Ajker Patrika

‘আধুনিক’ পোশাক পরায় তরুণী হেনস্তা, যুবক আটক

নরসিংদী প্রতিনিধি
‘আধুনিক’ পোশাক পরায় তরুণী হেনস্তা, যুবক আটক

নরসিংদী রেলওয়ে স্টেশনে তরুণী হেনস্তার হওয়ার ঘটনায় এক যুবককে আটক করেছে নরসিংদী সদর থানা-পুলিশ। শুক্রবার (২০ মে) রাত ৯টার দিকে নরসিংদী রেলওয়ে স্টেশন এলাকা থেকে তাঁকে আটক করা হয়। নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সাহেব আলী পাঠান এ তথ্য নিশ্চিত করেছেন।

আটক হওয়া যুবকের নাম ইসমাইল ইসলাম (৩৫)। তিনি সদর উপজেলার বুদিয়ামারা এলাকার মৃত বাদল মিয়ার ছেলে। অপরদিকে হেনস্তার স্বীকার ওই তরুণ-তরুণীর বিস্তারিত পরিচয় জানা যায়নি।

এর আগে, গত বুধবার (১৮ মে) সকাল সাড়ে পাঁচটার দিকে নরসিংদী রেলওয়ে স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মে ‘অশালীন পোশাক’ পরার অজুহাতে এক তরুণী ও তাঁর দুই বন্ধুকে হেনস্তা করে স্থানীয় এক নারী ও কয়েজন। 

প্রত্যক্ষদর্শীরা জানান, গত বুধবার সকাল সাড়ে ৫টায় রেলওয়ে স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী ঢাকা মেইল ট্রেনের জন্য অপেক্ষা করছিলেন এক তরুণী ও তাঁর দুই বন্ধু। ওইসময় স্টেশনে অবস্থানরত মাঝবয়সী এক মহিলা তরুণীর পোশাক দেখে বাজে মন্তব্য করেন। ওই তরুণী সেটার জবাব দিলে মাঝবয়সী ওই মহিলার সঙ্গে তাঁর তর্ক হয়। তর্কের একপর্যায়ে ওই মহিলা তরুণীর গায়ে হাত তুলতে গেলে তাঁর দুই বন্ধু প্রতিবাদ করে। তখন স্টেশনে দাঁড়িয়ে থাকা কয়েকজন বখাটে তরুণীর দুই বন্ধুর সঙ্গে তর্কে জড়ায়। একপর্যায়ে তরুণীকে টানাহেঁচড়া করেন ওই মহিলা। পরে তরুণী ও তাঁর দুই বন্ধু স্টেশন মাস্টারের কক্ষে গিয়ে রক্ষা নেন। 

সবশেষ, সিসি ক্যামেরার ফুটেজ এবং মোবাইলে ধারণ করা ভিডিও দেখে শুক্রবার রাত ৯টার দিকে ইসমাইল ইসলাম নামের ওই যুবককে আটক করে নরসিংদী সদর থানা-পুলিশ। পরে তাঁকে রেলওয়ে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। 

নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) ইমায়েদুল জাহেদী জানান, ‘হেনস্তার শিকার ওই তরুণীর পরণে আধুনিক পোশাক ছিলো। ঘটনার দিন ভুক্তভোগীরা আমাদের কাছে লিখিত অভিযোগ করতে রাজি হয়নি। তবে শুক্রবার রাতে একজনকে আটক করেছি আমরা। ভুক্তভোগীদের একজনের খোঁজ পেয়েছি। তাঁর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা চলছে। তিনি অভিযোগ দিতে চাইবে কি-না, তা এখনো নিশ্চিত নই।’ 

নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সাহেব আলী পাঠান জানান, ‘আমরা একজনকে আটক করে ভৈরব রেলওয়ে থানা-পুলিশের হাতে তুলে দিয়েছি। বাকি প্রক্রিয়া রেলওয়ে পুলিশ করবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের বিপক্ষে সেমির আগেই ধাক্কা খেল অস্ট্রেলিয়া

পরমাণু শক্তিধর হতে চেয়েছিল তাইওয়ান, সিআইএ এজেন্টের বিশ্বাসঘাতকতায় স্বপ্নভঙ্গ

এলপি গ্যাস, তেল, আটাসহ বেশ কিছু পণ্যে ভ্যাট তুলে দিল এনবিআর

চ্যাম্পিয়নস ট্রফি: রিজার্ভ-ডেতেও সেমিফাইনাল না হলে হৃদয়বিদারক সমীকরণ

চট্টগ্রামে হামলায় ‘নিরাপত্তাহীন’ পুলিশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত