ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি
কিশোরগঞ্জের ভৈরবে হাজী ফুল মিয়া পাদুকা মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করে দমকল বাহিনীর ৮টি ইউনিট। আজ রোববার (২৭ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে আগুনের সূত্রপাত হয়। এরপর সাড়ে ৪ ঘণ্টা চেষ্টা চালিয়ে রাত সাড়ে ৮টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণ আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস।
কিশোরগঞ্জ জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মো. মোবারক আলী এ তথ্য নিশ্চিত করেন।
এদিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শনে কিশোরগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সাদিকুর রহমান সবুজ, ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত মো. শাহ আলম মোল্লা ও মার্কেট মালিক শিল্পপতি হাজী মো. ফুল মিয়া।
স্থানীয় বাসিন্দা ও মার্কেটের পাদুকা ব্যবসায়ীরা জানান, ভৈরব-কিশোরগঞ্জ মহাসড়ক লাগোয়া ভৈরব উপজেলা পরিষদের সামনে হাজী ফুল মিয়া পাদুকা মার্কেট। এই মার্কেটে পাইকারি দরে পাদুকা বেচা-কেনা হয়ে আসছে। ৩ তলা বিশিষ্ট মার্কেটটিতে একটি ব্যাংকের শাখাসহ প্রায় দেড় হাজার ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। প্রথম ও দ্বিতীয় তলায় পাইকারি ব্যবসা প্রতিষ্ঠান। আর ৩ তলায় পাদুকার গোদাম হিসেবে ব্যবহার করে ব্যবসায়ীরা। ফলে ৩ তলায় মানুষের চলাচলও কম।
এদিকে মার্কেটে অগ্নিকাণ্ডের খবর পেয়ে শত শত ব্যবসায়ী ও উৎসুক জনতা ভিড় জমায়। ফলে ভৈরব-কিশোরগঞ্জ মহাসড়কের যানজটের সৃষ্টি হয়।
প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, আজ রোববার বিকেল সাড়ে ৩টার দিকে হঠাৎ করে ৩ তলা থেকে আগুনের কালো ধোঁয়া বের হতে দেখতে পায় লোকজন। পরে খবর পেয়ে দমকল বাহিনীর সদস্যরা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা শুরু করে। কিন্তু সময় বাড়ার সঙ্গে আগুনও বাড়তে থাকে। ফলে ভৈরবসহ আশ-পাশের জেলা ও উপজেলা থেকে ৮টি ফায়ার সার্ভিসের ইউনিট একযোগে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে প্রায় ৫ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তা ছাড়া কীভাবে আগুনের সূত্রপাত তা কেউ বলতে পারছে না। তবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করছেন দমকল বাহিনীর কর্মকর্তারা।
এ বিষয়ে জানতে চাইলে কিশোরগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মো. মোবারক আলী বলেন, ‘আমরা রাত সাড়ে ৮টার দিকে ৮টি ইউনিট একযোগে কাজ করে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি। তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা সম্ভব হচ্ছে না। তবে আগামীকাল আমাদের পক্ষ থেকে এবং জেলা প্রশাসকের পক্ষ থেকে দুটি তদন্ত কমিটি গঠন করা হবে। তদন্ত শেষে আগুনের সূত্রপাত এবং ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে বলা যাবে।’
কিশোরগঞ্জের ভৈরবে হাজী ফুল মিয়া পাদুকা মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করে দমকল বাহিনীর ৮টি ইউনিট। আজ রোববার (২৭ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে আগুনের সূত্রপাত হয়। এরপর সাড়ে ৪ ঘণ্টা চেষ্টা চালিয়ে রাত সাড়ে ৮টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণ আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস।
কিশোরগঞ্জ জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মো. মোবারক আলী এ তথ্য নিশ্চিত করেন।
এদিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শনে কিশোরগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সাদিকুর রহমান সবুজ, ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত মো. শাহ আলম মোল্লা ও মার্কেট মালিক শিল্পপতি হাজী মো. ফুল মিয়া।
স্থানীয় বাসিন্দা ও মার্কেটের পাদুকা ব্যবসায়ীরা জানান, ভৈরব-কিশোরগঞ্জ মহাসড়ক লাগোয়া ভৈরব উপজেলা পরিষদের সামনে হাজী ফুল মিয়া পাদুকা মার্কেট। এই মার্কেটে পাইকারি দরে পাদুকা বেচা-কেনা হয়ে আসছে। ৩ তলা বিশিষ্ট মার্কেটটিতে একটি ব্যাংকের শাখাসহ প্রায় দেড় হাজার ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। প্রথম ও দ্বিতীয় তলায় পাইকারি ব্যবসা প্রতিষ্ঠান। আর ৩ তলায় পাদুকার গোদাম হিসেবে ব্যবহার করে ব্যবসায়ীরা। ফলে ৩ তলায় মানুষের চলাচলও কম।
এদিকে মার্কেটে অগ্নিকাণ্ডের খবর পেয়ে শত শত ব্যবসায়ী ও উৎসুক জনতা ভিড় জমায়। ফলে ভৈরব-কিশোরগঞ্জ মহাসড়কের যানজটের সৃষ্টি হয়।
প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, আজ রোববার বিকেল সাড়ে ৩টার দিকে হঠাৎ করে ৩ তলা থেকে আগুনের কালো ধোঁয়া বের হতে দেখতে পায় লোকজন। পরে খবর পেয়ে দমকল বাহিনীর সদস্যরা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা শুরু করে। কিন্তু সময় বাড়ার সঙ্গে আগুনও বাড়তে থাকে। ফলে ভৈরবসহ আশ-পাশের জেলা ও উপজেলা থেকে ৮টি ফায়ার সার্ভিসের ইউনিট একযোগে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে প্রায় ৫ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তা ছাড়া কীভাবে আগুনের সূত্রপাত তা কেউ বলতে পারছে না। তবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করছেন দমকল বাহিনীর কর্মকর্তারা।
এ বিষয়ে জানতে চাইলে কিশোরগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মো. মোবারক আলী বলেন, ‘আমরা রাত সাড়ে ৮টার দিকে ৮টি ইউনিট একযোগে কাজ করে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি। তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা সম্ভব হচ্ছে না। তবে আগামীকাল আমাদের পক্ষ থেকে এবং জেলা প্রশাসকের পক্ষ থেকে দুটি তদন্ত কমিটি গঠন করা হবে। তদন্ত শেষে আগুনের সূত্রপাত এবং ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে বলা যাবে।’
বরিশালের হিজলায় মেঘনা নদীতে অভিযান চালিয়ে ১৫ জেলেকে আটক করা হয়েছে। গতকাল সোমবার দুপুর থেকে মেঘনা নদীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
৩ মিনিট আগেরাজধানীর শাহজাদপুরের বীর উত্তম রফিকুল ইসলাম অ্যাভিনিউয়ে অবস্থিত মজুমদার ভিলায় থাকা একটি আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত আরও একজনের পরিচয় শনাক্ত হয়েছে। নিহত ওই ব্যক্তির নাম ইসরাফুল আলম (৩৫)। তাঁর বাড়ি ঝিনাইদহ সদরের আরাপপুর।
২৫ মিনিট আগেদায়িত্ব পালনরত ট্রাফিক পুলিশ সদস্যের নাকে ঘুষি মারা যশোর সরকারি সিটি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক শাওন ইসলাম সবুজকে বহিষ্কার করা হয়েছে। গত রোববার রাতে এক বিজ্ঞপ্তির মাধ্যমে তাঁকে বহিষ্কার করে ছাত্রদল।
২৯ মিনিট আগেজুলাই গণ-অভ্যুত্থানে সিলেট বিভাগের শহীদদের নাম স্থান পেয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) প্রকাশিত ২০২৫ সালের ডায়েরিতে। এতে সিলেট বিভাগের তিন জেলার মোট ৩৩ শহীদের নাম প্রকাশ করা হয়। ডায়েরির ১১৮ থেকে ১২০ তম পাতায় শহীদদের নাম অন্তর্ভুক্ত করা হয়।
৩৩ মিনিট আগে