Ajker Patrika

হাদিসুরসহ আটকে পড়া নাবিকদের ক্ষতিপূরণের দাবি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
হাদিসুরসহ আটকে পড়া নাবিকদের ক্ষতিপূরণের দাবি

ইউক্রেনে বাংলাদেশি ‘এমভি বাংলার সমৃদ্ধি’ জাহাজে রকেট হামলায় নিহত মেরিন ইঞ্জিনিয়ার হাদিসুর রহমানসহ সব নাবিককে নিরাপদে দেশে ফিরিয়ে এনে তাঁদের পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়েছে বঙ্গবন্ধু নৌ-পরিষদ। শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) এক সংবাদ সম্মেলনে এ দাবি জানিয়েছে সংগঠনটি। 

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, নিহত হাদিসুরের পরিবারে বাবা-মা ও ৩ ভাই-বোন রয়েছেন। তিনি ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তাঁর বাবা একটি বেসরকারি মাদ্রাসার অবসরপ্রাপ্ত শিক্ষক এবং ভাবি বোনেরা সবাই এখনো পড়াশোনা করছেন।’ 

হাদিসুরের ভাই গোলাম মাওলা প্রিন্স বলেন, ‘ভাইকে তো আর ফিরে পাওয়া সম্ভব নয়। তাই প্রধানমন্ত্রীর কাছে আবেদন ভাইয়ের লাশটা যেন দ্রুত দেশে আনার ব্যবস্থা করেন এবং তাঁদের দুই ভাইয়ের পড়াশোনা ও চাকরির ব্যবস্থা করেন।’ 

বঙ্গবন্ধু নৌ-পরিষদের সভাপতি আশরাফ ইবনে নূর নিহত মেরিন ইঞ্জিনিয়ার হাদিসুর রহমানের মরদেহ সহ আটকে পড়াদের ফিরিয়ে আনার লক্ষ্যে বঙ্গবন্ধু নৌ-পরিষদের পক্ষ থেকে পররাষ্ট্র, নৌ মন্ত্রণালয় সহ সংশ্লিষ্ট দপ্তরসমূহের প্রতি আহ্বান জানান। 

 ‘এমভি বাংলার সমৃদ্ধি’ জাহাজের আরেক নাবিক রবিউল আওয়ালের ভাই জাকির হোসেন বলেন, ‘আমার ভাইসহ বাকি ২৮ জন নাবিককে ফিরিয়ে আনা হোক। এ জন্য সরকারের দ্রুত হস্তক্ষেপ কামনা করি।’ 
 
এ সময় বঙ্গবন্ধু নৌ-পরিষদ এবং বাংলাদেশের সব মেরিনারদের পক্ষ থেকে কিছু দাবি তুলে ধরা হয়। দাবিগুলো হলো—নিহত হাদিসের মরদেহসহ জীবিত ২৮ জন নাবিককে দ্রুত নিরাপদে দেশে ফিরিয়ে আনা, হাদিসুরকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা ও সব নাবিককে ক্ষতিপূরণের আওতায় নিয়ে আসা। 

সংবাদ সম্মেলনে বঙ্গবন্ধু নৌ-পরিষদের সভাপতি আশরাফ ইবনে নূর, সাধারণ সম্পাদক শের শাহ, নিহত হাদিসুর রহমানের ছোট ভাই গোলাম মওলা প্রিন্স এবং আটকে পড়া অন্যান্য নাবিকদের স্বজনেরা উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত