Ajker Patrika

সাভারে চালককে অচেতন করে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা, গ্রেপ্তার ২ 

সাভার (ঢাকা) প্রতিনিধি
আপডেট : ০৬ ডিসেম্বর ২০২২, ১২: ৩৯
সাভারে চালককে অচেতন করে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা, গ্রেপ্তার ২ 

ঢাকার সাভার উপজেলার আশুলিয়ায় চালককে ‘নেশাজাতীয় দ্রব্য খাইয়ে’ অচেতন করে অটোরিকশা চুরির অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ভুক্তভোগী অটোরিকশাচালক শাহিন আলম (৪০) সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। 

গতকাল সোমবার আশুলিয়া থানা থেকে গ্রেপ্তার দুই আসামিকে আদালতে পাঠানো হয়। এর আগে রোববার রাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের টারজান পয়েন্টে থেকে স্থানীয়দের সহযোগিতায় দুজনকে গ্রেপ্তার করে পুলিশ। 

আসামিরা হলেন চাঁদপুর জেলার হাইমচর উপজেলার মিয়াবাজার গ্রামের মৃত আব্দুল কাইয়ুমের ছেলে মো. সোহাগ (৩২)। তিনি দক্ষিণ গাজীরচট বটতলায় ভাড়া থাকতেন। অন্যজন আশুলিয়া থানার দক্ষিণ গাজীরচট এলাকার মৃত নূর মিয়ার ছেলে মো. মামুন (৩৫)। 

ভুক্তভোগী অটোরিকশাচালক শাহিন আলম টাঙ্গাইল সদর উপজেলার তেলিনা গ্রামের হালিম মিয়ার ছেলে। বর্তমানে তিনি আশুলিয়ার বখতারপুর এলাকায় পরিবারসহ ভাড়া থাকেন। 

পুলিশ বলছে, রোববার রাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রান্তিক গেট থেকে যাত্রীবেশে অভিযুক্ত দুজন অটোরিকশায় মুসলিমনগর বাজারের উদ্দেশে রওয়ানা হন। পরে তাঁরা বিশ্ববিদ্যালয়ের টারজান পয়েন্টে চটপটির দোকানে বসে চটপটির সঙ্গে নেশাদ্রব্য মিশিয়ে খাওয়ানোর পর ওই অটোরিকশাচালক অচেতন হয়ে পড়েন। এ সময় তাঁকে ফেলে রেখে অটোরিকশাটি নিয়ে পালিয়ে যাওয়ার সময় দোকানিসহ আশপাশের লোকজনের সন্দেহ হলে তাঁরা দুজনকে আটক করে আহতের পরিবারকে খবর দেন। 

অটোরিকশাচালক শাহিন আলমের স্ত্রী মেরুজা বেগম বলেন, ‘ওখানে (ঘটনা) কেউ একজন আমার স্বামীর মোবাইল ফোন থেকে কল দিয়ে আমার ছেলেকে বিস্তারিত ঘটনা জানায়। পরে আমার ছেলে সেখানে গিয়ে আশুলিয়া থানার পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে আসামিদের আটক করে।’ 

এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা ও আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল মালেক বলেন, এ ঘটনায় শাহিনের স্ত্রী বাদী হয়ে মামলা দায়ের করেছেন। মূলত দোকানে গিয়ে চটপটি নিয়ে তাঁরা (আসামিরা) নেশাদ্রব্য মিশিয়ে চালককে খাওয়ান। পরে চালক অচেতন হয়ে পড়লে, অটোরিকশা নিয়ে যাওয়ার সময় ঘটনাটি চটপটির দোকানদারের নজরে আসে। তিনি প্রথমে প্রতিবাদ করে স্থানীয়দের সহযোগিতায় তাঁদের আটক করেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মিয়ানমারে নিযুক্ত প্রতিরক্ষা উপদেষ্টাকে দেশে ফেরার নির্দেশ

সরকারি কর্মচারীদের পদ-পদবি-বেতন কাঠামো নিয়ে পাল্টা অবস্থানে দুই পক্ষ

আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ প্রসঙ্গে যা বলল পাকিস্তানের পত্রিকা দ্য ডন

বাংলাদেশ এড়িয়ে সমুদ্রপথে সেভেন সিস্টার্সকে যুক্ত করতে নতুন প্রকল্প ভারতের

মোহাম্মদপুরে আলোকচিত্রী ও জিগাতলায় শিক্ষার্থী খুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত