নারায়ণগঞ্জ প্রতিনিধি
আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, ‘অনেকে বলেন শ্রীলঙ্কার থেকে শিক্ষা নিয়ে আমরা যেন সাবধান হই। কিন্তু আমরা বলতে চাই, শ্রীলঙ্কায় আমাদের জননেত্রী শেখ হাসিনার মতো সাহসী, দূরদর্শী ও সৎ নেতৃত্ব নেই। ২০০১ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত অযোগ্য নেতৃত্বের কারণে দুর্নীতিতে ৫ বার চ্যাম্পিয়ন হয়েছিল। সেই দুর্নীতিগ্রস্ত দেশকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নয়নের রোল মডেল হিসেবে প্রতিষ্ঠিত করেছেন।’
আজ রোববার বিকেলে নারায়ণগঞ্জের ফতুল্লা স্টেডিয়াম সংলগ্ন নম পার্কে আয়োজিত এক আলোচনা সভায় এই মন্তব্য করেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
এর আগে জালকুড়িতে ‘শেখ কামাল আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টার’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রতিমন্ত্রী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ ৪ আসনের সাংসদ শামীম ওসমান।
প্রতিমন্ত্রী পলক বলেন, ‘সজীব ওয়াজেদ জয়ের নির্দেশনায় আমরা প্রতি জেলায় একটি করে আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টার নির্মাণ করতে যাচ্ছি। ৯০ দশকে একজন বিএনপির মন্ত্রীর কোম্পানির মাধ্যমে দেশে মোবাইল আসত। তখন কয়েক লাখ টাকা দিয়ে মোবাইল কিনতে হতো। ১ মিনিট কথা বলতে ৭ থেকে ১০ টাকা লাগত। কিন্তু ১৯৯৬ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একাধিক অপারেটর দেশে কাজ করার সুযোগ করে দেন। সেই কারণেই ধীরে ধীরে মোবাইলসহ কলচার্জ কমে এসেছে। আজ দেশে বড় বড় মোবাইল কোম্পানি দেশেই তাদের মোবাইল উৎপাদন করছে। বিএনপি আমলে এই দেশে স্যামসাং তাদের কারখানা খুলতে চাইলেও তাদের অনুমতি দেওয়া হয়নি। সেই কোম্পানি ভিয়েতনামে নিজেদের কারখানা তৈরি করে লাখো মানুষের কর্মসংস্থান করেছে। আজ প্রধানমন্ত্রীর নির্দেশে খুচরা যন্ত্রাংশের আমদানি শুল্ক তুলে নেওয়ায় দেশেই ১৫টি কোম্পানির মোবাইল উৎপাদন হচ্ছে। শুধু মোবাইল নয়, এসি, টিভি, ফ্রিজ, ল্যাপটপসহ নানান পণ্য উৎপাদিত হচ্ছে। আমরা আমদানি মুখী বাণিজ্য থেকে এবার রপ্তানিমুখী বাণিজ্যের পথে উত্তীর্ণ হয়েছি।’
প্রতিমন্ত্রী শামীম ওসমানের প্রশংসা করে পলক বলেন, ‘শামীম ওসমান ভাই আমাকে বলেছিলেন, আমার এলাকার জন্য একটা কিচ্ছু করে দেবে না? আমি বলেছিলাম, আমি শুধু এমপি বা প্রতিমন্ত্রী নই, আমি আমার কৈশোর থেকে আমি আপনার একজন ভক্ত। আমার সৌভাগ্য যে আমাদের বিভাগ নারায়ণগঞ্জে ছোট কিছু একটি প্রকল্প করতে পেরেছি। আপনি বড় ভাই হিসেবে আমাকে নির্দেশ দিয়েছেন, আমি আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় ভাইয়ের কাছে সেটি প্রস্তাব দিয়েছি। তিনি সেই প্রস্তাব গ্রহণ করেছেন। শামীম ভাই আমাকে বললেন, নারায়ণগঞ্জের তরুণদের জন্য কিছু একটা করে দাও। আমরা শ্রম নির্ভর অর্থনীতি থেকে প্রযুক্তি এবং মেধানির্ভর অর্থনীতির দিকে যাচ্ছি। আমাদের দেশে সাড়ে ৬ লাখ মানুষ অনলাইনে কাজ করছে। এতে করে আমাদের ছেলে মেয়েরা সনদ মুখী না হয়ে কর্মমুখী যেন হয়।’
সভাপতির বক্তব্যে সাংসদ শামীম ওসমান বলেন, ‘ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডটি দেশের একমাত্র সড়ক হবে যেটা আরসিসি ঢালাই হবে। এ সড়কের পাশেই শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টারের কাজ শুরু হয়েছে। এছাড়া এখানে বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজসহ আরও কিছু প্রকল্প হাতে নেওয়া হয়েছে। কিন্তু কেউ কেউ এসব প্রকল্প গুরুত্বপূর্ণ এ স্থান বাদ গিয়ে অলিগলিতে নেওয়ার চেষ্টা করছে যা দিয়ে মানুষের খুব একটা উপকার আসবে না।’
অনুষ্ঠানে অন্যান্যদের ভেতর আরও উপস্থিত ছিলেন-হাই-টেক পার্ক এর ব্যবস্থাপনা পরিচালক ডা. বিকর্ণ কুমার ঘোষ, আইসিটি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম, বাংলাদেশ ডিজেল প্ল্যান্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ রফিকুল ইসলাম, শেখ কামাল আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টার প্রকল্পের পরিচালক একেএম আব্দুল্লাহ খান, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ, পুলিশ সুপার জায়েদুল আলম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত শহীদ বাদল, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোকন সাহা।
আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, ‘অনেকে বলেন শ্রীলঙ্কার থেকে শিক্ষা নিয়ে আমরা যেন সাবধান হই। কিন্তু আমরা বলতে চাই, শ্রীলঙ্কায় আমাদের জননেত্রী শেখ হাসিনার মতো সাহসী, দূরদর্শী ও সৎ নেতৃত্ব নেই। ২০০১ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত অযোগ্য নেতৃত্বের কারণে দুর্নীতিতে ৫ বার চ্যাম্পিয়ন হয়েছিল। সেই দুর্নীতিগ্রস্ত দেশকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নয়নের রোল মডেল হিসেবে প্রতিষ্ঠিত করেছেন।’
আজ রোববার বিকেলে নারায়ণগঞ্জের ফতুল্লা স্টেডিয়াম সংলগ্ন নম পার্কে আয়োজিত এক আলোচনা সভায় এই মন্তব্য করেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
এর আগে জালকুড়িতে ‘শেখ কামাল আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টার’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রতিমন্ত্রী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ ৪ আসনের সাংসদ শামীম ওসমান।
প্রতিমন্ত্রী পলক বলেন, ‘সজীব ওয়াজেদ জয়ের নির্দেশনায় আমরা প্রতি জেলায় একটি করে আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টার নির্মাণ করতে যাচ্ছি। ৯০ দশকে একজন বিএনপির মন্ত্রীর কোম্পানির মাধ্যমে দেশে মোবাইল আসত। তখন কয়েক লাখ টাকা দিয়ে মোবাইল কিনতে হতো। ১ মিনিট কথা বলতে ৭ থেকে ১০ টাকা লাগত। কিন্তু ১৯৯৬ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একাধিক অপারেটর দেশে কাজ করার সুযোগ করে দেন। সেই কারণেই ধীরে ধীরে মোবাইলসহ কলচার্জ কমে এসেছে। আজ দেশে বড় বড় মোবাইল কোম্পানি দেশেই তাদের মোবাইল উৎপাদন করছে। বিএনপি আমলে এই দেশে স্যামসাং তাদের কারখানা খুলতে চাইলেও তাদের অনুমতি দেওয়া হয়নি। সেই কোম্পানি ভিয়েতনামে নিজেদের কারখানা তৈরি করে লাখো মানুষের কর্মসংস্থান করেছে। আজ প্রধানমন্ত্রীর নির্দেশে খুচরা যন্ত্রাংশের আমদানি শুল্ক তুলে নেওয়ায় দেশেই ১৫টি কোম্পানির মোবাইল উৎপাদন হচ্ছে। শুধু মোবাইল নয়, এসি, টিভি, ফ্রিজ, ল্যাপটপসহ নানান পণ্য উৎপাদিত হচ্ছে। আমরা আমদানি মুখী বাণিজ্য থেকে এবার রপ্তানিমুখী বাণিজ্যের পথে উত্তীর্ণ হয়েছি।’
প্রতিমন্ত্রী শামীম ওসমানের প্রশংসা করে পলক বলেন, ‘শামীম ওসমান ভাই আমাকে বলেছিলেন, আমার এলাকার জন্য একটা কিচ্ছু করে দেবে না? আমি বলেছিলাম, আমি শুধু এমপি বা প্রতিমন্ত্রী নই, আমি আমার কৈশোর থেকে আমি আপনার একজন ভক্ত। আমার সৌভাগ্য যে আমাদের বিভাগ নারায়ণগঞ্জে ছোট কিছু একটি প্রকল্প করতে পেরেছি। আপনি বড় ভাই হিসেবে আমাকে নির্দেশ দিয়েছেন, আমি আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় ভাইয়ের কাছে সেটি প্রস্তাব দিয়েছি। তিনি সেই প্রস্তাব গ্রহণ করেছেন। শামীম ভাই আমাকে বললেন, নারায়ণগঞ্জের তরুণদের জন্য কিছু একটা করে দাও। আমরা শ্রম নির্ভর অর্থনীতি থেকে প্রযুক্তি এবং মেধানির্ভর অর্থনীতির দিকে যাচ্ছি। আমাদের দেশে সাড়ে ৬ লাখ মানুষ অনলাইনে কাজ করছে। এতে করে আমাদের ছেলে মেয়েরা সনদ মুখী না হয়ে কর্মমুখী যেন হয়।’
সভাপতির বক্তব্যে সাংসদ শামীম ওসমান বলেন, ‘ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডটি দেশের একমাত্র সড়ক হবে যেটা আরসিসি ঢালাই হবে। এ সড়কের পাশেই শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টারের কাজ শুরু হয়েছে। এছাড়া এখানে বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজসহ আরও কিছু প্রকল্প হাতে নেওয়া হয়েছে। কিন্তু কেউ কেউ এসব প্রকল্প গুরুত্বপূর্ণ এ স্থান বাদ গিয়ে অলিগলিতে নেওয়ার চেষ্টা করছে যা দিয়ে মানুষের খুব একটা উপকার আসবে না।’
অনুষ্ঠানে অন্যান্যদের ভেতর আরও উপস্থিত ছিলেন-হাই-টেক পার্ক এর ব্যবস্থাপনা পরিচালক ডা. বিকর্ণ কুমার ঘোষ, আইসিটি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম, বাংলাদেশ ডিজেল প্ল্যান্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ রফিকুল ইসলাম, শেখ কামাল আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টার প্রকল্পের পরিচালক একেএম আব্দুল্লাহ খান, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ, পুলিশ সুপার জায়েদুল আলম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত শহীদ বাদল, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোকন সাহা।
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর এবং জহুরুল হক বিমান ঘাঁটিতে জ্বালানি তেল সরবরাহের জন্য পাইপলাইনে জেট ফুয়েল সরবরাহের কাজ প্রায় শেষ পর্যায়ে। আগামী আগস্ট মাসে এই পাইপলাইনের কমিশনিং হওয়ার কথা রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন এই প্রকল্পের প্রকল্প পরিচালক ও পদ্মা অয়েল কোম্পানির সহকারী...
৩ ঘণ্টা আগেসাতক্ষীরায় মরিচ্চাপ নদীর ওপর নির্মিত সাতটি সেতু ধসে পড়েছে। এতে সদর ও আশাশুনি উপজেলার অন্তত ২৫টি গ্রামের মানুষের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। তাদের অভিযোগ, সেতুর নিচ দিয়ে অপরিকল্পিতভাবে নদী খনন এবং নিম্নমানের সামগ্রী দিয়ে সেতু নির্মাণ করায় এমন বিপর্যয় ঘটেছে।
৩ ঘণ্টা আগেপঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাসেবা চলছে পরিত্যক্তঘোষিত এক ভবনে। সেখানে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। জানা গেছে, ২০২১ সালের ২৭ ফেব্রুয়ারি ভবনটি আনুষ্ঠানিকভাবে পরিত্যক্ত ঘোষণা করা হলেও সেটিতে এখনো রোগী ভর্তি ও চিকিৎসা কার্যক্রম চলছে।
৩ ঘণ্টা আগেময়মনসিংহের গৌরীপুর এবং কুমিল্লার বুড়িচং ও ব্রাহ্মণপাড়া উপজেলার মোট ১৮৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ শূন্য রয়েছে। পাশাপাশি অনেক বিদ্যালয়ে সহকারী শিক্ষকের পদও শূন্য। অবসর, মৃত্যু ও মামলার কারণে এই পদগুলো শূন্য হয়েছে বলে শিক্ষা অফিস সূত্রে জানা গেছে। এতে জোড়াতালি দিয়ে কোনোরকমে...
৪ ঘণ্টা আগে