Ajker Patrika

সারের দাম ২ টাকা বেশি নেওয়ায় ২০ হাজার টাকা জরিমানাসহ লাইসেন্স জব্দ

গোসাইরহাট (শরীয়তপুর) প্রতিনিধি
Thumbnail image

শরীয়তপুরের গোসাইরহাট উপজেলায় নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রি করায় এক ব্যবসায়ীর লাইসেন্স জব্দ ও ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার নাগেরপাড়া ইউনিয়নের নাগেরপাড়া বাজারে অভিযান চালিয়ে এ জরিমানা করেন উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। 

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সুজন দাশগুপ্ত। এ সময় উপস্থিত ছিলেন—উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাফী বিন কবির ও উপজেলা কৃষি কর্মকর্তা মো. শাহাবুদ্দিন। 

উপজেলা কৃষি অফিস ও ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, সারের মজুত ও মূল্য স্বাভাবিক রাখতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত বাজার তদারকি করা হয়। কিন্তু প্রশাসনের বাজার তদারকির খবর ছড়িয়ে পড়লে তদারকি দল দোকানগুলোতে পৌঁছানোর আগেই অসাধু ব্যবসায়ীরা সতর্ক হয়ে যায় এবং অভিযোগ অনুযায়ী তাদের কাছ থেকে কোনো অনিয়মের তথ্য প্রমাণ পাওয়া যায় না। এ প্রেক্ষিতে উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি অফিসের পক্ষ থেকে গোপনে একজনকে ক্রেতা সাজিয়ে সার কেনার মাধ্যমে দোকানগুলোর সারের মূল্য যাচাই করা হয়। 

আরও জানা যায়, যাচাই করে দেখা যায় নাগেরপাড়া বাজারের একজন ব্যবসায়ী ক্রেতার (ছদ্মবেশী) কাছ থেকে ২২ টাকা মূল্যের ইউরিয়া সার ২৪ টাকা, ২২ টাকা মূল্যের টিএসপি সার ২৬ টাকা এবং ১৫ টাকা মূল্যের পটাশ সার ২০ টাকা মূল্যে বিক্রি করছে। পরে ওই ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে খুচরা সার ডিলারের লাইসেন্স জব্দ করা হয় এবং ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া ওই ব্যবসায়ীর খুচরা ডিলারশিপ লাইসেন্স বাতিল করার সুপারিশ করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট। অভিযানে গোসাইরহাট থানা-পুলিশের একটি দল সহযোগিতা করে। 

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সুজন দাশগুপ্ত আজকের পত্রিকাকে বলেন, ‘আমাদের অভিযানের খবর আগেই ব্যবসায়ীদের মাঝে ছড়িয়ে পরে। যার কারণে অভিযোগ অনুযায়ী তাদের কাছ থেকে কোনো অনিয়মের তথ্য প্রমাণ পাওয়া যায় না। তাই কৌশলে আমাদের একজনকে ক্রেতা সাজিয়ে সারের বাজার মূল্য যাচাই করা হয়। অভিযোগের সত্যতা পেয়ে তাৎক্ষণিকভাবে ওই দোকানে গিয়ে আমরা ব্যবসায়ীর লাইসেন্স জব্দ ও ২০ হাজার টাকা জরিমানা করি। সাধারণ কৃষকদের ন্যায্যমূল্যে সার পাওয়া নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত