নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বঙ্গবাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৫ হাজার দোকান শ্রমিক-কর্মচারীর ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়েছে জাতীয় দোকান কর্মচারী ফেডারেশন। আজ শুক্রবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে জাতীয় দোকান কর্মচারী ফেডারেশনের উদ্যোগে সংবাদ সম্মেলনে এ দাবি জানান সংগঠনের নেতারা।
সংবাদ সম্মেলনে সংগঠনের সাধারণ সম্পাদক আমিরুল হক আমিন বলেন, ক্ষতিগ্রস্ত দোকানমালিকেরা প্রধানমন্ত্রী, মেয়র, মন্ত্রী, মালিক সমিতি ও বিভিন্ন সংস্থা থেকে ব্যবসার জন্য দফায় দফায় কোটি টাকা সহায়তা পেলেও প্রায় ১৫ হাজার দোকান শ্রমিক-কর্মচারী ক্ষতিপূরণ পাননি এক টাকাও। এই ক্ষতিগ্রস্ত দোকান কর্মচারীদের চাকরির নিশ্চয়তা নেই, কর্মস্থলে নিরাপত্তা ও কর্ম-উপযোগী পরিবেশ নেই। পরিবার-পরিজন নিয়ে বেঁচে থাকা তাঁদের জন্য খুবই দুরূহ ও কষ্টকর। ছেলে-মেয়ের লেখাপড়া অনিশ্চয়তার মুখে। অসুস্থ হলে টাকার জন্য চিকিৎসা নিতে পারছেন না। সারা জীবন দোকান কর্মচারী হিসেবে সর্বোচ্চ সেবা দিয়ে এলেও তাঁদের কল্যাণে পাশে দাঁড়ানোর কেউ নেই। তাঁরা পরিবার নিয়ে এক কঠিন অবস্থায় পড়েছেন। তাই ক্ষতিগ্রস্ত দোকান কর্মচারীদের অবিলম্বে যথাযথ ক্ষতিপূরণ প্রদানের জোর দাবি জানান তিনি।
দাবি আদায়ের জন্য মেয়র, শ্রম প্রতিমন্ত্রী, স্থানীয় এমপি, ডিসি এবং বাংলাদেশ দোকান মালিক সমিতিকে ১২ থেকে ১৭ জুন স্মারকলিপি প্রদান এবং ২০ জুন প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে পদযাত্রা করা হবে বলে সংবাদ সম্মেলনে ঘোষণা দেওয়া হয়।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি রফিকুল ইসলাম বাবুল, সহসভাপতি কামরুল হাসান, কেন্দ্রীয় নেতা মেহজাবীন মিতালী, ঢাকা মহানগরের সভাপতি হযরত আলী মোল্লাসহ অন্যরা।
বঙ্গবাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৫ হাজার দোকান শ্রমিক-কর্মচারীর ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়েছে জাতীয় দোকান কর্মচারী ফেডারেশন। আজ শুক্রবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে জাতীয় দোকান কর্মচারী ফেডারেশনের উদ্যোগে সংবাদ সম্মেলনে এ দাবি জানান সংগঠনের নেতারা।
সংবাদ সম্মেলনে সংগঠনের সাধারণ সম্পাদক আমিরুল হক আমিন বলেন, ক্ষতিগ্রস্ত দোকানমালিকেরা প্রধানমন্ত্রী, মেয়র, মন্ত্রী, মালিক সমিতি ও বিভিন্ন সংস্থা থেকে ব্যবসার জন্য দফায় দফায় কোটি টাকা সহায়তা পেলেও প্রায় ১৫ হাজার দোকান শ্রমিক-কর্মচারী ক্ষতিপূরণ পাননি এক টাকাও। এই ক্ষতিগ্রস্ত দোকান কর্মচারীদের চাকরির নিশ্চয়তা নেই, কর্মস্থলে নিরাপত্তা ও কর্ম-উপযোগী পরিবেশ নেই। পরিবার-পরিজন নিয়ে বেঁচে থাকা তাঁদের জন্য খুবই দুরূহ ও কষ্টকর। ছেলে-মেয়ের লেখাপড়া অনিশ্চয়তার মুখে। অসুস্থ হলে টাকার জন্য চিকিৎসা নিতে পারছেন না। সারা জীবন দোকান কর্মচারী হিসেবে সর্বোচ্চ সেবা দিয়ে এলেও তাঁদের কল্যাণে পাশে দাঁড়ানোর কেউ নেই। তাঁরা পরিবার নিয়ে এক কঠিন অবস্থায় পড়েছেন। তাই ক্ষতিগ্রস্ত দোকান কর্মচারীদের অবিলম্বে যথাযথ ক্ষতিপূরণ প্রদানের জোর দাবি জানান তিনি।
দাবি আদায়ের জন্য মেয়র, শ্রম প্রতিমন্ত্রী, স্থানীয় এমপি, ডিসি এবং বাংলাদেশ দোকান মালিক সমিতিকে ১২ থেকে ১৭ জুন স্মারকলিপি প্রদান এবং ২০ জুন প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে পদযাত্রা করা হবে বলে সংবাদ সম্মেলনে ঘোষণা দেওয়া হয়।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি রফিকুল ইসলাম বাবুল, সহসভাপতি কামরুল হাসান, কেন্দ্রীয় নেতা মেহজাবীন মিতালী, ঢাকা মহানগরের সভাপতি হযরত আলী মোল্লাসহ অন্যরা।
চট্টগ্রামের বিভিন্ন স্থান থেকে বাসে-ট্রাকে করে মানুষ মাহফিলে আসতে থাকে। বিকেল ৪টা নাগাদ প্যারেড ময়দানের আশপাশের রাস্তাঘাট লোকারণ্য হয়ে যায়, বন্ধ হয়ে যায় যান চলাচল। প্যারেড ময়দানসংলগ্ন চকবাজার তেলিপট্টি মোড় থেকে এক্সেস রোড, অলিখাঁ মোড় থেকে গণি বেকারির মোড় পর্যন্ত যানচলাচল সীমিত হয়ে পড়ে।
৩ মিনিট আগেমাঝনদীতে আটকা পড়া এসব ফেরিতে ১৫টির মতো যাত্রীবাহী বাস আছে। এসব বাসের যাত্রীরা কনকনে শীতে চরম ভোগান্তিতে পড়েছেন। এদিকে পাটুরিয়া ঘাটে ৩০টির মতো যাত্রীবাহী বাস এবং শতাধিক পণ্যবাহী যানবাহন আটকা পড়েছে।
১ ঘণ্টা আগেটঙ্গীতে প্রথম ধাপের বিশ্ব ইজতেমায় ইয়াকুব আলী (৬০) নামের আরেক মুসল্লির মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে ইজতেমা ময়দানে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে গভীর রাতে তাঁর মৃত্যু হয়। ইয়াকুব আলী হবিগঞ্জের বাহুবল উপজেলার রাধবপুর গ্রামের নওয়াব উল্লাহ ছেলে।
১ ঘণ্টা আগেরাজধানীর আদাবরে গত বৃহস্পতিবার দিনদুপুরে ছিনতাইকারীদের চাপাতির কোপে সুমন শেখ (২৬) নামে এক যুবকের হাতের কবজি বিচ্ছিন্ন হয়ে গেছে। তাঁর কাছ থেকে টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয় ছিনতাইকারীরা। ভুক্তভোগী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
১ ঘণ্টা আগে