মাদারীপুর প্রতিনিধি
মাদারীপুরের কুমার নদে গোসলে নেমে নিখোঁজ হওয়ার তিন দিন পর দুই ভাইবোনের লাশ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার সকালে মাদারীপুর সদর উপজেলার রাস্তি এলাকার কুমার নদ থেকে স্থানীয়রা এ দুই শিশুর লাশ উদ্ধার করে।
উদ্ধার হওয়া কুলসুম আক্তার (১১) ও মিনহাজ (৭) সদর উপজেলার তরমুগরিয়া এলাকায় হকার (ভাঙারি ব্যবসায়ী) লিটন মাতুব্বরের সন্তান। তারা স্থানীয় একটি মাদ্রাসায় পড়ত।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ঘটনাটি খুবই মর্মান্তিক। খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়েছিল। স্থানীয়রা দুই শিশুর লাশ উদ্ধার করেছে।
দুই শিশুর স্বজনেরা জানান, লিটন মাতুব্বর ও মনোয়ারা বেগম দম্পতির তিন মেয়ে ও এক ছেলে। গত ৫ ফেব্রুয়ারি প্রতিদিনের মতো লিটন মাতুব্বর ভাঙ্গারি কেনাবেচার কাজে বাইরে যান। মা ছিলেন কাজে ব্যস্ত। এই সুযোগে মাদ্রাসা থেকে ফিরে দুপুরে পাশের কুমার নদে গোসলে যায় ভাইবোন। গোসল করতে নেমে দুই ভাইবোন নিখোঁজ হয়। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধারে নামে। বিকেল ৫টা পর্যন্ত তাদের সন্ধান মেলেনি। এরপর অভিযান বন্ধ রাখা হয়। আজ শনিবার সকালে কুমার নদের রাস্তি এলাকায় শিশু দুটির লাশ ভাসতে দেখে স্থানীয়রা।
দুই শিশুর মা মিনু বেগম বলেন, ‘আল্লাহ যেন কাউকে এমন শোক না দেন। একসঙ্গে দুই সন্তানের মৃত্যু, কীভাবে নেমে নেব!’
তাদের বাবা লিটন মাতুব্বর বলেন, ‘আল্লাহ আমারে এ কোন শাস্তি দিলেন। আমার দুই সন্তানকে কেন কেড়ে নিলেন?’
প্রতিবেশী মনোয়ারা বেগম বলেন, ‘তিন মেয়ের পরে ছেলে হয়েছে। তাই বাবা-মায়ের অনেক স্বপ্ন ছিল ছেলেকে নিয়ে। কিন্তু তা পূরণ হলো না। অকালেই হারাতে হলো দুই সন্তানকে। আল্লাহ যেন তাদের এই শোক সহ্য করার শক্তি দেন।’
মাদারীপুরের কুমার নদে গোসলে নেমে নিখোঁজ হওয়ার তিন দিন পর দুই ভাইবোনের লাশ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার সকালে মাদারীপুর সদর উপজেলার রাস্তি এলাকার কুমার নদ থেকে স্থানীয়রা এ দুই শিশুর লাশ উদ্ধার করে।
উদ্ধার হওয়া কুলসুম আক্তার (১১) ও মিনহাজ (৭) সদর উপজেলার তরমুগরিয়া এলাকায় হকার (ভাঙারি ব্যবসায়ী) লিটন মাতুব্বরের সন্তান। তারা স্থানীয় একটি মাদ্রাসায় পড়ত।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ঘটনাটি খুবই মর্মান্তিক। খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়েছিল। স্থানীয়রা দুই শিশুর লাশ উদ্ধার করেছে।
দুই শিশুর স্বজনেরা জানান, লিটন মাতুব্বর ও মনোয়ারা বেগম দম্পতির তিন মেয়ে ও এক ছেলে। গত ৫ ফেব্রুয়ারি প্রতিদিনের মতো লিটন মাতুব্বর ভাঙ্গারি কেনাবেচার কাজে বাইরে যান। মা ছিলেন কাজে ব্যস্ত। এই সুযোগে মাদ্রাসা থেকে ফিরে দুপুরে পাশের কুমার নদে গোসলে যায় ভাইবোন। গোসল করতে নেমে দুই ভাইবোন নিখোঁজ হয়। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধারে নামে। বিকেল ৫টা পর্যন্ত তাদের সন্ধান মেলেনি। এরপর অভিযান বন্ধ রাখা হয়। আজ শনিবার সকালে কুমার নদের রাস্তি এলাকায় শিশু দুটির লাশ ভাসতে দেখে স্থানীয়রা।
দুই শিশুর মা মিনু বেগম বলেন, ‘আল্লাহ যেন কাউকে এমন শোক না দেন। একসঙ্গে দুই সন্তানের মৃত্যু, কীভাবে নেমে নেব!’
তাদের বাবা লিটন মাতুব্বর বলেন, ‘আল্লাহ আমারে এ কোন শাস্তি দিলেন। আমার দুই সন্তানকে কেন কেড়ে নিলেন?’
প্রতিবেশী মনোয়ারা বেগম বলেন, ‘তিন মেয়ের পরে ছেলে হয়েছে। তাই বাবা-মায়ের অনেক স্বপ্ন ছিল ছেলেকে নিয়ে। কিন্তু তা পূরণ হলো না। অকালেই হারাতে হলো দুই সন্তানকে। আল্লাহ যেন তাদের এই শোক সহ্য করার শক্তি দেন।’
ভোলার লালমোহনে অভিযান চালিয়ে ৯টি অবৈধ ট্রলিং বোট জব্দ করেছে কোস্ট গার্ড। আজ রোববার (২০ এপ্রিল) বিকেলে লালমোহন উপজেলার গজারিয়া খাল গোড়ায় এই অভিযান চালানো হয়। কোস্ট গার্ড ভোলা দক্ষিণ জোনের লেফটেন্যান্ট কমান্ডার ও স্টাফ অফিসার অপারেশন রিফাত আহমেদ প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।
২১ মিনিট আগেনারায়ণগঞ্জের রূপগঞ্জে অবস্থিত ইউএস–বাংলা মেডিকেল কলেজের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামীকাল সোমবার। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কলেজ ক্যাম্পাসে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছে কলেজ কর্তৃপক্ষ।
২৩ মিনিট আগেনেছারাবাদে আরামকাঠি ক্ষুদ্র সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির পরিচালক মো. রহমাত উল্লাহর বিরুদ্ধে পাঁচ সহস্রাধিক গ্রাহকের হাজার কোটি টাকা নিয়ে লাপাত্তা হওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আজ রোববার তাঁর বাড়িতে বিক্ষুব্ধ গ্রাহকেরা জড়ো হয়ে বিক্ষোভ করেন। পরে সমিতির ম্যানেজার-মাঠকর্মীসহ সাতজনকে আটক করে পুলিশের হাতে
৩০ মিনিট আগেচিরকুটে লেখা ছিল, ‘বিয়ের পর আমার বাবা-মা, স্বামীর পরিবারের সাথে কোনো যোগাযোগ নাই। আমাদের দুজনের মরদেহ ঢাকাতে কোনো সরকারি কবরস্থানে দাফন দিয়েন। আমার এবং আমার স্বামীর বাড়িতে নেওয়ার দরকার নাই।’
৩৫ মিনিট আগে