Ajker Patrika

তত্ত্বাবধায়ক সরকার কখনো ফিরে আসবে না: কৃষিমন্ত্রী

টাঙ্গাইল প্রতিনিধি
আপডেট : ০৭ জানুয়ারি ২০২৩, ১৯: ১৯
তত্ত্বাবধায়ক সরকার কখনো ফিরে আসবে না: কৃষিমন্ত্রী

কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, ‘বাংলাদেশে আর কোনো দিন তত্ত্বাবধায়ক সরকার ফিরে আসবে না। বিএনপি তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে ১৪ বছর ধরে আন্দোলন-সংগ্রাম করে আসছে। এই আন্দোলনে কোনো লাভ হবে না। আন্দোলনের নামে তারা বাড়াবাড়ি শুরু করলে কঠোর হস্তে দমন করা হবে।’ 

আজ শনিবার সকালে টাঙ্গাইলের মধুপুর উপজেলার মধুপুর শহীদ স্মৃতি উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী ও পুনর্মিলনী অনুষ্ঠানের আলোচনায় যোগদানের আগে মন্ত্রী সাংবাদিকদের এ কথা বলেন। 

ড. মো. আব্দুর রাজ্জাক বলেন, মধুপুর শহীদ স্মৃতি উচ্চমাধ্যমিক বিদ্যালয় স্বনামে উদ্ভাসিত। এটি আমাদের অহংকারের প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের মতো প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠিনে শিক্ষার মান উন্নয়নের ওপর নজর দিতে হবে। যেসব প্রতিষ্ঠান মানহীন অবস্থায় রয়েছে, তাদের মান উন্নয়ন করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান মন্ত্রী। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মধুপুর শহীদ স্মৃতি উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও সভাপতি মো. নূর রহমান। বক্তব্য দেন টাঙ্গাইলের জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার, অতিরিক্ত পুলিশ সুপার শরফুদ্দীন আহম্মেদ, মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা ইয়াসমীন, প্রতিষ্ঠানের অধ্যক্ষ বজলুর রশীদ খান চুন্নু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি খন্দকার শফি উদ্দিন মনি, পৌরসভার মেয়র মো. সিদ্দিক হোসেন খান, সাবেক অধ্যক্ষ মো. মনসুর আলী, আয়োজক কমিটি মধুপুর শহীদ স্মৃতি উচ্চমাধ্যমিক বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি মো. আনোয়ার হোসেন, সুবর্ণজয়ন্তী উদ্‌যাপন কমিটির আহ্বায়ক মো. লোকমান হোসেন, সদস্যসচিব মো. আব্দুল আলীম প্রমুখ। 

সকালে বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা তাঁদের প্রাণের বিদ্যাপীঠের সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে আসেন। অনুষ্ঠানে ৫০ পাউন্ডের একটি কেক কাটা হয়। এ ছাড়া পায়রা ওড়ানো, বর্ণাঢ্য শোভাযাত্রা, স্মৃতিচারণা, নাটক ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত