রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি
নরসিংদীর রায়পুরায় শ্রীনগর ইউনিয়নের সায়দাবাদ নৌকা ঘাটের পাশে মেঘনা নদী থেকে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় পুলিশের উদ্ধার করা অজ্ঞাত যুবকের লাশের পরিচয় শনাক্ত করা হয়েছে বলে জানা গেছে। নিহত ওই ব্যক্তি রায়পুরা উপজেলার চর মধুয়া ইউনিয়নের সমীবাদ গ্রামের মো. নুরু মিয়ার ছেলে ইউসুফ নবী (২৩)।
নিহতের বাবা নুরু মিয়া বলেন, ‘গত সোমবার নরসিংদী সদরের আলোকবালীর মুরাদনগরে পারিবারিকভাবে ললিত উদ্দিনের মেয়ের সঙ্গে বিয়ে দেই। কিন্তু বিয়ের পরের দিন তাঁর লাশ কোনোভাবেই মেনে নিতে পারছি না। আমার মনে হয় ওই বাড়ির লোকজন আমার ছেলেকে খুন করে নদীতে ফেলে এভাবে নাটক সাজাচ্ছে। আমার ছেলে সাঁতার জানে। এভাবে নদীতে মরার কথা নয়। সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের শাস্তির আওতায় আনতে প্রশাসনকে অনুরোধ করছি’।
নুরু মিয়া আরও জানান, এখনও মামলা করিনি। পরিবারের লোকজনের আলোচনা করে পরে সিদ্ধান্ত নিব।
এ বিষয়ে রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুর রহমান বলেন, ‘অজ্ঞাত লাশের খবর পেয়ে নৌ ও থানা পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠালে আমরা তাঁর পরিচয় শনাক্ত করতে সক্ষম হই। নিহতের অভিভাবকের কাছ থেকে লিখিত অভিযোগ পেলে আমরা তদন্তের কাজ শুরু করব।’
এর আগে গত মঙ্গলবার উপজেলার শ্রীনগর ইউনিয়ের সায়দাবাদঘাট এলাকার মেঘনা নদী থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করে পুলিশ। পরে ওইদিন মঙ্গলবার সন্ধ্যায় নৌ পুলিশ ও রায়পুরা থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ মর্গে পাঠান। পরে রাতে অজ্ঞাত ওই যুবকের স্বজনরা খবর পেয়ে লাশ নাম পরিচয় শনাক্ত করেন বলে জানা গেছে।
নরসিংদীর রায়পুরায় শ্রীনগর ইউনিয়নের সায়দাবাদ নৌকা ঘাটের পাশে মেঘনা নদী থেকে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় পুলিশের উদ্ধার করা অজ্ঞাত যুবকের লাশের পরিচয় শনাক্ত করা হয়েছে বলে জানা গেছে। নিহত ওই ব্যক্তি রায়পুরা উপজেলার চর মধুয়া ইউনিয়নের সমীবাদ গ্রামের মো. নুরু মিয়ার ছেলে ইউসুফ নবী (২৩)।
নিহতের বাবা নুরু মিয়া বলেন, ‘গত সোমবার নরসিংদী সদরের আলোকবালীর মুরাদনগরে পারিবারিকভাবে ললিত উদ্দিনের মেয়ের সঙ্গে বিয়ে দেই। কিন্তু বিয়ের পরের দিন তাঁর লাশ কোনোভাবেই মেনে নিতে পারছি না। আমার মনে হয় ওই বাড়ির লোকজন আমার ছেলেকে খুন করে নদীতে ফেলে এভাবে নাটক সাজাচ্ছে। আমার ছেলে সাঁতার জানে। এভাবে নদীতে মরার কথা নয়। সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের শাস্তির আওতায় আনতে প্রশাসনকে অনুরোধ করছি’।
নুরু মিয়া আরও জানান, এখনও মামলা করিনি। পরিবারের লোকজনের আলোচনা করে পরে সিদ্ধান্ত নিব।
এ বিষয়ে রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুর রহমান বলেন, ‘অজ্ঞাত লাশের খবর পেয়ে নৌ ও থানা পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠালে আমরা তাঁর পরিচয় শনাক্ত করতে সক্ষম হই। নিহতের অভিভাবকের কাছ থেকে লিখিত অভিযোগ পেলে আমরা তদন্তের কাজ শুরু করব।’
এর আগে গত মঙ্গলবার উপজেলার শ্রীনগর ইউনিয়ের সায়দাবাদঘাট এলাকার মেঘনা নদী থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করে পুলিশ। পরে ওইদিন মঙ্গলবার সন্ধ্যায় নৌ পুলিশ ও রায়পুরা থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ মর্গে পাঠান। পরে রাতে অজ্ঞাত ওই যুবকের স্বজনরা খবর পেয়ে লাশ নাম পরিচয় শনাক্ত করেন বলে জানা গেছে।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) র্যাগিংয়ের দায়ে দণ্ডপ্রাপ্ত শিক্ষার্থীদের পক্ষে আয়োজিত এক মানববন্ধনে খবর সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকেরা দুর্ব্যবহারের মুখে পড়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ব্যাপারে আজ রোববার ভুক্তভোগী সাংবাদিকেরা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের কাছে একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
২৮ মিনিট আগেগোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশকে ঘিরে হামলা, সংঘর্ষ ও প্রাণহানির ঘটনার পর জারি করা কারফিউ ও ১৪৪ ধারা প্রত্যাহার করা হয়েছে। এ ছাড়া অপরাধীদের গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান চলমান থাকবে বলে জানিয়েছে জেলা প্রশাসন। আজ রোববার (২০ জুলাই) সন্ধ্যায় জেলা ম্যাজিস্ট্রেটের মিডিয়া সেল ...
৩৬ মিনিট আগেগত ১৭ বছর যে নেতা হামলা-মামলা ও গুমের শিকার হয়েছেন, তাঁর বিরুদ্ধে কটূক্তিমূলক বক্তব্য দিয়েছেন এনসিপির নেতারা। এই বক্তব্যের জন্য যদি ক্ষমা না চান, তবে আমরা (ছাত্রদল) আগামীকাল সোমবার পদযাত্রা অংশ নিতে এলে তাঁদের ফেনীতে প্রবেশ করতে দেব না।’
৪৪ মিনিট আগেগোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় এ পর্যন্ত পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনার চার দিন পর সুরতহাল ও ময়নাতদন্ত ছাড়াই পৃথক চারটি হত্যা মামলা করেছে পুলিশ। সবকটি মামলায় নিহত ব্যক্তিরা আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মী ও দুষ্কৃতকারীদের গুলিতে নিহত হয়েছেন বলে
১ ঘণ্টা আগে