্রতি সহিংসতা বেড়েছে বলে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ মহিলা পরিষদ। সংগঠনটি দোষীদের বিরুদ্ধে নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে শাস্তি নিশ্চিত করা এবং ভুক্তভোগীদের নিরাপত্তা দেওয়ার দাবি জানিয়েছে।
১২ মিনিট আগেবদরগঞ্জে একটি সরকারি উচ্চবিদ্যালয়ের খণ্ডকালীন শিক্ষক ও অ্যাডভান্স কোচিং সেন্টারের পরিচালক রাশেদুল ইসলামের এক ছাত্রীকে বাসায় ডাকাসহ অশ্লীল ভাষায় কথোপকথনে অডিও ফাঁস হয়েছে। সম্প্রতি অডিওটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় অভিযুক্ত শিক্ষকের পদত্যাগসহ তাঁর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি
২২ মিনিট আগেদি চিটাগাং কো-অপারেটিভ হাউজিং সোসাইটির ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক আজাদীর পরিচালনা সম্পাদক ওয়াহিদ মালেক। গতকাল শনিবার নাসিরাবাদ হাউজিং সোসাইটির অংকুর বালিকা উচ্চবিদ্যালয়ে ভোট গ্রহণ হয়। ভোট গণনা শেষে নির্বাচন কমিশন ফলাফল ঘোষণা করে। সহসভাপতি নির্বাচিত হয়েছেন সৈয়দা দিলরুবা আহমেদ
৩৬ মিনিট আগে