Ajker Patrika

কর্মচারীদের চলমান ধর্মঘটে তালা ভেঙে ভবনে ঢুকলেন জাবি উপাচার্য

জাবি প্রতিনিধি
আপডেট : ০৮ জুন ২০২৩, ১৭: ১২
Thumbnail image

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) কর্মচারীদের অবস্থান ধর্মঘটের মুখে তালা ভেঙে প্রশাসনিক ভবনে প্রবেশ করেছেন উপাচার্য নূরুল আলম। পোষ্যদের ভর্তির ক্ষেত্রে বিভাগীয় শর্ত বাতিল করাসহ ১৪ দফা দাবিতে টানা দ্বিতীয় দিনের মতো পূর্ণদিবস কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট পালন করছেন তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীরা।

আজ বৃহস্পতিবার সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের ফটকে তালা ঝুলিয়ে কর্মসূচি শুরু করেন তাঁরা। পরে তালা ভেঙে প্রশাসনিক ভবনে প্রবেশ করেন উপাচার্য।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক বিপ্লব খান টিপু বলেন, ‘প্রশাসনের কাছে অনেক আগে থেকেই দাবিগুলো জানিয়েছি। প্রশাসন আশ্বস্ত করছিল পরের সিন্ডিকেট সভায় দাবি মেনে নেওয়া হবে। তবে দীর্ঘসময় অতিবাহিত হলেও প্রশাসন দাবি মেনে নেয়নি। আমরা বাধ্য হয়ে কর্মসূচি দিয়েছি। তবুও উপাচার্য আমাদের সঙ্গে আলোচনায় বসেননি। অথচ তিনি তালা কেটে অফিসে ঢুকেছেন।’

গতকাল বুধবার সকাল পৌনে ৯টার দিকে ১৪ দফা দাবিতে বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবন অবরোধ করে কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট শুরু করেন কর্মচারীরা।

তাঁদের দাবির মধ্যে রয়েছে, কর্মচারীদের পদোন্নতি নীতিমালায় ৮৩ ও ৮৪ নম্বর ক্রমিকের শর্ত ও অভিজ্ঞতায় মতো ৮৫ নম্বর ক্রমিকের শর্ত ও অভিজ্ঞতা একই করা ও ঊর্ধ্বতন সহকারী, সর্টার গ্রেড-৩ এবং সমমানের কর্মচারীদের উচ্চতর স্কেল দেওয়া; তৃতীয় শ্রেণি ও চতুর্থ শ্রেণির কর্মচারীদের নৈশভাতা, সব কর্মচারীর ওভারটাইম বেসিক হারে দেওয়া; বাস ড্রাইভারদের মতো বাস হেলপার, কন্ডাক্টরদের ২৫০ ঘণ্টা ওভারটাইম দেওয়া; মাস্টাররোল ও দৈনিক মজুরি ভিত্তিতে নিয়োজিত কর্মচারীদের স্থায়ীকরণ; সরকার ঘোষিত সাধারণ ছুটির টাকা ওভারটাইম হিসেবে দেওয়া ইত্যাদি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত