Ajker Patrika

নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে কলেজছাত্র নিহত

নরসিংদী প্রতিনিধি
আপডেট : ০১ অক্টোবর ২০২৩, ১৭: ৪৯
নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে কলেজছাত্র নিহত

নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে মুমিত হাসান তনু (১৯) নামে এক কলেজছাত্র নিহত হয়েছে।

আজ রোববার সকাল সাড়ে ৯টার দিকে নরসিংদী সদর উপজেলার চিনিশপুরে ঢাকা-সিলেট রেল সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মুমিত হাসান তনু কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার রাজনেরহাট এলাকার মোমিন মিয়ার ছেলে। সে নরসিংদীর আব্দুল কাদির মোল্লা সিটি কলেজের মানবিক বিভাগ থেকে চলতি বছর এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছে। পরীক্ষা শেষ হলেও কলেজের নিয়মিত উপস্থিতিতে অংশ নিতে প্রতিদিনের মতো কলেজে যাচ্ছিল সে।

তার সহপাঠী ও এলাকাবাসী জানায়, চিনিশপুরের একটি বাড়িতে ভাড়ায় থেকে কলেজে পড়াশোনা করত তনু। প্রতিদিনের মতো সকাল সাড়ে ৯টার দিকে দুই বন্ধু মিলে কলেজে রওনা হন। পধিমধ্যে রেল সড়ক পারাপারের সময় ঢাকা থেকে ছেড়ে আসা দ্রুতগামী একটি ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক কার্তিক চন্দ্র রায় আজকের পত্রিকাকে জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ফাঁড়িতে নেওয়া হয়েছে। পরিবারের লোকজনের সিদ্ধান্তের ওপর ভিত্তি করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের সঙ্গে আফগানিস্তান-শ্রীলঙ্কাও ঢাকায় এসিসির সভা বর্জন করল

মুক্তি পেয়ে আ.লীগ নেতার ভিডিও বার্তা, বেআইনি বলল বিএনপি

গাড়ি কেনার টাকা না দেওয়ায় স্ত্রীকে মারধর, নির্বাহী ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে মামলা

সালাহউদ্দিনকে নিয়ে বিষোদ্‌গার: চকরিয়ায় এনসিপির পথসভার মঞ্চে বিএনপির হামলা-ভাঙচুর

যুদ্ধবিমানের ২৫০ ইঞ্জিন কিনছে ভারত, ফ্রান্সের সঙ্গে ৬১ হাজার কোটি রুপির চুক্তি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত