নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রবাসী ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী ইমরান আহমদের এপিএস পরিচয়ে ভুয়া ফেইসবুক আইডি খুলে প্রতারণা ও অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে এক দম্পতিকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা সাইবার এন্ড স্পেশাল ক্রাইম বিভাগ। গতকাল সোমবার রাত সাড়ে ১০টায় রাজশাহীর রাজপাড়ার ডাবতলা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন, আতিক হোসেন ওরফে জয় ও মোছা মলি আক্তার ওরফে শান্তা চৌধুরী। তারা উভয়ে স্বামী-স্ত্রী।
আজ মঙ্গলবার দুপুরে ডিএমপি গোয়েন্দা কার্যালয়ে এ বিষয়ে বিস্তারিত জানান ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার (সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগ ও ডিবি-উত্তর) মোহাম্মদ হারুন অর রশীদ।
ডিবির যুগ্ম পুলিশ কমিশনার হারুন অর রশীদ জানান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী ইমরান আহমদের সহকারী একান্ত সচিব মোহাম্মদ রাশেদুজ্জামান সামাজিক যোগাযোগ মাধ্যমে শান্তা চৌধুরী নামের ফেসবুক আইডি থেকে একটি পোস্ট দেখতে পান। সেখানে লেখা ছিল, ‘ধন্যবাদ জানাই মাননীয় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপিকে। আমাকে ২ বছরের জন্য এপিএস হিসেবে চুক্তি ভিত্তিক নিয়োগ দেওয়ার জন্য।’
হারুন অর রশীদ জানান, শান্তা চৌধুরী নামের কাউকে মন্ত্রী চিনেন না এবং তার এপিএস হিসেবে নিয়োগও দেননি। তিনি বলেন, ‘সেই আইডি থেকে মন্ত্রীর এপিএস পরিচয় দিয়ে মেসেঞ্জারের মাধ্যমে বিভিন্ন লোকজনের কাছে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে বিভিন্ন অঙ্কের টাকা দাবি করতেন তাঁরা।’
এ ঘটনায় মন্ত্রীর সহকারী একান্ত সচিব মো. রাশেদুজ্জামান বাদী হয়ে রমনা মডেল থানায় একটি ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছেন বলে জানিয়েছেন তিনি। হারুন অর রশীদ বলেন, ‘বিভিন্ন তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে রাজশাহী থেকে আতিক ও শান্তাকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা পরস্পর স্বামী-স্ত্রী।’
গ্রেপ্তারদের কাছ থেকে উদ্ধার করা মোবাইল ফোন পর্যালোচনা ও জিজ্ঞাসাবাদ করে জানা যায়, তাঁরা প্রতারণার উদ্দেশে ফেসবুক বিভিন্ন ভুয়া অ্যাকাউন্ট খুলে নিজেদের বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তা দাবি করে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে লোকজনের কাছ থেকে মোটা অঙ্কের টাকা চাইতেন। তাদের মোবাইলে কয়েকটি ভিন্ন ভিন্ন নামের ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট পাওয়া যায়। এসব ভুয়া আইডি দিয়ে তারা বিদেশ যেতে ইচ্ছুক আগ্রহী প্রার্থীদের টার্গেট করত। এ ধরনের প্রতারণা করে তারা লক্ষাধিক টাকা হাতিয়ে নিয়েছে বলে গোয়েন্দা পুলিশের এই কর্মকর্তা জানান।
প্রবাসী ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী ইমরান আহমদের এপিএস পরিচয়ে ভুয়া ফেইসবুক আইডি খুলে প্রতারণা ও অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে এক দম্পতিকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা সাইবার এন্ড স্পেশাল ক্রাইম বিভাগ। গতকাল সোমবার রাত সাড়ে ১০টায় রাজশাহীর রাজপাড়ার ডাবতলা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন, আতিক হোসেন ওরফে জয় ও মোছা মলি আক্তার ওরফে শান্তা চৌধুরী। তারা উভয়ে স্বামী-স্ত্রী।
আজ মঙ্গলবার দুপুরে ডিএমপি গোয়েন্দা কার্যালয়ে এ বিষয়ে বিস্তারিত জানান ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার (সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগ ও ডিবি-উত্তর) মোহাম্মদ হারুন অর রশীদ।
ডিবির যুগ্ম পুলিশ কমিশনার হারুন অর রশীদ জানান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী ইমরান আহমদের সহকারী একান্ত সচিব মোহাম্মদ রাশেদুজ্জামান সামাজিক যোগাযোগ মাধ্যমে শান্তা চৌধুরী নামের ফেসবুক আইডি থেকে একটি পোস্ট দেখতে পান। সেখানে লেখা ছিল, ‘ধন্যবাদ জানাই মাননীয় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপিকে। আমাকে ২ বছরের জন্য এপিএস হিসেবে চুক্তি ভিত্তিক নিয়োগ দেওয়ার জন্য।’
হারুন অর রশীদ জানান, শান্তা চৌধুরী নামের কাউকে মন্ত্রী চিনেন না এবং তার এপিএস হিসেবে নিয়োগও দেননি। তিনি বলেন, ‘সেই আইডি থেকে মন্ত্রীর এপিএস পরিচয় দিয়ে মেসেঞ্জারের মাধ্যমে বিভিন্ন লোকজনের কাছে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে বিভিন্ন অঙ্কের টাকা দাবি করতেন তাঁরা।’
এ ঘটনায় মন্ত্রীর সহকারী একান্ত সচিব মো. রাশেদুজ্জামান বাদী হয়ে রমনা মডেল থানায় একটি ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছেন বলে জানিয়েছেন তিনি। হারুন অর রশীদ বলেন, ‘বিভিন্ন তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে রাজশাহী থেকে আতিক ও শান্তাকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা পরস্পর স্বামী-স্ত্রী।’
গ্রেপ্তারদের কাছ থেকে উদ্ধার করা মোবাইল ফোন পর্যালোচনা ও জিজ্ঞাসাবাদ করে জানা যায়, তাঁরা প্রতারণার উদ্দেশে ফেসবুক বিভিন্ন ভুয়া অ্যাকাউন্ট খুলে নিজেদের বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তা দাবি করে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে লোকজনের কাছ থেকে মোটা অঙ্কের টাকা চাইতেন। তাদের মোবাইলে কয়েকটি ভিন্ন ভিন্ন নামের ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট পাওয়া যায়। এসব ভুয়া আইডি দিয়ে তারা বিদেশ যেতে ইচ্ছুক আগ্রহী প্রার্থীদের টার্গেট করত। এ ধরনের প্রতারণা করে তারা লক্ষাধিক টাকা হাতিয়ে নিয়েছে বলে গোয়েন্দা পুলিশের এই কর্মকর্তা জানান।
নকশার ব্যত্যয় ঘটিয়ে ঢাকায় নির্মাণাধীন ৩ হাজার ৩৮২টি ভবনের অবৈধ অংশ চিহ্নিত করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। সেগুলো ভেঙে সঠিক জায়গায় নেওয়ার কাজও শুরু করা হয়েছে বলে জানিয়েছেন রাজউক চেয়ারম্যান মো. রিয়াজুল ইসলাম। আজ সোমবার রাজধানীর সেগুনবাগিচায় অবস্থিত ডিআরইউ মিলনায়তনে আয়োজিত ‘সমস্যার..
৫ মিনিট আগেবগুড়ার শেরপুরে একটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে তাঁর অফিস কক্ষে তালা ঝুলিয়ে দিয়েছেন স্থানীয়রা। ঘটনাটি ঘটেছে উপজেলার খামারকান্দি ইউনিয়নের রামেশ্বরপুর শামছুল উলুম বালিকা দাখিল মাদ্রাসায়।
১০ মিনিট আগেবৈষম্যবিরোধীদের কয়েকজন জুলাই-বিপ্লবের গ্রাফিতি মুছে ফেলা নিয়ে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, পৌর বিএনপির সাবেক সভাপতি মকলেছুর রহমান বাবলু ও সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টুকে নিয়ে উসকানিমূলক মন্তব্য করলে উত্তেজনার সৃষ্টি হয়।
১৪ মিনিট আগেখুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদকে অপসারণের এক দফা দাবিতে আমরণ অনশন শুরু করেছেন শিক্ষার্থীরা। আজ সোমবার বেলা সাড়ে ৩টা থেকে ছাত্রকল্যাণ কেন্দ্র চত্বরে শিক্ষার্থীরা অনশনে বসেন। তাঁদের অনশন থেকে সরে এসে আলোচনার মাধ্যমে সংকট সমাধানের আহ্বান জানাচ্ছেন
২৯ মিনিট আগে