Ajker Patrika

স্ত্রী-সন্তানসহ সাবের হোসেন চৌধুরীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৫ মে ২০২৫, ১৭: ২১
সাবেক পরিবেশমন্ত্রী সাবের হোসেন চৌধুরী। ফাইল ছবি
সাবেক পরিবেশমন্ত্রী সাবের হোসেন চৌধুরী। ফাইল ছবি

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী ও তাঁর পরিবারের সদস্যদের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারির নির্দেশ দিয়েছেন আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনে সাড়া দিয়ে আজ রোববার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন এই আদেশ দেন।

নিষেধাজ্ঞার মুখে পড়া বাকিরা হলেন—সাবের হোসেন চৌধুরীর স্ত্রী রেহানা চৌধুরী, তাঁদের দুই ছেলে হামদান হোসেন চৌধুরী ও আরজ আলম চৌধুরী এবং দুই মেয়ে রাইমা চৌধুরী ও আলিশা বাবর চৌধুরী।

দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম জানান, অবৈধ সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানের স্বার্থে দুদকের উপপরিচালক মো. সাইদুজ্জামান নিষেধাজ্ঞা জারির আবেদন করেন।

দুদকের আবেদনে বলা হয়, সাবের হোসেন চৌধুরী ‘রাজনৈতিক প্রভাব খাটিয়ে’ অর্থনৈতিক অপরাধ কর্মকাণ্ডে লিপ্ত থেকে বিপুল অবৈধ সম্পদ অর্জন করে নিজের ও পরিবারের সদস্যদের দখলে রেখেছেন। একই সঙ্গে বিদেশে অর্থ পাচার করে সম্পদ গড়ে তুলেছেন।

অনুসন্ধানকালে জানা গেছে, তাঁরা যেকোনো সময় বিদেশ পালিয়ে যেতে পারেন এবং এসব সম্পদ অন্যত্র হস্তান্তর ও স্থানান্তর করতে পারেন। এ কারণে তাঁদের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা প্রয়োজন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রাষ্ট্রের গোপন নথি ফাঁস: এনবিআরের দ্বিতীয় সচিব মুকিতুলের বিরুদ্ধে এবার মামলা

রক্ত কেনা যায় না—ইয়েমেনে নিমিশাকে ক্ষমা করতে অস্বীকৃতি মাহদির পরিবারের

২৫ সেকেন্ডে ১২ গুলি, হাসপাতালে গ্যাংস্টারের শরীর ঝাঁঝরা

গোপালগঞ্জে হামলার ঘটনায় ফেসবুকে সরব ইসলামপুরের পলাতক আওয়ামী নেতারা

গোপালগঞ্জে সহিংসতায় নিহত ৪ জনের ময়নাতদন্ত হলো না, প্রশ্ন এড়িয়ে গেলেন ডিআইজি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত