Ajker Patrika

ঢাকা–টাঙ্গাইল–যমুনা সেতু মহাসড়কে ১৪ কিলোমিটার যানজট

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি 
আপডেট : ৩০ মার্চ ২০২৫, ১১: ০৪
ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের তীব্র যানজটের কবলে ঈদযাত্রার ঘরমুখী যাত্রী। আজ রোববার সকালে টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলায়। ছবি: আজকের পত্রিকা
ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের তীব্র যানজটের কবলে ঈদযাত্রার ঘরমুখী যাত্রী। আজ রোববার সকালে টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলায়। ছবি: আজকের পত্রিকা

ঈদযাত্রায় যমুনা সেতুর ওপর একাধিক গাড়ি দুর্ঘটনা, বিকল এবং অতিরিক্ত যানবাহনের চাপে ১৪ কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে। যমুনা সেতু পূর্ব পাড় থেকে এলেঙ্গা পর্যন্ত এই যানজট দেখা দেয়।

গতকাল শনিবার দিবাগত মধ্য রাত থেকে ঢাকা–টাঙ্গাইল–যমুনা সেতু মহাসড়কের যাত্রীরা দুর্ভোগে পড়েন।

এদিকে অতিরিক্ত গাড়ির চাপ সামাল দিতে মধ্যরাতে ও আজ রোববার সকালে যমুনা সেতুর ঢাকাগামী লেন বন্ধ করে দিয়ে একযোগে ১৮টি বুথে টোল আদায় করে উত্তরগামী যানবাহন পারাপার করছে সেতু কর্তৃপক্ষ।

সেতু কর্তৃপক্ষ জানিয়েছে, রাতে সেতুর ওপর তিনটি গাড়ি দুর্ঘটনার শিকার হয় এবং দুটি গাড়ি বিকল হয়ে যায়। পরে এসব গাড়ি সরিয়ে নিতে কিছুটা সময় লেগে যাওয়ায় যানজটের সৃষ্টি হয়। যানজট নিরসনে রাতে ও সকালে দুই দফায় ঢাকাগামী যানবাহনগুলো সিরাজগঞ্জ প্রান্তে আটকে দিয়ে উভয় প্রান্তের ১৮টি বুথ দিয়ে টোল আদায় করা হয়।

অন্যদিকে পুলিশ জানিয়েছে, সেতুর ওপর দুর্ঘটনা কবলিত যানবাহন সরিয়ে নিতে সময় লাগায় মহাসড়কে যানজটের সৃষ্টি হয়েছে। যানজট নিরসনে কাজ করছে পুলিশ। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যানজট নিরসন হয়ে যাবে।

ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের তীব্র যানজটের কবলে ঈদযাত্রার ঘরমুখী যাত্রী। আজ রোববার সকালে টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলায়। ছবি: আজকের পত্রিকা
ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের তীব্র যানজটের কবলে ঈদযাত্রার ঘরমুখী যাত্রী। আজ রোববার সকালে টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলায়। ছবি: আজকের পত্রিকা

এদিকে গত শুক্রবার দিবাগত রাত ১২টা থেকে শনিবার দিবাগত রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় যমুনা সেতু দিয়ে ৪৫ হাজার ৪৭৮টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ৩ কোটি ২১ লাখ ৬৪ হাজার ৬০০ টাকা।

যমুনা সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ রুবেল জানান, রাত ও সকাল থেকে থেমে থেমে যানজটের সৃষ্টি হয়েছে। পুলিশ যানজট নিরসনে কাজ করছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কূটনৈতিক পাসপোর্টকে রাতারাতি অর্ডিনারি বানিয়ে দেওয়া পরিচালক বরখাস্ত

এবার সরানো হলো জ্বালানি উপদেষ্টার পিএসকে

৩৫ বছর ভারতে, স্বামী–সন্তান রেখে দেশে ফেরার নোটিশ পেলেন পাকিস্তানি সারদা

সব রুফটপ রেস্তোরাঁর ট্রেড লাইসেন্স বাতিল

ঈদ শুভেচ্ছা কার্টুনে কুকুরের ছবি: প্রথম আলো সম্পাদকের বিরুদ্ধে মামলার আবেদন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত