নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী ও তাঁর পরিবারের সদস্যদের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারির নির্দেশ দিয়েছেন আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনে সাড়া দিয়ে আজ রোববার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন এই আদেশ দেন।
নিষেধাজ্ঞার মুখে পড়া বাকিরা হলেন—সাবের হোসেন চৌধুরীর স্ত্রী রেহানা চৌধুরী, তাঁদের দুই ছেলে হামদান হোসেন চৌধুরী ও আরজ আলম চৌধুরী এবং দুই মেয়ে রাইমা চৌধুরী ও আলিশা বাবর চৌধুরী।
দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম জানান, অবৈধ সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানের স্বার্থে দুদকের উপপরিচালক মো. সাইদুজ্জামান নিষেধাজ্ঞা জারির আবেদন করেন।
দুদকের আবেদনে বলা হয়, সাবের হোসেন চৌধুরী ‘রাজনৈতিক প্রভাব খাটিয়ে’ অর্থনৈতিক অপরাধ কর্মকাণ্ডে লিপ্ত থেকে বিপুল অবৈধ সম্পদ অর্জন করে নিজের ও পরিবারের সদস্যদের দখলে রেখেছেন। একই সঙ্গে বিদেশে অর্থ পাচার করে সম্পদ গড়ে তুলেছেন।
অনুসন্ধানকালে জানা গেছে, তাঁরা যেকোনো সময় বিদেশ পালিয়ে যেতে পারেন এবং এসব সম্পদ অন্যত্র হস্তান্তর ও স্থানান্তর করতে পারেন। এ কারণে তাঁদের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা প্রয়োজন।
ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী ও তাঁর পরিবারের সদস্যদের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারির নির্দেশ দিয়েছেন আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনে সাড়া দিয়ে আজ রোববার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন এই আদেশ দেন।
নিষেধাজ্ঞার মুখে পড়া বাকিরা হলেন—সাবের হোসেন চৌধুরীর স্ত্রী রেহানা চৌধুরী, তাঁদের দুই ছেলে হামদান হোসেন চৌধুরী ও আরজ আলম চৌধুরী এবং দুই মেয়ে রাইমা চৌধুরী ও আলিশা বাবর চৌধুরী।
দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম জানান, অবৈধ সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানের স্বার্থে দুদকের উপপরিচালক মো. সাইদুজ্জামান নিষেধাজ্ঞা জারির আবেদন করেন।
দুদকের আবেদনে বলা হয়, সাবের হোসেন চৌধুরী ‘রাজনৈতিক প্রভাব খাটিয়ে’ অর্থনৈতিক অপরাধ কর্মকাণ্ডে লিপ্ত থেকে বিপুল অবৈধ সম্পদ অর্জন করে নিজের ও পরিবারের সদস্যদের দখলে রেখেছেন। একই সঙ্গে বিদেশে অর্থ পাচার করে সম্পদ গড়ে তুলেছেন।
অনুসন্ধানকালে জানা গেছে, তাঁরা যেকোনো সময় বিদেশ পালিয়ে যেতে পারেন এবং এসব সম্পদ অন্যত্র হস্তান্তর ও স্থানান্তর করতে পারেন। এ কারণে তাঁদের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা প্রয়োজন।
টাঙ্গাইলের সখীপুরে লাকী আক্তার (২০) নামের এক তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। আজ রোববার বিকেল ৪টার দিকে ময়নাতদন্তের জন্য লাশটি টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়।
১২ মিনিট আগেবিএনপির রাজনীতির সঙ্গে জড়িত জহির প্যাদা বলেন, ‘৫৪ লাখ টাকা দিয়ে দশমিনার হাট ইজারা নিয়েছি। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মহোদয় জায়গা না দিলে কী করব? সামনে কোরবানির ঈদ। এ সময় গরু বিক্রি না হলে আমার লোকসানে পড়তে হবে। তাই এখানে পশুর হাট বসাতে বাধ্য হয়েছি। ইউএনও জায়গা দিলে সেখানেই পশুর হাট বসবে।’
১৫ মিনিট আগেমানিকগঞ্জের ঘিওরে অবৈধভাবে নদী থেকে মাটি কাটার অভিযোগে মো. রাসেল নামের এক মাটি ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন। আজ রোববার বিকেলে উপজেলার নালী ইউনিয়নের গাংডুবি এলাকায় অভিযান চালানো হয়।
২৩ মিনিট আগেসংবাদ সম্মেলনে কোহিনুর কামাল বলেন, ‘লায়ন্স চট্টগ্রামে মানবকল্যাণ ও মানবসেবায় এরই মধ্যে যেসব কর্মসূচি ও প্রকল্প সাফল্যের সঙ্গে বাস্তবায়ন ও পরিচালনা করছে, এর মধ্যে রয়েছে স্বতন্ত্র আই ইনস্টিটিউট। এই ইনস্টিটিউটের কার্যক্রম দ্রুততার সঙ্গে এগিয়ে যাচ্ছে। এটি পুরোদমে চালু হলে চট্টগ্রামবাসী উপকৃত হবে।
৩১ মিনিট আগে