নিজস্ব প্রতিবেদক, ঢাকা
কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার শাহজাহান আহমেদ ও তাঁর স্ত্রী নুরুন নাহার লোটাসের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আজ বুধবার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সংস্থাটির কুমিল্লা সমন্বিত জেলা কার্যালয়ে মামলাটি দায়ের করেন সহকারী পরিচালক পাপন কুমার সাহা। কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১-এর সিনিয়র জেল সুপার শাহজাহান আহমেদ এর আগে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে কর্মরত ছিলেন।
দুদকের সচিব মো. মাহবুব হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলাটি দায়ের হয়েছে। তদন্ত শেষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’
মামলার এজাহারে বলা হয়েছে, শাহজাহান আহমেদ ১৯৮৭ সালে বস্ত্র অধিদপ্তরে ড্রাফটস ম্যান পদে যোগদান করেন। পরবর্তী সময় তিনি ১৯৯১ সালে ডেপুটি জেলার পদে যোগ দেন। বর্তমানে তিনি সিনিয়র জেল সুপার পদে কর্মরত আছেন। তিনি ১৯৯২ সালের ২০ জুন খন্দকার নুরুন নাহার লোটাসকে বিয়ে করেন। তিনি পেশায় গৃহিণী। আর জেল সুপার শাহজাহান আহমেদ ২০২০ সালের ২৬ জানুয়ারি থেকে ২০২৩ সালের ২৬ জানুয়ারি পর্যন্ত কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে কর্মরত ছিলেন।
অনুসন্ধানকালে শাহজাহান আহমেদ নিজ নামে স্থাবর, অস্থাবরসহ ১ কোটি ৩০ লাখ ১৯ হাজার ২৬৩ টাকার সম্পদের মালিকানা পাওয়া যায়। ওই সম্পদ অর্জনের বিপরীতে তাঁর মোট আয় পাওয়া যায় ৫৮ লাখ ১০ হাজার ৪১ টাকা। অর্থাৎ ৭২ লাখ ৯ হাজার ২২২ টাকার সম্পদের বৈধ উৎস পাওয়া যায়নি।
অন্যদিকে অনুসন্ধানকালে নুরুন নাহার লোটাসের নামে অর্জিত ১ কোটি ৪৮ লাখ ৯৮ হাজার ৭৩ টাকার স্থাবর ও অস্থাবর সম্পদের বৈধ উৎস পাওয়া যায়নি। দুদকের কাছে প্রথম দিকে ব্যবসার কথা উল্লেখ করা হলেও ব্যবসার কোনো কাগজপত্র দেখাতে পারেননি। এমনকি সংস্থাটির জিজ্ঞাসাবাদেও তাঁর কোনো ব্যবসায়িক তথ্য দিতে পারেননি।
কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার শাহজাহান আহমেদ ও তাঁর স্ত্রী নুরুন নাহার লোটাসের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আজ বুধবার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সংস্থাটির কুমিল্লা সমন্বিত জেলা কার্যালয়ে মামলাটি দায়ের করেন সহকারী পরিচালক পাপন কুমার সাহা। কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১-এর সিনিয়র জেল সুপার শাহজাহান আহমেদ এর আগে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে কর্মরত ছিলেন।
দুদকের সচিব মো. মাহবুব হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলাটি দায়ের হয়েছে। তদন্ত শেষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’
মামলার এজাহারে বলা হয়েছে, শাহজাহান আহমেদ ১৯৮৭ সালে বস্ত্র অধিদপ্তরে ড্রাফটস ম্যান পদে যোগদান করেন। পরবর্তী সময় তিনি ১৯৯১ সালে ডেপুটি জেলার পদে যোগ দেন। বর্তমানে তিনি সিনিয়র জেল সুপার পদে কর্মরত আছেন। তিনি ১৯৯২ সালের ২০ জুন খন্দকার নুরুন নাহার লোটাসকে বিয়ে করেন। তিনি পেশায় গৃহিণী। আর জেল সুপার শাহজাহান আহমেদ ২০২০ সালের ২৬ জানুয়ারি থেকে ২০২৩ সালের ২৬ জানুয়ারি পর্যন্ত কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে কর্মরত ছিলেন।
অনুসন্ধানকালে শাহজাহান আহমেদ নিজ নামে স্থাবর, অস্থাবরসহ ১ কোটি ৩০ লাখ ১৯ হাজার ২৬৩ টাকার সম্পদের মালিকানা পাওয়া যায়। ওই সম্পদ অর্জনের বিপরীতে তাঁর মোট আয় পাওয়া যায় ৫৮ লাখ ১০ হাজার ৪১ টাকা। অর্থাৎ ৭২ লাখ ৯ হাজার ২২২ টাকার সম্পদের বৈধ উৎস পাওয়া যায়নি।
অন্যদিকে অনুসন্ধানকালে নুরুন নাহার লোটাসের নামে অর্জিত ১ কোটি ৪৮ লাখ ৯৮ হাজার ৭৩ টাকার স্থাবর ও অস্থাবর সম্পদের বৈধ উৎস পাওয়া যায়নি। দুদকের কাছে প্রথম দিকে ব্যবসার কথা উল্লেখ করা হলেও ব্যবসার কোনো কাগজপত্র দেখাতে পারেননি। এমনকি সংস্থাটির জিজ্ঞাসাবাদেও তাঁর কোনো ব্যবসায়িক তথ্য দিতে পারেননি।
ময়মনসিংহে হত্যা মামলার আসামির ছুরিকাঘাতে ইয়াসিন আলী স্বপন (৩৫) নামে এক যুবক খুন হয়েছেন। এ ঘটনায় আমির হোসেন নামে আরও একজন আহত হয়েছে।
৩০ মিনিট আগেরাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) সাবেক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের সাবেক ব্যক্তিগত সহকারী (পিএ) আব্দুল ওয়াহেদ খান টিটু গ্রেপ্তার হয়েছেন। আজ শুক্রবার ভোর ৫টার দিকে নওগাঁর বদলগাছী উপজেলার চাকরাইল চৌধুরীপাড়া গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। টিটু মহানগর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক।
৩৮ মিনিট আগেগাজীপুরে হাফ ভাড়া নিয়ে কথা-কাটাকাটির জেরে এক কলেজছাত্রকে চলন্ত বাস থেকে ফেলে হত্যার অভিযোগ উঠেছে বাসচালকের সহকারীর (হেলপার) বিরুদ্ধে। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে মহানগরের পোড়াবাড়ী (মাস্টারবাড়ী) এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগেরাফিউর রাব্বি তাঁর স্ট্যাটাসে বলেন, ‘ডা. সেলিনা হায়াৎ আইভীকে আজ সকালে পুলিশ গ্রেপ্তার করেছে। আমরা এই গ্রেপ্তারের নিন্দা জানাই। নারায়ণগঞ্জকে নরক বানিয়ে রাখা শামীম ওসমানকে সরকারের বাহিনী সসস্মানে দেশ থেকে পালাতে সহায়তা করল, তাঁর পরিবারকে বিএনপির নেতারা পালাতে সহায়তা করল আর আইভীকে করা হলো গ্রেপ্তার।’
১ ঘণ্টা আগে