গোসাইরহাট (শরীয়তপুর) প্রতিনিধি
শরীয়তপুরের গোসাইরহাট উপজেলায় নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রি করায় এক ব্যবসায়ীর লাইসেন্স জব্দ ও ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার নাগেরপাড়া ইউনিয়নের নাগেরপাড়া বাজারে অভিযান চালিয়ে এ জরিমানা করেন উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সুজন দাশগুপ্ত। এ সময় উপস্থিত ছিলেন—উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাফী বিন কবির ও উপজেলা কৃষি কর্মকর্তা মো. শাহাবুদ্দিন।
উপজেলা কৃষি অফিস ও ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, সারের মজুত ও মূল্য স্বাভাবিক রাখতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত বাজার তদারকি করা হয়। কিন্তু প্রশাসনের বাজার তদারকির খবর ছড়িয়ে পড়লে তদারকি দল দোকানগুলোতে পৌঁছানোর আগেই অসাধু ব্যবসায়ীরা সতর্ক হয়ে যায় এবং অভিযোগ অনুযায়ী তাদের কাছ থেকে কোনো অনিয়মের তথ্য প্রমাণ পাওয়া যায় না। এ প্রেক্ষিতে উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি অফিসের পক্ষ থেকে গোপনে একজনকে ক্রেতা সাজিয়ে সার কেনার মাধ্যমে দোকানগুলোর সারের মূল্য যাচাই করা হয়।
আরও জানা যায়, যাচাই করে দেখা যায় নাগেরপাড়া বাজারের একজন ব্যবসায়ী ক্রেতার (ছদ্মবেশী) কাছ থেকে ২২ টাকা মূল্যের ইউরিয়া সার ২৪ টাকা, ২২ টাকা মূল্যের টিএসপি সার ২৬ টাকা এবং ১৫ টাকা মূল্যের পটাশ সার ২০ টাকা মূল্যে বিক্রি করছে। পরে ওই ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে খুচরা সার ডিলারের লাইসেন্স জব্দ করা হয় এবং ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া ওই ব্যবসায়ীর খুচরা ডিলারশিপ লাইসেন্স বাতিল করার সুপারিশ করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট। অভিযানে গোসাইরহাট থানা-পুলিশের একটি দল সহযোগিতা করে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সুজন দাশগুপ্ত আজকের পত্রিকাকে বলেন, ‘আমাদের অভিযানের খবর আগেই ব্যবসায়ীদের মাঝে ছড়িয়ে পরে। যার কারণে অভিযোগ অনুযায়ী তাদের কাছ থেকে কোনো অনিয়মের তথ্য প্রমাণ পাওয়া যায় না। তাই কৌশলে আমাদের একজনকে ক্রেতা সাজিয়ে সারের বাজার মূল্য যাচাই করা হয়। অভিযোগের সত্যতা পেয়ে তাৎক্ষণিকভাবে ওই দোকানে গিয়ে আমরা ব্যবসায়ীর লাইসেন্স জব্দ ও ২০ হাজার টাকা জরিমানা করি। সাধারণ কৃষকদের ন্যায্যমূল্যে সার পাওয়া নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’
শরীয়তপুরের গোসাইরহাট উপজেলায় নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রি করায় এক ব্যবসায়ীর লাইসেন্স জব্দ ও ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার নাগেরপাড়া ইউনিয়নের নাগেরপাড়া বাজারে অভিযান চালিয়ে এ জরিমানা করেন উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সুজন দাশগুপ্ত। এ সময় উপস্থিত ছিলেন—উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাফী বিন কবির ও উপজেলা কৃষি কর্মকর্তা মো. শাহাবুদ্দিন।
উপজেলা কৃষি অফিস ও ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, সারের মজুত ও মূল্য স্বাভাবিক রাখতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত বাজার তদারকি করা হয়। কিন্তু প্রশাসনের বাজার তদারকির খবর ছড়িয়ে পড়লে তদারকি দল দোকানগুলোতে পৌঁছানোর আগেই অসাধু ব্যবসায়ীরা সতর্ক হয়ে যায় এবং অভিযোগ অনুযায়ী তাদের কাছ থেকে কোনো অনিয়মের তথ্য প্রমাণ পাওয়া যায় না। এ প্রেক্ষিতে উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি অফিসের পক্ষ থেকে গোপনে একজনকে ক্রেতা সাজিয়ে সার কেনার মাধ্যমে দোকানগুলোর সারের মূল্য যাচাই করা হয়।
আরও জানা যায়, যাচাই করে দেখা যায় নাগেরপাড়া বাজারের একজন ব্যবসায়ী ক্রেতার (ছদ্মবেশী) কাছ থেকে ২২ টাকা মূল্যের ইউরিয়া সার ২৪ টাকা, ২২ টাকা মূল্যের টিএসপি সার ২৬ টাকা এবং ১৫ টাকা মূল্যের পটাশ সার ২০ টাকা মূল্যে বিক্রি করছে। পরে ওই ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে খুচরা সার ডিলারের লাইসেন্স জব্দ করা হয় এবং ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া ওই ব্যবসায়ীর খুচরা ডিলারশিপ লাইসেন্স বাতিল করার সুপারিশ করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট। অভিযানে গোসাইরহাট থানা-পুলিশের একটি দল সহযোগিতা করে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সুজন দাশগুপ্ত আজকের পত্রিকাকে বলেন, ‘আমাদের অভিযানের খবর আগেই ব্যবসায়ীদের মাঝে ছড়িয়ে পরে। যার কারণে অভিযোগ অনুযায়ী তাদের কাছ থেকে কোনো অনিয়মের তথ্য প্রমাণ পাওয়া যায় না। তাই কৌশলে আমাদের একজনকে ক্রেতা সাজিয়ে সারের বাজার মূল্য যাচাই করা হয়। অভিযোগের সত্যতা পেয়ে তাৎক্ষণিকভাবে ওই দোকানে গিয়ে আমরা ব্যবসায়ীর লাইসেন্স জব্দ ও ২০ হাজার টাকা জরিমানা করি। সাধারণ কৃষকদের ন্যায্যমূল্যে সার পাওয়া নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’
এক ভাই এক বোনের মধ্যে পারভেজ ছিল বড়। প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী ছিল পারভেজ। পারভেজ কাফরুলে কাজিপাড়া আলহেরা হাসপাতালের পাশে একটি মেসে থাকত। ছোট বোন ঢাকার মাইলস্টোনে পড়াশোনা করে। বাবা জসিম উদ্দিন কুয়েত প্রবাসী। মা পারভীন আক্তার গৃহিণী। তাদের গ্রামে
১৩ মিনিট আগেখ্রিষ্টান সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ইস্টার সানডে আজ রোববার। দিনটি খ্রিষ্ট ধর্মের প্রবর্তক যিশুখ্রিষ্টের পুনরুত্থান দিবস হিসেবে পালন করেন খ্রিষ্ট ধর্মাবলম্বীরা। তাঁদের মতে দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, সংবেদনশীল এবং আনন্দের।
১৬ মিনিট আগেচাঁদপুর সদর উপজেলায় বহরিয়া বাজারে অগ্নিকাণ্ডে ১১টি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে গেছে। এ ঘটনায় কেউ হতাহত হননি। গতকাল শনিবার মধ্যরাতে লক্ষ্মীপুর মডেল ইউনিয়নে এই ঘটনা ঘটে। চাঁদপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক সৈয়দ মুহাম্মদ মোরশেদ হোসেন অগ্নিকাণ্ডের তথ্য নিশ্চিত করেছেন।
২২ মিনিট আগেরাজশাহীর চারঘাটে চোলাই মদপানে দুজনের মৃত্যুর পর ওই এলাকায় অভিযান চালিয়েছে র্যাব। এ সময় ১ হাজার ৪২০ লিটার চোলাই মদসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।
২৩ মিনিট আগে