Ajker Patrika

‘বাবা তোমার জন্য কিছুই করতে পারলাম না’, রাতে বাবাকে বলে সকালে মিলল লাশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
‘বাবা তোমার জন্য কিছুই করতে পারলাম না’, রাতে বাবাকে বলে সকালে মিলল লাশ

রাজধানীর পল্লবীর বাসা থেকে রেশাদ আকবর প্রত্যয় (৩৩) নামে এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা তিনি আত্মহত্যা করেছেন। আজ শনিবার সকাল ৯টার দিকে পল্লবীর ২ নম্বর সড়কের সি ব্লকের ৫ নম্বর বাসার তৃতীয় তলার একটি ফ্ল্যাট থেকে তাঁর মরদেহ উদ্ধার করে পল্লবী থানা–পুলিশ। ওই ফ্ল্যাটে তিনি আরও কয়েকজনের সঙ্গে মেস করে ভাড়া থাকতেন। একটি বায়িং হাউসে চাকরি করতেন রেশাদ। 

ময়নাতদন্তের জন্য রেশাদের মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন। 

পরিবারের সদস্যদের বরাত দিয়ে পুলিশ জানায়, রেশাদ আকবরের গ্রামের বাড়ি যশোর শহরের বেজপাড়ায়। তিনি রাশিয়াতে পড়াশোনা করতেন। তিন বছর আগে দেশে ফিরে আসেন। দেশেই বিয়ে করেন। তবে স্ত্রীর সঙ্গে তাঁর বিচ্ছেদ হয়ে যায়। এ নিয়ে তিনি অবসাদে ভুগছিলেন। 

পল্লবী থানার উপপরিদর্শক (এসআই) দেবাশীষ হালদার বলেন, জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯–এ কল পেয়ে তিনি আজ সকালে ওই বাসায় যান। সেখানে তিনি রেশাদের গলাকাটা মরদেহ দেখতে পান। ঘটনাস্থল থেকে ক্রাইম সিন সংগ্রহ করার পর আইনি প্রক্রিয়া শেষে তাঁর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয় দুপুরে।

নিহত রেশাদের মরদেহের পাশ থেকে একটি চিঠি উদ্ধার করে পুলিশ। পুলিশের এই কর্মকর্তা ঘটনাস্থলের আশপাশের কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করেন।

দেবাশীষ হালদার বলেন, ‘ব্যক্তিগত হতাশা থেকে রেশাদ আকবর ধারালো বঁটি দিয়ে নিজের গলা কেটে আত্মহত্যা করেছেন বলে মনে হচ্ছে। তবে ময়নাতদন্ত ও তদন্তের পর বিস্তারিত জানা যাবে।’ 

এ দিকে রেশাদের মৃত্যুর খবর শুনে তাঁর পরিবারের সদস্যরা সকালেই ঘটনাস্থলে যান। 

পল্লবী থানার ওসি পারভেজ ইসলাম বলেন, মানসিক সমস্যা ছিল রেশাদের। এ জন্য তিন বছর যাবৎ যশোরের একটি ক্লিনিকে চিকিৎসা করিয়েছেন তিনি। সিসি ক্যামেরার ফুটেজে দেখা হয়েছে। সেখানে সন্দেহজনক কিছু পরিলক্ষিত হয়নি। তিনি নিজেই রান্নাঘর থেকে বটি নিয়ে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। 

ওসি আরও বলেন, এই ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। তিনি যে বাসাটিতে থাকতেন, সেখানে মোট পাঁচজন ছিলেন। তাঁদের মধ্যে তিনজন বাইরে ছিলেন, দুজন বাসায় ঘুমাচ্ছিলেন। সকাল সাড়ে ৭টা থেকে ৮টার মধ্যে যেকোনো এক সময় তিনি আত্মহত্যা করেছেন বলে মনে হচ্ছে। তাঁর মোবাইল নিয়ে দেখা যায় যে, গত রাতে তাঁর বাবার সঙ্গে শেষ কথা হয়েছে। তাঁর বাবাকে বলেছিলেন, ‘বাবা তোমার জন্য কিছুই করতে পারলাম না।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তামিম কি তাহলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি হবেন

রাজনৈতিক দলের কর্মীদের প্রশিক্ষণ দেওয়ার অভিযোগ, হেফাজতে সেনা কর্মকর্তা

পিআর পদ্ধতিতেই হবে ১০০ আসনের উচ্চকক্ষ, ঐকমত্য কমিশনের সিদ্ধান্ত

নারীর ‘বগলের গন্ধ’ পুরুষের মানসিক চাপ কমায়, তবে কি মানুষেরও আছে ফেরোমোন!

বাংলাদেশি পণ্যে ভারতের চেয়ে কম শুল্কের ইঙ্গিত দিয়েছে যুক্তরাষ্ট্র

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত