Ajker Patrika

ঢাবির দুই ইউনিটে সুযোগ পেয়েও টাকার অভাবে ভর্তি নিয়ে শঙ্কায় সাকিব

মো. রিয়াদ হোসইন, কালীগঞ্জ (গাজীপুর) 
আপডেট : ২৯ নভেম্বর ২০২১, ১২: ০৬
ঢাবির দুই ইউনিটে সুযোগ পেয়েও টাকার অভাবে ভর্তি নিয়ে শঙ্কায় সাকিব

চরম দরিদ্র আর প্রতিকূল পরিবেশকে জয় করে ঢাবির মেধা তালিকায় স্থান করে নিয়েছে গাজীপুরের কালীগঞ্জ উপজেলার বক্তারপুর এলাকার শফিউল ইসলাম সাকিব। সম্প্রতি অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ‘সি’ ইউনিটের সম্মান প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় মেধা তালিকায় ৫৮৬ এবং ‘ডি’ ইউনিটে ২৭৯তম স্থান অর্জন করেছেন তিনি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ‘সি’ ইউনিটে ৪৪১তম স্থান অর্জন করে নিজের মেধার স্বাক্ষর রাখেন। 

সাকিবের এমন সাফল্যের বার্তায় পুরো এলাকার মানুষ খুশি। কিন্তু এত বড় অর্জন তার কাছে মোটেও সহজতর ছিল না। অনেক সংগ্রাম, প্রতিবন্ধকতা ও চড়াই-উতরাই পার হয়ে সাকিব দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাবি ও চবিতে ভর্তি হওয়ার যোগ্যতা অর্জন করলেন। তাঁর এই কৃতিত্বে অভিনন্দন জানিয়েছেন স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান আকন্দ ফারুকসহ অধ্যয়নকালীন স্কুল, কলেজের শিক্ষক ও ছাত্র ছাত্রীরা। 

শফিউল ইসলাম সাকিব উপজেলার বক্তারপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের দরিদ্র রাজমিস্ত্রি মো. শহীদুল্লাহ পাঠানের ছেলে। দারিদ্র্যের চরম কশাঘাতে জর্জরিত সাকিব দেখেছেন জীবনের বাস্তব নির্মমতা। অনেক কষ্টে চলে তাঁদের সংসার। এক বোন ও এক ভাইয়ের মধ্যে সাকিব ছোট। সীমিত উপার্জনে ছেলে মেয়েদের পড়াশোনার খরচ চালাতে হিমশিম খাচ্ছেন তাঁর বাবা। সাকিব বিষয়টি উপলব্ধি করতে পেরে নিজেও বাবার সঙ্গে রাজমিস্ত্রির কাজ করেন। এভাবে নিজের পড়ালেখার খরচ নিজেই জোগাড় করতেন তিনি। 

কিন্তু সংসারের এমন অবস্থা নিয়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তি ও পড়াশোনার খরচ নিয়ে শঙ্কায় আছেন তাঁর বাবা। 

তাঁর বাবা মো. শহীদুল্লাহ পাঠান বলেন, ‘আমার ছেলে দেশের সেরা এবং সর্বোচ্চ বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পেয়েছে শুনে আমি অত্যন্ত খুশি হয়েছি। আমার সীমিত উপার্জনে তাঁর পড়ালেখার খরচ এবং তাঁর মায়ের ওষুধের ব্যয়ভার বহন করা কষ্টসাধ্য। সে নিজে রাজমিস্ত্রির কাজ করে টাকা জমিয়ে বিভিন্ন জায়গায় পরীক্ষা দিয়েছে। প্রায় সকল জায়গায় সফলতার সাথে উত্তীর্ণ হলেও এখন ভর্তির টাকার জন্য খুব চিন্তায় আছি। তাঁর মায়ের প্রতি মাসে ৫ হাজার টাকার ওষুধ লাগে। এখন ওই টাকা জোগাড় করতেই হিমশিম খেতে হচ্ছে। তাঁর ওপর ভর্তির জন্য অনেক টাকা লাগবে। এ নিয়ে খুব চিন্তায় আছি।’ 

শফিউল ইসলাম সাকিব বলেন, খুব ছোট বেলা থেকেই স্বপ্ন দেখতাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার। আল্লাহ আমার সেই স্বপ্ন পূরণ করেছেন। আমি আমার সৃষ্টিকর্তাসহ বাবা-মা, শিক্ষক এবং সহপাঠীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। বিশ্ববিদ্যালয়ে যেন আরও ভালো ফলাফল অর্জন ও দেশের কল্যাণে কাজ করতে পারি এ জন্য সবার কাছে দোয়া চাই। আমার ইচ্ছা আমি পড়াশোনা করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো প্রতিষ্ঠানে শিক্ষকতা করব।’ 

সাকিবের ইংরেজি শিক্ষক মোহাম্মদ আলী জানান, তিনি ছোটবেলা থেকে তাঁকে ইংরেজি পড়াতেন। অত্যন্ত মেধাবী ও বিচক্ষণ হওয়ায় তাঁর সকল পরীক্ষার ফলাফল হতো চোখে পড়ার মতো। পড়ালেখার প্রতি অত্যন্ত আগ্রহী ছিল। এ ধারা অব্যাহত থাকলে সে আরও অনেক দূর যেতে পারবেন বলেও বিশ্বাস করেন তিনি। 

সফিউদ্দিন সরকার একাডেমি অ্যান্ড কলেজের শিক্ষক ফাহমিদা সাইম ঝুমুর বলেন, ‘সাকিব অত্যন্ত মেধাবী একজন ছাত্র। আমার শিক্ষকতা জীবনে এমন ছাত্র খুব কমই পেয়েছি। আর্থিক কষ্ট থাকা সত্ত্বেও তাঁর পড়ালেখায় মনোযোগের ব্যত্যয় ঘটেনি। তাঁর বিচক্ষণতা আর মেধা তাঁকে আরও অনেক কিছু অর্জন করতে সহায়তা করবে বলে আমার বিশ্বাস।’ 

কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শিবলী সাদিক বলেন, ‘এ অর্জন সত্যিই আনন্দের ও গর্বের। এতটা প্রতিকূল পরিবেশ থেকে উঠে আসাটা অনেক চেষ্টা, শ্রম আর নিরলস সাধনার ফসল। তাঁর এই অদম্য অগ্রযাত্রা সবেগে সফলতার দিকে এগিয়ে যাবে এটাই চাওয়া। এ ছাড়া আর্থিক সহযোগিতার ব্যাপারে আমি তাঁর পাশে থাকব।’ 

উল্লেখ্য, শফিউল ইসলাম সাকিব বক্তারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পিএসসি, খৈকড়া উচ্চ বিদ্যালয় থেকে জেএসসি তে ট্যালেন্টপুলে বৃত্তিসহ জিপিএ-৫ (গোল্ডেন) পান। একই বিদ্যালয় থেকে এসএসসি তে জিপিএ-৫ (গোল্ডেন) এবং জেনারেল বৃত্তি পেয়ে গাজীপুর জেলায় দ্বিতীয় স্থান অধিকার করেন। করোনার কারণে সরকার এইচএসসি পরীক্ষার্থীদের অটো পাস দিলে তিনি সফিউদ্দিন সরকার একাডেমি অ্যান্ড কলেজ থেকে ৪ দশমিক ৯২ পেয়ে পরীক্ষায় উত্তীর্ণ হন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি কর্মচারীদের পদ-পদবি-বেতন কাঠামো নিয়ে পাল্টা অবস্থানে দুই পক্ষ

সেনানিবাস ঘিরে ‘নাশকতার পরিকল্পনা’, বরখাস্ত সৈনিকসহ গ্রেপ্তার ৩

বাংলাদেশ এড়িয়ে সমুদ্রপথে সেভেন সিস্টার্সকে যুক্ত করতে নতুন প্রকল্প ভারতের

থাইল্যান্ডে পর্যটন ভিসা পেতে আর্থিক সক্ষমতার প্রমাণ দিতে হবে

দক্ষিণপন্থীদের কবজায় বাংলাদেশের রাজনীতি: বদরুদ্দীন উমর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত